উত্তর আমতলী চান্দির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
উত্তর আমতলী চাঁন্দির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় | |
---|---|
ঠিকানা | |
![]() | |
, | |
স্থানাঙ্ক | ২২°০০′১৪″ উত্তর ৯২°০৩′৫৮″ পশ্চিম / ২২.০০৩৮৪১৪° উত্তর ৯২.০৬৬১৪৪২° পশ্চিমস্থানাঙ্ক: ২২°০০′১৪″ উত্তর ৯২°০৩′৫৮″ পশ্চিম / ২২.০০৩৮৪১৪° উত্তর ৯২.০৬৬১৪৪২° পশ্চিম |
তথ্য | |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
প্রধান শিক্ষক | কল্যান কান্তি নাথ |
ভাষার মাধ্যম | বাংলা |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | সরকারি |
রঙ |
|
উত্তর আমতলী চাঁন্দির পাড়া প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় অবস্থিত। লোহাগাড়া উপজেলা পরিষদ থেকে ৭ কিলোমিটার দূরে বড়হাতিয়া ইউনিয়নে আমতলী গ্রামে বিদ্যালয়টি অবস্থিত।[১]
অবস্থান[সম্পাদনা]
এটি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার অন্তর্গত বড়হাতিয়া ইউনিয়ন[২] এ অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটিতে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে।
ভর্তি[সম্পাদনা]
এই বিদ্যালয়ে প্লে থেকে ৫ম শ্রেণীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। সাধারণত জানুয়ারীতেই এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিফর্ম[সম্পাদনা]
- ছেলে: সবুজ ও কালো
- মেয়ে:সবুজ ও সাদা
খেলাধুলা[সম্পাদনা]
শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়।
গ্রন্থাগার[সম্পাদনা]
বিদ্যালয়টিতে রয়েছে একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের বই। শিক্ষার্থীরা এখানে সাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।
বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড[সম্পাদনা]
বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়।
আরো দেখুন[সম্পাদনা]
তথ্য সূত্র[সম্পাদনা]
- ↑ "প্রাথমিক বিদ্যালয় - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। brohatiaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এক নজরে বড়হাতিয়া - বড়হাতিয়া ইউনিয়ন - বড়হাতিয়া ইউনিয়ন"। brohatiaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]