বিষয়বস্তুতে চলুন

উইলিয়াম কোমার পেথেরাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যার উইলিয়াম কোমার পেথেরাম'
কলকাতা উচ্চ আদালত প্রধান বিচারপতি
কাজের মেয়াদ
২৪ মার্চ ১৮৮৬  নভেম্বর ১৮৯৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৮৩৫
লিম্পশাম সামারসেট যুক্তরাজ্য
মৃত্যু১৫ মে ১৯২২
লন্ডন যুক্তরাজ্য
দাম্পত্য সঙ্গীইসাবেল কনগ্রেভ
প্রাক্তন শিক্ষার্থীমিডিল টেম্পল

স্যার উইলিয়াম কোমার পেথেরাম কেসি (ইংরেজি: William Comer Petheram; ১৮৩৫ - ১৫ মে ১৯২২)[] ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ১৮৮৪ খ্রিস্টাব্দে তিনি নাইট ব্যাচেলরে সম্মানিত হন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

উইলিয়াম কোমার পেথেরাম ১৮৩৫ খ্রিস্টাব্দে যুক্তরাজ্যের সমারসেটের লিম্পশামে জন্মগ্রহণ করেন।[] পিতা ছিলেন পিনহোর উইলিয়াম পেথেরাম। ১৮৬২ খ্রিস্টাব্দে তিনি স্পেশাল প্লিডার হিসেবে যোগ্য হন এবং ১৮৬৯ খ্রিস্টাব্দে মিডল টেম্পল থেকে পাস করেন। তিনি ভারতের উত্তর-পশ্চিম প্রদেশের প্রধান আদালতের প্রধান বিচারক হিসেবে চাকরিতে যোগ দেন। পেথারাম ১৮৮৪ খ্রিস্টাব্দ থেকে ১৮৮৬ পর্যন্ত প্রথম এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[] তারপর স্যার রিচার্ড গার্থ[] এর পরে ১৮৮৬ খ্রিস্টাব্দের ২৪ মার্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হন এবং ১৮৯৬ খ্রিস্টাব্দে নভেম্বরে অবসর গ্রহণ করেন।[] তিনি ১৮৮৭ খ্রিস্টাব্দের ১০ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন এবং ১৮৮৯ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই পদে আসীন ছিলেন।[][] ১৮৬৪ খ্রিস্টাব্দে, তিনি "দ্য ল' অ্যান্ড প্র্যাকটিস রিলেটিং টু ডিসকোভারি বাই ইনটেরোগেটোরিজ আন্ডার দ্য কমন ল' প্রসিডিওর অ্যাক্ট, ১৮৫৪" শীর্ষক একটি গ্রন্থ রচনা করেন।[][১০]

১৮৮৪ খ্রিস্টাব্দে তিনি নাইট উপাধিতে ভূষিত হন।

তিনি দ্বিতীয় ব্যারোনেট স্যার উইলিয়াম কংগ্রেভের কন্যা ইসাবেল কনগ্রেভকে বিবাহ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Petheram, Sir William Comer"discovery.nationalarchives.gov.uk। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮
  2. 1 2 টেমপ্লেট:Cite IBD1915
  3. 1 2 "Obituary: Sir W. C. Petheram"The Times। ১৯ মে ১৯২২। পৃ. ১৩।
  4. 1911 England Census
  5. "About High Court"hcbaallahabad.in। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮
  6. "Colonies And India"newspaperarchive.com। ৫ মার্চ ১৮৮৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮
  7. "Former Chief Justices"calcuttahighcourt.nic.in। ১৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  8. Great Britain. India Office (১৮১৯)। "The India List and India Office List"। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮
  9. "The law and practice relating to discovery by interrogatories under the Common law procedure act, 1854"। ১৮৬৪। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮
  10. C. E. Buckland (১৯৯৯)। Dictionary of Indian Biography। COSMO Publications। আইএসবিএন ৯৭৮৮১৭০২০৮৯৭৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮