উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১১৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিল্ড মার্শাল (ভারত)
ফিল্ড মার্শাল (ভারত)

ফিল্ড মার্শাল হচ্ছে ভারতের পাঁচ-তারকা জেনারেল অফিসার পদ এবং ভারতীয় সেনাবাহিনীতে অর্জনযোগ্য সর্বোচ্চ পদমর্যাদা। ফিল্ড মার্শালকে জেনারেলের ঠিক উপরে স্থান দেওয়া হয়, তবে নিয়মিত সেনা কাঠামোতে এটি ব্যবহৃত হয় না। এটি মূলত একটি আনুষ্ঠানিক বা যুদ্ধকালীন পদমর্যাদা তথা র‌্যাঙ্ক। ভারতে কেবল দুজন সেনা কর্মকর্তাকে এই পদমর্যাদা দেওয়া হয়েছে। তারা হলেন, ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধকালীন ভারতের সেনাপ্রধান শ্যাম মানেকশ’ (১৯৭৩) এবং প্রথম ভারতীয় হিসেবে ভারতের সেনাপ্রধানের দায়িত্ব পালনকারী কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা (১৯৮৬)। ফিল্ড মার্শালের পদমর্যাদাচিহ্নের প্রশস্ত দিকে একটি পদ্ম ফুলের পুষ্পস্তবক বেষ্টিত আড়াআড়ি ছেদ করা লাঠি ও বাঁকা তলোয়ার এবং এর উপরে ভারতের জাতীয় প্রতীক তথা অশোকের সিংহস্তম্ভ রয়েছে। একজন ফিল্ড মার্শাল চার-তারকা জেনারেলের পুরো বেতন পান এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত একজন সার্ভিসিং অফিসার হিসাবে বিবেচিত হন। তারা সবধরণের আনুষ্ঠানিক পরিবেশে পূর্ণ সামরিক পোশাক পরেন। বাকি অংশ পড়ুন...