উদয়গিরি, উড়িষ্যা

স্থানাঙ্ক: ২০°৩৮′৩০″ উত্তর ৮৬°১৬′০৯″ পূর্ব / ২০.৬৪১৬° উত্তর ৮৬.২৬৯২° পূর্ব / 20.6416; 86.2692
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উদয়গিরি
ଉଦୟଗିରି
প্রধান স্তুপ
ধর্ম
অন্তর্ভুক্তিBuddhism
অবস্থাসংরক্ষিত
অবস্থান
অবস্থানIndia
রাজ্যউড়িষ্যা
উদয়গিরি, উড়িষ্যা ভারত-এ অবস্থিত
উদয়গিরি, উড়িষ্যা
ভারতে অবস্থান
উদয়গিরি, উড়িষ্যা ওড়িশা-এ অবস্থিত
উদয়গিরি, উড়িষ্যা
ভারতে অবস্থান
স্থানাঙ্ক২০°৩৮′৩০″ উত্তর ৮৬°১৬′০৯″ পূর্ব / ২০.৬৪১৬° উত্তর ৮৬.২৬৯২° পূর্ব / 20.6416; 86.2692

উদয়গিরি হচ্ছে ভারতীয় রাজ্য উড়িষ্যার সর্ববৃহৎ বৌদ্ধ স্থাপনা।[১] উদয়গিরি মূলত একটা কমপ্লেক্স যা স্তুপ এবং বিহার নিয়ে গঠিত। পার্শ্ববর্তী ললিতগিরি এবং রত্নগিরির সংগে এটা একত্রে পুষ্পগিরি বিশ্ববিদ্যালয়ের অংশ[২]। ঐতিহ্যবাহী এই তিন স্থানকে একত্রে রত্নগিরি-উদয়গিরি-ললিতগিরি কমপ্লেক্সের ডায়মন্ড ট্রায়াঙ্গল বলা হয়ে থাকে[৩]। স্থানটির ঐতিহাসিক নাম মাধাভাপুর মহাবিহার[৪]। ধারণা করা হয় রত্নগিরি ও ললিতগিরির পাশের বৌদ্ধ কমপ্লেক্সটি ৭ম থেকে ১২ শতকের মধ্যে চালু ছিলো।[১]

অবস্থান[সম্পাদনা]

উদয়গিরি পাহাড়ের পাদদেশে এই বৌদ্ধ স্থাপনাটি অবস্থিত যা ভুবনেশ্বর থেলে ৯০ কিলোমিটার উত্তর পূর্বে এবং জজপুর জেলার কটক থেকে ৭০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত।

অনুসন্ধান ও প্রাপ্তি[সম্পাদনা]

১৯৫৮ সাল থেকে আর্কিয়োলজিক্যাল সার্ভে অভ ইন্ডিয়া উদয়গিরিতে একাধিক খননকাজ চালিয়েছে। দুই উপত্যকার মাঝে অবস্থিত উদয়গিরি সাইট ১ এ সর্বপ্রথম খননকাজ চালানো হয়। ১৯৮৫-৮৬ এবং ১৯৮৯-৯০ সালে চালানো খননে উদয়গিরি সাইট ২ এ দেয়াল ঘেরা বৌদ্ধবিহারটি আবিষ্কৃত হয়। এখানে ৭ ফুট উঁচু একটি স্তুপ যার চার কোনায় চারটি ধ্যানী বুদ্ধের প্রতিকৃতি পাওয়া যায়। এপিগ্রাফিক্যাল উপাত্তের ভিত্তিতে প্রত্নতত্ত্ববিদগণ স্থানটিকে মাধবপুর মহাবিহার নামে অভিহিত করেন। ১৯৯৭ থেকে ২০০০ সালে পরিচালিত বৃহৎ খননে উদয়গিরি-২ এর দ্বিতীয় অংশ আবিষ্কৃত হয় যেখানে স্তুপ এবং বিহার ছিলো। এর মধ্যে ছিলো দুটো অষ্টম শতকের বিহার চত্বর, বুদ্ধের ভাস্কর্য, তারা, মঞ্জুশ্রী, আভালোকিতেশ্বর, জটামুকুট লোকেশ্বর এবং বিভিন্ন টেরাকোটা ফলক। একটি পাথরের ধাপযুক্ত কুয়া আবিষ্কৃত হয়। প্রবেশ পথের নিকটে দেখা যায় একটি মনুষ্যাকৃতি দড়িতে ঝুলছে যার চোখ বন্ধ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Udayagiri"। Government of Odisha, Department of Tourism। ২০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮ 
  2. Hoiberg ও Ramchandani 2000, পৃ. 175–176।
  3. Kumar, Arjun (২২ মার্চ ২০১২)। "Sounds of silence at Buddhist sites in Odisha, Ratnagiri-Udayagiri-Lalitgiri"Economic times 
  4. "Excavations – 2000–2005 – Orissa"Various Udaygiri-2, dt. Jajpur। Archaeological Survey of India। ১১ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৫