উইকিপিডিয়া আলোচনা:নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২২

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টেমপ্লেট:নারীবাদ এবং লোকগাথা এডিটাথন শীর্ষ/২০২২/২০২২

আকার কি হবে[সম্পাদনা]

নিবন্ধের আকার কেমন হবে, শব্দ কত হবে মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:০৩, ১২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মো. মাহমুদুল আলম কমপক্ষে ৩০০ শব্দ হতে হবে। ⋯Aishik Rehman (আলাপ) ০২:৪৭, ১৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Aishik Rehman সেটা নির্দেশনায় নাই। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৪:৩৬, ১৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata দিদি, আমার একটি প্রশ্ন ছিল। প্রদত্ত তালিকা এমন কিছু নিবন্ধ দেওয়া আছে যা অনুবাদ করলে হয়ত ৩০০ শব্দ পূর্ণ হবে না। সেগুলির ক্ষেত্রে কী করণীয়? ১. যদি আমি অনুবাদ + গবেষণা করে তা ৩০০ শব্দের করতে পারি তবেই আমার সেটি নিয়ে আগানো উচিত অথবা ২. ১ নং করতে না পারলে, তালিকায় থাকলেও সেগুলি বাদ দিয়ে যেগুলি কমপক্ষে ৩০০ শব্দের হবে সেগুলি কেবল অনুবাদ করা উচিত? -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ ভাই। আমি তাই করি। একটু খুঁজে নিবন্ধকে বাড়ানোর চেষ্টা করি। যদি কেউ মনে করেন ৩০০ শব্দ করতে পারবেন না তবে সেটা নিয়ে না এগোনোই ভাল। আসলে আমাদের উদ্দেশ্য তো যত বেশি সংখ্যক নিবন্ধ সকলের সামনে আনা। সেগুলো যদি stub হয়েই থেকে যায় তাহলে তো আসল উদ্দেশ্য পূরণ হয়না। যেমন ধরুন সুস্মিতা পাওয়ার নিবন্ধ। ইংরেজিতে শুধু দুই লাইন ছিল। বাদ দিয়ে দিলে তো কেউ তার সম্বন্ধে কিছু জানতেই পারতনা। আমি একটু খুঁজে যা পেয়েছি যোগ করেছি। এবারে তো এই গুণী মেয়েটি সম্বন্ধে আমরা কিছু জানতে পারব। প্রতিযোগিতা হলেও আমি কাজকে এইভাবেই দেখি। তবে নিবন্ধ তো অনেক আছে। ছোটগুলো বাদ দিলেও অনুবাদ করার মত বড় নিবন্ধ নিশ্চয়ই পাওয়া যাবে। -- Nettime Sujata (আলাপ) ০৪:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata আমি একটা বিষয়ে পরিষ্কার হতে পারিনি। আপনি কি বোঝাতে চেয়েছেন, তালিকায় থাকা ছোট নিবন্ধগুলো শর্তপূরণ না করলেও গ্রহণ করা হবে? -- ≈ MS Sakib  «আলাপ» ২০:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib: দিদি বলতে চেয়েছে যে, যদি ছোট নিবন্ধ অনুবাদ + গবেষণা করে তথ্য জোগাড় করে ৩০০ শব্দের করা যায় তবেই সেটি নিয়ে আগানো উচিত, অন্যথায় ছোট নিবন্ধ বাদ দিয়ে ৩০০ শব্দের হবে এমন নিবন্ধ অনুবাদ করা উচিত। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাব যা বলেছেন একদম সেটাই বলতে চেয়েছি। -- Nettime Sujata (আলাপ) ০৩:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আর যদি ছোট নিবন্ধ পুরোটা অনুবাদ করার পর নিজে গবেষণা করে তথ্য জোগাড় করেও যদি ৩০০ শব্দ না হয়? (আসলে নিয়মের মধ্যে কোনও ফাঁক-ফোকড় যাতে না থাকে, সেজন্য বিষয়টা ১০০% পরিষ্কার করে নিতে চাচ্ছি।) -- ≈ MS Sakib  «আলাপ» ০৭:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib: কমপক্ষে ৩০০ শব্দের হতে হবে। ৩০০ শব্দ না হলে সেটি নিয়মাবলির ১ নং শর্ত পূরণ করবে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

রিগনাই নিবন্ধে সমস্যা[সম্পাদনা]

রিগনাই নিবন্ধের তথ্যছক আসছেনা এবং দুটি ছবি সম্ভবত ব্যক্তিগত হবার জন্য আনা যাচ্ছেনা। কেউ কি সাহায্য করে দেবেন? Nettime Sujata (আলাপ) ১১:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Nettime Sujata দিদি, আমি তথ্যছকের সমস্যাটা ঠিক করে দিয়েছি। আর ছবি দুটো কমন্সে নাই, আবার ইংরেজি উইকিতেও ছবির লাইসেন্স ত্রুটিযুক্ত। তাই ওগুলো বাংলায় আনা বা কমন্সে রপ্তানি করা সম্ভবত ঠিক হবে না।— ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:১২, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক আছে ভাই। ধন্যবাদ। -- Nettime Sujata (আলাপ) ১২:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
পুংগানি তে ছবি আনতে পারিনি। ঠিক করে দেবেন? -- Nettime Sujata (আলাপ) ১৭:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
চিত্র যুক্ত করা হয়েছে। --সাজিদ রেজা করিম ২১:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ভাই -- Nettime Sujata (আলাপ) ১৮:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

লোক দেবদেবী[সম্পাদনা]

তালিকা ক্রম সংখ্যা ঠিক নেই। একটু দেখুন। অনুপম দত্ত (আলাপ) ১৫:৫৪, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা[সম্পাদনা]

@Aishik Rehman এবং Nettime Sujata: আজ রাতটা প্রতিযোগিতার শেষ সময় হলেও নিবন্ধ পর্যালোচনার ক্ষেত্রে তেমন কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই কাজে কিছুটা গতি ফেরানোর চেষ্টা করতে আমি পর্যালোচক হতে ইচ্ছুক। ≈ MS Sakib  «আলাপ» ১৮:০২, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: যোগ করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:১৪, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ধন্যবাদ। -- ≈ MS Sakib  «আলাপ» ২২:৩৪, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
অনেক উপকার হল। ধন্যবাদ ভাই। -- Nettime Sujata (আলাপ) ১৪:০২, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Aishik Rehman এবং Nettime Sujata: সবগুলো নিবন্ধ পর্যালোচনা করা শেষ। এবার ফলাফল প্রকাশের অনুরোধ করছি। -- ≈ MS Sakib  «আলাপ» ১৯:১৭, ৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib ফলাফল প্রকাশিত হয়েছে। ⋯Aishik Rehman (আলাপ) ০৫:৫৫, ৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]