উইকিপিডিয়া:সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন
অবয়ব
১২৫তম সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রকল্পটি শুরু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে সুভাষচন্দ্র বসু সম্পর্কিত নিবন্ধসমূহের সম্প্রসারণ ও মান উন্নয়ন করা হবে। প্রকল্পে সকল ব্যবহারকারীকে স্বাগত।
নিয়মাবলী
[সম্পাদনা]- উইকিপিডিয়ার সকল নিয়মাবলী অনুসরণ করে প্রবন্ধ নির্মাণ বা সম্প্রসারণ করবেন।
- পূর্ণদৈর্ঘ্যের প্রবন্ধ লেখার চেষ্টা করবেন। প্রবন্ধ পড়ে যেন পাঠক বিষয় সম্পর্কে সম্যক ধারনা পেতে পারেন।
নিবন্ধ তালিকা
[সম্পাদনা]সর্বাধিক গুরুত্বপূর্ণ নবন্ধ
[সম্পাদনা]- সুভাষচন্দ্র বসু — লক্ষ্য: — নিবন্ধটিকে ভালো নিবন্ধ-এ উন্নীত করা
গুরুত্বপূর্ণ নিবন্ধ তালিকা
[সম্পাদনা]- আজাদ হিন্দ ফৌজ — লক্ষ্য: — মান উন্নয়ন ও সম্প্রসারণ।
- নেতাজি ভবন — লক্ষ্য: — মান উন্নয়ন ও সম্প্রসারণ।
- সুভাষ ব্রিগেড — লক্ষ্য: — মান উন্নয়ন ও সম্প্রসারণ।
- আর্জি হুকুমত-এ-আজাদ হিন্দ — লক্ষ্য: — মান উন্নয়ন ও সম্প্রসারণ।
- নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় — লক্ষ্য: — মান উন্নয়ন ও সম্প্রসারণ।
- এমিলি শেঙ্কল — লক্ষ্য: — মান উন্নয়ন ও সম্প্রসারণ।
- নেতাজি মূর্তি (শ্যামবাজার, কলকাতা) — লক্ষ্য: — মান উন্নয়ন ও সম্প্রসারণ।
- সুভাষচন্দ্র বসুর মৃত্যু — লক্ষ্য: — মান উন্নয়ন ও সম্প্রসারণ।