উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২১/রমজান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

     

     

ইসলাম বিষয়ক এডিটাথন ২০২১
বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের মানোন্নয়ন করাই হল এই এডিটাথনের মূল উদ্দেশ্য।

অনলাইন এডিটাথনটি পুরো রমজান মাস জুড়ে চলমান ছিলো। যেকোনো প্রশ্ন/ জিজ্ঞাসা এখানে করুন

নিয়মাবলী[সম্পাদনা]

  • চেষ্টা করুন পুরো অনুবাদ করার। (পুরোটা না পারলে, আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় তা করুন)
  • যা লিখবেন তা যেন বোধগম্য হয়। যান্ত্রিক যেন না হয়, আরেকজন যেন উক্ত লেখা পড়ে অর্থ বুঝতে পারেন।
  • অনুবাদ করার বদলে, যথাযথ নিয়ম মেনে তথ্যসূত্র সহ নিজ থেকেও নিবন্ধ লিখতে পারেন।
  • নিচের নিবন্ধ তালিকাটি কেবল আপনার সুবিধার্থে দেওয়া হয়েছে। আপনি চাইলে তালিকার বাইরে ইসলাম সম্পর্কিত যেকোন নিবন্ধ নিয়ে কাজ করতে পারেন।
  • নতুন নিবন্ধ তৈরি করার সময় কয়েকটি বাক্য অনুবাদ করার পর {{কাজ চলছে/রমজান}} ট্যাগটি যোগ করে নিবন্ধটি প্রকাশ করবেন এবং এরপরই বাকি অনুচ্ছেদগুলো অনুবাদ করবেন।
  • নতুনদের প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে সমস্যা হলে https://youtu.be/sAtr39pfwmk টিউটোরিয়ালটি দেখতে পারেন।

নিবন্ধ তালিকা[সম্পাদনা]

অংশগ্রহণকারীদের তালিকা[সম্পাদনা]

এই এডিটাথনে অংশগ্রহণ করতে {{ব্যবহারকারী|আপনার উইকি অ্যাকাউন্টের নাম}} আকারে এখানে নাম নথিভুক্ত করুন