উইকিপিডিয়া আলোচনা:মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ ২০২০

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এডিথাটনের নিবন্ধগুলোর বিষয় নির্ধারণ প্রসঙ্গে[সম্পাদনা]

নীড় পাতায় কোন রকম নিবন্ধ লেখা হবে সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি। তার মানে যেকোন বিষয়েই কি নিবন্ধ লেখা যাবে? এবং আমি কি যে নিবন্ধের তালিকা দেওয়া আছে সে তালিকায় ইংরেজি নিবন্ধগুলো যোগ করতে পারব অনুবাদের জন্য?--রাফি (আলাপ) ১৮:২০, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Rafi Bin Tofa: এখানে বিস্তারিত আছে। ~মহীন (আলাপ) ০৮:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: ভাই, টেমপ্লেটগুলোর ইংরেজি নিবন্ধের নাম বাংলায় রূপান্তরিত করে রাখলে ভালো হয়।--রাফি (আলাপ) ১৬:২২, ১৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Rafi Bin Tofa: হুম। চাইলে শুরু করতে পারো। ~মহীন (আলাপ) ১৯:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেটের নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

@Moheen: ভাই, নিবন্ধ তালিকা পাতায় যোগকৃত {{টেমপ্লেট:মানসিক ও আচরণগত ব্যাধি}} টেমপ্লেটটিতে যে নিবন্ধের তালিকা রয়েছে এটি কিন্তু মোবাইল সংস্করণে প্রদর্শিত হবে না। এডিটাথনে অংশ নেওয়া বেশিরভাগ ব্যবহারকারী যেহেতু মোবাইল মোডে সম্পাদনা করবে এক্ষেত্রে বিষয়টি তাদের দৃষ্টিগোচর হবে না, তাই তালিকা আকারে করলে ভালো হবে। নিবন্ধ তালিকা অনুচ্ছেদ সারণিতে উইকিউপাত্ত আইটেমের যে কলাম দেওয়া হয়েছে সেটি বাদ দেওয়া যায়। এছাড়াও, নিবন্ধ জমাদানের জন্য ফাউন্টেনে যদি আলাদা পাতা তৈরি করেন সেক্ষেত্রে জমাদান ও পর্যালোচনায় সুবিধা হবে বলে মনে করি। তাই পর্যালোচক ও মন্তব্য কলামটিও বাদ দিতে পারেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:১১, ১৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  1.  করা হয়েছে উইকিউপাত্ত কলাম সরানো
  2. করা হচ্ছে... তালিকা তৈরি

~মহীন (আলাপ) ০৭:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Moheen: ভাই, এখন কি তাহলে টেমপ্লেট থেকে নিবন্ধ গুলো তালিকায় নেয়া হবে/হচ্ছে? --রাফি (আলাপ) ০৯:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Rafi Bin Tofa: দুটোই। ‍‍‍‍~মহীন (আলাপ) ০৯:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]