বিষয়বস্তুতে চলুন

উইচি লামতেস নকতেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইচি লামতেস নকতেন
উইনহায়েক
দেশোদ্ভবআর্জেন্টিনা, বলিভিয়া
জাতিউইচি জনগোষ্ঠী
মাতৃভাষী
(১৯৯৪ অনুযায়ী ব্যাড রাউন্ডইং এখানে১,৯০০)[]
মাতাকোয়ান
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩এমটিপি
গ্লোটোলগwich1262[]

উইচি লামতেস নকতেন বা উইনহায়েক হচ্ছে উইচি ভাষা। মূলতঃ বলিভিয়ায় এ ভাষা ব্যবহার করা হয়ে থাকে। ১৯৯৪ সালের হিসেব অনুযায়ী, আনুমানিক ১,৮১০জন উইচি ব্যক্তি এ ভাষায় কথা বলে থাকেন। একই সালে আর্জেন্টিনায়ও অতিরিক্ত আরও একশত ব্যক্তি এ ভাষায় কথা বলতেন। বলিভিয়ায় তারিজা ডিপার্টমেন্ট, পিলকোমাও নদীর দক্ষিণ-পশ্চিমাংস ও করদিলেরা দ্য পিরাপো এলাকায় ভাষাটিতে কথা বলা হয়। আর্জেন্টিনায় উত্তরাঞ্চলীয় সীমানা থেকে সাল্তার তারতাগাল পর্যন্ত ভাষাটির ব্যবহার করা হয়। মাতাকো, বলিভিয়ান, মাতাকো নকতেন, নকতেন, নকতেনেস, ওকতেনাই ও উইনহায়েক নামেও ভাষাটিকে ডাকা হয়। তন্মধ্যে, সর্বশেষের নামটি ২০০৯ সাল থেকে বলিভিয়ার সংবিধানে ব্যবহার করা হচ্ছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. এথ্‌নোলগে উইচি লামতেস নকতেন (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Wichi Lhamtes Nocten"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  3. "Wichí Lhamtés Nocten." Ethnologue. Retrieved 30 Jan 2012.