উইকিপিডিয়া আলোচনা:প্রধান পাতা/প্রস্তাবনা ২

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রধান পাতার এই প্রস্তাবিত নকশা সম্পর্কে পর্যালোচনা এখানে যুক্ত করুন:

মন্তব্য[সম্পাদনা]

  • এই নকশার "উইকিপিডিয়া সহপ্রকল্প" এবং "অন্যান্য ভাষায় উইকিপিডিয়া" আমার খুব ভালো লাগছে। (রঙের বিষয়টি ছাড়া)
  • "বিশ্বকোষ" ট্যাবে সবগুলো আইকন সমজাতীয় না হওয়ায় বেশ খাপছাড়া লাগছে।
  • সূচিপত্রে বাংলা অক্ষর দিয়ে সার্চের সুবিধাটা বেশ ভালো (যা বর্তমান প্রধান পাতায়ও আছে)। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:৩২, ১০ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

পরামর্শ[সম্পাদনা]

  • রঙের কম্বিনেশন ঠিক করতে বর্তমান প্রধান পাতার "বিষয় অনুযায়ী উইকিপিডিয়া" বেশ ভালো উদাহরণ হতে পারে। একই রঙে বেশ মুন্সিয়ানার সাথে সেখানে এলাকা বিভাজিত আছে।
  • রঙের উচ্চ-কনট্রাস্ট এ্যাভোয়েড করার পরামর্শ থাকলো।
  • ট্যাবের বাম দিকে যেহেতু আইকন ব্যবহৃত হয়েছে, সেগুলো একই আইকন হলে বুলেটের মতো কাজ করবে, দেখতেও ভালো লাগবে। কিন্তু যদি সেগুলো এখনকার মতো বিষয়ভিত্তিক বুলেট হয়, তবে প্রস্তাবনা ৩-এর মতো ডান দিকে নেবার পরামর্শ থাকলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:৩২, ১০ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]