উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/পর্ষদ/২০২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিয়মাবলি[সম্পাদনা]

এই পাতাটি রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের পর্ষদ সদস্য নির্বাচনের পাতা। সংঘের একজন প্রধান সমন্বয়কারী এবং উভয় শাখার সমন্বয়কারীবৃন্দ এই নির্বাচনের মাধ্যমেই মনোনীত হবেন। এই নির্বাচনে নির্বাচিত সমন্বয়কারীগণ ১ জুলাই ২০২১, ০০:০১ ইউটিসি থেকে ৩১ ডিসেম্বর ২০২১, ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত ছয়মাস মেয়াদে দায়িত্ব পালন করবেন।[ক] রসনিমা সংঘের নির্বাচনে যেকোনো উইকিপিডিয়ান অংশ নিতে পারেন।[খ] নির্বাচনে স্ব-মনোনয়নকে স্বাগত জানাই।

সমন্বয়কারীরা প্রকল্পের সমস্ত প্রক্রিয়ার ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ এবং সমস্ত প্রশাসনিক ক্ষেত্রের সমন্বয় সাধন করে থাকেন। প্রকল্প সংক্রান্ত যেকোনো প্রশ্ন ও জিজ্ঞাসার জন্য সমন্বয়কারীদের সাথে যোগাযোগ করুন। প্রকল্প সংশ্লিষ্ট সমস্ত বিষয়াদি সম্পর্কে সমন্বয়কারীরা জ্ঞাত।

সমন্বয়কারীদের কিছু সাধারণ কার্যপ্রণালি:

  • রচনা সংশোধন মহোৎসব ও নিবন্ধ মানোন্নয়ন অভিযান আয়োজন ও প্রচার;
  • কোনো প্রশ্ন, জিজ্ঞাসা কিংবা সমস্যা বিষয়ে প্রকল্পের সদস্যদের সাহায্য করা;
  • প্রকল্পের কর্মকাণ্ড চালু রাখা এবং কার্যপ্রণালি হালনাগাদ রাখা;
  • প্রকল্পের প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশনা প্রস্তুত করা;
  • প্রকল্পের বিষয়শ্রেণী ব্যবস্থাপনা;
  • নতুন সদস্যদের সংঘে যোগদানে উদ্বুদ্ধ করা এবং নোটিশ ও অন্যান্য মাধ্যমে সংঘের কার্যক্রম প্রসারিত করা;
  • অন্যান্য বিশেষ এডিটাথন ও প্রতিযোগিতা আয়োজনে সহায়তা করা;
  • প্রকল্প পাতা এবং নির্দেশিকাসমূহ পরিচ্ছন্ন এবং সহজে ব্যবহার উপযোগী রাখা; এবং
  • কৌশলগত নীতিমালা পর্যবেক্ষণ এবং প্রকল্পের টেমপ্লেটসমূহ নীতি অনুসরণ করে কিনা, তা নিশ্চিতকরণ।

সংঘের সমন্বয়কারী হিসেবে উইকিপিডিয়ার অন্যান্য ক্ষেত্রে প্রয়োগের জন্য কোনো বিশেষ ক্ষমতা দেওয়া হয় না

পর্ষদ সমন্বয়কারীদের পদ[সম্পাদনা]

  • প্রধান সমন্বয়কারী (একটিমাত্র উন্মুক্ত পদ): প্রকল্পের সামগ্রিক দায়িত্ব এবং প্রশাসনিক কার্য সম্পাদনা করে থাকেন।
  • শাখা সমন্বয়কারী (দুইটি উন্মুক্ত পদ): সংঘের কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বা শাখায় দায়িত্ব পালন করে প্রধান সমন্বয়কারীকে সহায়তা করেন। সমন্বয়কারীরা কোনো একটি শাখার বিষয়াদি দেখভালের জন্য নিয়োজিত হলেও, প্রয়োজন ও অবস্থাবিশেষে উভয় শাখা ও সমন্বিত ক্ষেত্রে কাজ করতে পারেন।

নির্বাচন প্রক্রিয়া[সম্পাদনা]

  • এই নির্বাচনের মনোনয়ন গ্রহণ আগামী ১ জুন ২০২১, ০০:০১ ইউটিসি থেকে ১৫ জুন ২০২১, ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে।
  • ১৬ জুন, ০০:০১ ইউটিসি থেকে ৩০ জুন, ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত দুই সপ্তাহ সময়কালে ভোট প্রদান করা যাবে।
  • যেকোনো ব্যবহারকারী নিচের মনোনয়ন অংশে নিম্নবর্ণিত কোড অনুলিপি করে মনোনীত করতে পারেন। প্রার্থীদের আগ্রহের বিষয়ে সংক্ষেপে বর্ণনা থাকাই যথেষ্ট।
  • সাধারণ অ্যাপ্রুভাল ভোটদানের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবেন। অর্থাৎ, একজন ব্যবহারকারী যেকোনো সংখ্যক প্রার্থীকে মনোনীত করতে পারেন। যদি কোনো প্রার্থী উভয় পদের জন্যই মনোনয়ন নিয়ে থাকেন এবং আপনি যেকোনো একটি পদের জন্য তাকে ভোট দিতে চান, তবে সুনির্দিষ্টভাবে সেটি উল্লেখ করুন। অন্যথায় উভয় পদের জন্যই আপনার ভোট গণ্য হবে।
  • সংঘের সদস্য এবং সদস্য-নন এমন যেকোনো ব্যবহারকারী ভোট দিতে পারবেন, কোনো প্রার্থীকে প্রশ্ন করতে পারবেন, এমনকি মন্তব্যও করতে পারবেন। তবে, প্রমাণিত সক অ্যাকাউন্ট এবং আইপি থেকে কোনো ভোট গ্রহণযোগ্য হবে না।

পদাসীন পর্ষদ[সম্পাদনা]

সংঘের প্রথম কার্যকরী পর্ষদ নির্বাচন আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে।

টীকা[সম্পাদনা]

  1. এই পাতার সমস্ত সময় সার্বজনীন সমন্বিত সময় বা ইউটিসি অনুসারে উল্লিখিত।
  2. তবে বাধাপ্রাপ্ত, নিষিদ্ধ কিংবা অন্য কোনোভাবে অবরুদ্ধ ব্যবহারকারী অংশ নিতে পারবেন না।

নমুনা মনোনয়ন[সম্পাদনা]

সম্পাদকের নাম[সম্পাদনা]

উদাহরণ ১ (আলাপ · অবদান) • সমন্বয়কারী ( শাখা) হিসেবে কাজ করতে আগ্রহী।

সংক্ষিপ্ত বক্তব্য

সমর্থন[সম্পাদনা]

ভোটদান এখনও শুরু হয়নি

আবেদনকারীর প্রতি প্রশ্ন ও মন্তব্য[সম্পাদনা]

মনোনয়ন[সম্পাদনা]

মনোনয়ন ও ভোট প্রদান এখনও শুরু হয়নি