উইলিয়াম লিটেল এভারিট
উইলিয়াম লিটেল এভারিট | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ৬ সেপ্টেম্বর ১৯৮৬ | (বয়স ৮৬)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | কর্নেল ইউনিভার্সিটি E.E. মিশিগান বিশ্ববিদ্যালয় M.S. ওহাইও স্টেট ইউনিভার্সিটি Ph.D. |
সন্তান | Bruce Everitt, Barbra Everitt Bryant, and Pamela Everitt. Randal Bryant (grandchild) |
পুরস্কার | আইইইই মেডেল অব অনার (১৯৫৪) আইইইই জেমস এইচ মুলিগান জুনিয়র এডুকেশন মেডেল (১৯৫৭) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | Electrical engineering |
প্রতিষ্ঠানসমূহ | ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন |
ডক্টরাল উপদেষ্টা | Frederic Columbus Blake |
ডক্টরাল শিক্ষার্থী | Karl Spangenberg Nelson Wax |
উইলিয়াম লিটেল এভারিট একজন মার্কিন প্রকৌশলী, শিক্ষক এবং ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা সদস্য।
জীবনী[সম্পাদনা]
এভারিট ১৯০০ সালের ১৪ এপ্রিল ম্যারিল্যান্ডের বাল্টিমরে জন্মগ্রহণ করেন। তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে ১৯২২ সালে ইই ডিগ্রি অর্জন করেন। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে ১৯২৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৩৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯২৬ সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটি তে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯২৯ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৩৩ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৪৪ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন এর অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৫৪ সালে আইইইই মেডেল অব অনার লাভ করেন।