উইকিপিডিয়া:রসায়ন বিধিমালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
  • রসায়নের বিভিন্ন উপাদান ও নামের বানানের ক্ষেত্রে দুর্বোধ্যতা পরিহার করুন। সহজ উচ্চারণযোগ্য ও প্রচলিত বাংলা বানান ব্যবহার করুন। যেমন Cocaine বানানের ক্ষেত্রে কোকেইন বা কোকেন লেখা হয়। প্রথম বানানে বানানগত বিশুদ্ধতা অক্ষুণ্ণ থাকলেও দ্বিতীয় বানানটি বাংলায় অধিক প্রচলিত।
  • প্রতিটি তথ্যের উৎস দেয়ার চেষ্টা করুন।
  • বাংলা বানানের ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য শিক্ষা উৎস যেমন: বোর্ড বই, খান একাডেমি, টেন মিনিট স্কুল ইত্যাদি ব্যবহার করুন।(ইয়াহু, আস্ক.কম, কুয়োরা এগুলো ব্যবহার করবেন না। তবে এখান থেকে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পেলে সেটি দিয়ে নিবন্ধ বানান)