উইকিপিডিয়া আলোচনা:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সময় সমস্যা[সম্পাদনা]

@Moheen: ভাই, এই এডিটাথনে সময় ভুল রয়েছে। প্রথমে লেখা রয়েছে “২০২১ সালের ২১–২৭ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় এই অনলাইন এডিটাথন আয়োজন করা হয়েছে।” আবার সময়সীমায় লেখা রয়েছে “১ - ২১ ফেব্রুয়ারি ২০২১।” আশা করি এই ত্রুটিটি দ্রুত সংশোধন করবেন। কেননা এতে অংশগ্রহণকারীদের সময়সীমা সম্পর্কে ঝামেলায় পড়তে হয়। #সাফুয়ান (আলাপ) ০৪:২৫, ৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

পাতার উপরে লেখা হয়েছে "এডিটাথন শুরু হয় নি। এই পাতাটি (এবং এই পাতার সমস্ত উপপাতাগুলি) বর্তমানে খসরা পাতা।" ~মহীন (আলাপ) ০৬:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]