উইকিপিডিয়া:বাংলাদেশের সংরক্ষিত অঞ্চলের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকি লাভস আর্থ ২০২০ বাংলাদেশ
উইকি লাভস আর্থ ২০২০
­ বাংলাদেশে
স্বাগতম
Kaptai1.jpgRatargul Swamp Forest, Sylhet..jpgPanthera tigris tigris.jpg

আপনার ছবিটি কোথায় তুলেছেন?
সংরক্ষিত জাতীয় উদ্যান সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্য অন্যান্য সংরক্ষিত অঞ্চল

বাংলাদেশের সংরক্ষিত অঞ্চলের এই তালিকাটি তৈরি করা হয়েছে বাংলাদেশে উইকি লাভস আর্থ ছবি প্রতিযোগিতা আয়োজনের সুবিধার্থে। ছবি প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত। নিম্নোক্ত তালিকাগুলো তৈরি করা হয়েছে বাংলাদেশ বন অধিদপ্তরের তৈরিকৃত তালিকা অনুসারে[১]। বন অধিদপ্তরের হিসেব অনুযায়ী, মোট ১৭টি জাতীয় উদ্যান, ২১টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও অন্যান্য কিছু সংরক্ষিত অঞ্চলের ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

সংরক্ষিত অঞ্চল

তথ্যসূত্র