উইকিপিডিয়া আলোচনা:রাজশাহী বিভাগের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তালিকা জনিত সমস্যা[সম্পাদনা]

অনুগ্রহ করে, তালিকায় থাকা কোন স্থাপনা নিয়ে দ্বিধা থাকলে সেটি এখানে পরপর যুক্ত করুন। তাহলে বিষয়টি প্রতিযোগিতা শেষে আয়োজকদের মনে থাকবে ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। কোনক্রমেই পূর্ব আলোচনা ব্যতীত কমপক্ষে আইডি নম্বর পরিবর্তন করবেন না। এই সমস্যার তালিকা এ জন্য যে, যাতে পরবর্তিতে বিষয়গুলো আয়োজগণ ভুলে না যান। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১১, ১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা[সম্পাদনা]

  1. BD-E-54-8 নম্বর আইডির ‘বড় শিব মন্দির’ ও BD-E-54-17 নম্বর আইডির ‘শিব মন্দির’ আমার কাছে একই মনে হচ্ছে (ছবি দেখে)। যাইহোক, বর্তমানে দুইটির জন্য দুটি দুটি কমন্স বিষয়শ্রেণী তৈরি রয়েছে ও দুটিতেই আপলোড চলছে। এখন পরিবর্তন করলে সবগুলোর আইডি পরিবর্তন হবে। প্রস্তাব: সুতরাং যদি একই হয়, প্রতিযোগিতা শেষে তাহলে দুটি একত্র করে খালি স্থানে অন্য একটি প্রত্নতত্ত্ব প্রবেশ করানো যাবে (সরকারি তালিকার বাইরে; ১০০ বছরের হিসেব অনুযায়ী)।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১৭, ১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  2. ১১১ নম্বর ও ১০০ নম্বর একই স্থাপনা।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]