উইলিয়াম কোমার পেথেরাম
স্যার উইলিয়াম কোমার পেথেরাম' | |
|---|---|
![]() | |
| কলকাতা উচ্চ আদালত প্রধান বিচারপতি | |
| কাজের মেয়াদ ২৪ মার্চ ১৮৮৬ – নভেম্বর ১৮৯৬ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৮৩৫ লিম্পশাম সামারসেট যুক্তরাজ্য |
| মৃত্যু | ১৫ মে ১৯২২ লন্ডন যুক্তরাজ্য |
| দাম্পত্য সঙ্গী | ইসাবেল কনগ্রেভ |
| প্রাক্তন শিক্ষার্থী | মিডিল টেম্পল |
স্যার উইলিয়াম কোমার পেথেরাম কেসি (ইংরেজি: William Comer Petheram; ১৮৩৫ - ১৫ মে ১৯২২)[১] ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ১৮৮৪ খ্রিস্টাব্দে তিনি নাইট ব্যাচেলরে সম্মানিত হন।[২][৩]
কর্মজীবন
[সম্পাদনা]উইলিয়াম কোমার পেথেরাম ১৮৩৫ খ্রিস্টাব্দে যুক্তরাজ্যের সমারসেটের লিম্পশামে জন্মগ্রহণ করেন।[৪] পিতা ছিলেন পিনহোর উইলিয়াম পেথেরাম। ১৮৬২ খ্রিস্টাব্দে তিনি স্পেশাল প্লিডার হিসেবে যোগ্য হন এবং ১৮৬৯ খ্রিস্টাব্দে মিডল টেম্পল থেকে পাস করেন। তিনি ভারতের উত্তর-পশ্চিম প্রদেশের প্রধান আদালতের প্রধান বিচারক হিসেবে চাকরিতে যোগ দেন। পেথারাম ১৮৮৪ খ্রিস্টাব্দ থেকে ১৮৮৬ পর্যন্ত প্রথম এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৫] তারপর স্যার রিচার্ড গার্থ[৬] এর পরে ১৮৮৬ খ্রিস্টাব্দের ২৪ মার্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হন এবং ১৮৯৬ খ্রিস্টাব্দে নভেম্বরে অবসর গ্রহণ করেন।[৭] তিনি ১৮৮৭ খ্রিস্টাব্দের ১০ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন এবং ১৮৮৯ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই পদে আসীন ছিলেন।[২][৮] ১৮৬৪ খ্রিস্টাব্দে, তিনি "দ্য ল' অ্যান্ড প্র্যাকটিস রিলেটিং টু ডিসকোভারি বাই ইনটেরোগেটোরিজ আন্ডার দ্য কমন ল' প্রসিডিওর অ্যাক্ট, ১৮৫৪" শীর্ষক একটি গ্রন্থ রচনা করেন।[৯][১০]
১৮৮৪ খ্রিস্টাব্দে তিনি নাইট উপাধিতে ভূষিত হন।
তিনি দ্বিতীয় ব্যারোনেট স্যার উইলিয়াম কংগ্রেভের কন্যা ইসাবেল কনগ্রেভকে বিবাহ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Petheram, Sir William Comer"। discovery.nationalarchives.gov.uk। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮।
- 1 2 টেমপ্লেট:Cite IBD1915
- 1 2 "Obituary: Sir W. C. Petheram"। The Times। ১৯ মে ১৯২২। পৃ. ১৩।
- ↑ 1911 England Census
- ↑ "About High Court"। hcbaallahabad.in। ২৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮।
- ↑ "Colonies And India"। newspaperarchive.com। ৫ মার্চ ১৮৮৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮।
- ↑ "Former Chief Justices"। calcuttahighcourt.nic.in। ১৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ Great Britain. India Office (১৮১৯)। "The India List and India Office List"। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮।
- ↑ "The law and practice relating to discovery by interrogatories under the Common law procedure act, 1854"। ১৮৬৪। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮।
- ↑ C. E. Buckland (১৯৯৯)। Dictionary of Indian Biography। COSMO Publications। আইএসবিএন ৯৭৮৮১৭০২০৮৯৭৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮।
