উইলিয়াম মুর (গণিতবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইলিয়াম মুর (ইংরেজি ভাষায়: William Moore 1806-1823[১]) ছিলেন ব্রিটিশ গণিতবিদ যিনি রকেট তত্ত্ব উন্নয়নে অবদান রেখেছিলেন। তিনি উলিচে অভস্থিত রয়েল মিলিটারি একাডেমিতে কাজ করতেন। ১৮১৩ সালে রকেট তত্ত্ব বিষয়ক একটি লেখা প্রকাশ করেন। এতেই প্রথমবারের মত নিউটনের গতির তৃতীয় সূত্রের আলোকে রকেটের তাত্ত্বিক কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। তার জীবন সম্পর্ক খুব বেশি জানা যায়নি। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর বোমা বিস্ফোরণে অনেক দলিলপত্র ধ্বংস হয়ে যায়।

প্রকাশনা[সম্পাদনা]

  • A Treatise on the Doctrine of Fluxations (১৮১১)
  • Treatise on the Motion of Rockets [and] an Essay on Naval Gunnery (১৮১৩)

তথ্যসূত্র[সম্পাদনা]