উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Tanweer Morshed
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ১৪; বিরোধিতা — ১; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত। --বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১০, ৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
Tanweer
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (১৪/১/০); শেষ হবে: ৩ জানুয়ারি ২০১৫ ১৭:২৭ (ইউটিসি)
মনোনয়ন
আমি ২০০৯ সাল থেকে উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করি। প্রথমে ইংরেজি উইকিপিডিয়াতে লিখালিখি করলেও পরবর্তিতে মূলত বাংলা উইকিপিডিয়ায় লিখালিখি শুরু করি। ক্রমেই বাংলা উইকিপিডিয়াসহ উইকিঅভিধান, উইকিমিডিয়া কমন্স এবং উইকিমিডিয়া মেটাতে কাজ করতে থাকি। এ পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় ৬০০০-এর বেশি সম্পাদনা এবং ২০০-এর বেশি সংখ্যক নিবন্ধ তৈরি করেছি। ইংরেজি উইকিতে আমার সম্পাদনা সংখা ২২০০-এর অধিক। অনলাইনের পাশাপাশি আমি উইকিমিডিয়া প্রকল্পসমূহের বিভিন্ন অফলাইন কর্মকান্ডেও জড়িত। বাংলাদেশে উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার, উইকিমিডিয়া বাংলাদেশ গঠনের শুরু থেকে সংশ্লিষ্ট ছিলাম এবং বর্তমানে এই চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য হিসেবে কাজ করছি। বাংলাদেশে বাংলা উইকিপিডিয়ার অধিকাংশ অফলাইন কর্মকান্ড যেমন- উইকিমিটআপ, উইকিপিডিয়া আনকনফারেন্স, বাংলা উইকিপিডিয়ার আউটরিচ অ্যাক্টিভিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উইকিপিডিয়া কর্মশালা ইত্যাদিতে আমি অংশগ্রহণ করেছি এবং আয়োজক হিসেবেও কাজ করেছি। বর্তমানে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানমালার অন্যতম আয়োজক হিসেবেও কাজ করছি।
প্রশাসক হিসেবে আমি আবেদন করছি কারণ, প্রশাসকত্বের টুলসগুলো ব্যবহার করে আমি বাংলা উইকিপিডিয়ার প্রশাসনিক কাজগুলোতেও অবদান রাখতে চাই। বর্তমানে বাংলা উইকিতে ১২ জন প্রশাসক থাকলেও এদের মধ্যে ৭ জনই সক্রিয় নন। ৫ জন সক্রিয় প্রশাসক রয়েছেন। বাংলা উইকির পরিধি ক্রমেই বাড়ছে, সেইসাথে বাড়ছে এর ব্যবহারকারীও। সে হিসেবে নতুন প্রশাসকের প্রয়োজন আছে বলে মনে করি। নিবন্ধ তৈরি, সম্পাদনা, বেশ কিছু উইকিপ্রকল্প ছাড়াও ইতোমধ্যে আমি উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা রোধ, আজাকির জন্যে ভুক্তি তৈরি, নতুন ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান, উইকিপিডিয়ার নীতিমালা পৃষ্ঠাসমূহের বাংলা অনুবাদ, মেটাতে বিভিন্ন কন্টেন্টের বাংলা অনুবাদ ইত্যাদি কাজ করেছি। উইকিসিনট্যাক্স সম্পর্কে আমার ধারণা রয়েছে। প্রশাসক হলে প্রশাসন সংক্রান্ত কাজগুলোতে জড়িত হওয়ার মাধ্যমে বাংলা উইকির অগ্রগতিতে অধিক অবদান রাখতে পারবো বলে বিশ্বাস করছি। – তানভির (আলাপ) ১৭:২৭, ২৭ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ: প্রশাসক হিসেবে আমি বাংলা উইকিপিডিয়ায় ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পাদনকারীকে বাধাদান, অবাঞ্ছিত নিবন্ধ অপসারণ, প্রযোজ্য ক্ষেত্রে রিভার্টিং, ব্যবহারকারীর বিভিন্ন অধিকারের আবেদন গ্র্যান্ট করা ইত্যাদি কাজগুলো করতে চাই।
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ: বাংলা উইকিপিডিয়াতে আমি এ পর্যন্ত প্রায় দুইশত নিবন্ধ তৈরি করেছি। এ নিবন্ধগুলোর অধিকাংশই আমার আগ্রহের বিষয়বস্তু নিয়ে রচিত। এগুলোর মধ্যে কিছু সুলিখিত নিবন্ধ হচ্ছেঃ গ্লুকোজ, এমা ওয়াটসন, আলেপ্পো, টেইলর সুইফট, জৈব রসায়ন, হারম্যান এমিল ফিসার।
সমর্থন
সমর্থন । আমি মনে করি তানভির একজন অভিজ্ঞ, দায়িত্বশীল, শুভজ্ঞান্সম্পন্ন এবং কর্মনিষ্ঠ উইকিপিডিয়ান হিসাবে প্রশাসক হবার যোগ্য । --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৫:১০, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন । আমাদের ১২ জন প্রশাসক থাকলেও সক্রিয় আছেন ৫ জন..আর যেহেতু বাংলা উইকিপিডিয়ার ব্যাপ্তি বাড়ছে তাই আমি মনে করি তানভির প্রশাসক হওয়ার যোগ্যতা রাখে। আমার পূর্ণ সমর্থন রইল। --নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৮:৩৪, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন । বাংলাউইকিপিডিয়ায় তানভির এর অবদান সম্পর্কে অবগত আছি, নতুন ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি নিবন্ধের সংখ্যাও। এই অবস্থায় সক্রিয় প্রশাসকের ভূমিকায় তানভির দায়িত্বশীল ভূমিকা রাখবে আশা রাখি, আমারও সমর্থন রইল।--রাফায়েল রাসেল (আলাপ) ০৯:২৫, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন । উইকিপিডিয়ায় উনার অবস্থানকালীন সময়ের তুলনায় সম্পাদনা সংখ্যা কমই বলা চলে। তবে তার সম্পাদিত কাজগুলোর মান ভালোই। সমৃদ্ধ উইকিপিডিয়ার জন্য চাই দক্ষ প্রশাসক। আর কাজ করার সুযোগ পেলেই তবে তারা সুযোগ পাবে নিজেদের দক্ষতা প্রমাণের। আমি তার প্রস্তাব সমর্থন করছি। ফেরদৌস (টক শো) ১৬:৪৯, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন । অন-লাইন কিংবা অফ-লাইন - উভয়ক্ষেত্রেই সফল ও দৃপ্ত পদচারণা রয়েছে তানভির মোর্শেদের। আন্তরিকভাবেই আশাবাদী যে, বাংলা উইকিকে বিশ্ব দরবারে তুলে ধরতে যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। অগ্রীম অভিনন্দনসহ - Suvray ১৭:০৯, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)
সমর্থন অফলাইনে তানভিরের কার্যক্রম আমার চেয়ে ভালো আর কেউ জানে না ;)--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৭, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন। নাহিদ ভাইয়ের মতোন তানভিরের অফলাইন কার্যক্রম সম্পর্কে আমিও কিছুটা অবগত রয়েছি, একসাথে কাজ করতে গিয়ে। নতুন প্রশাসক হিসাবে তার উপর দায়িত্ব দেয়া যায়। বাংলা উইকিপিডিয়ায় মানসম্মত অবদানের পাশাপাশি আন্যান্য উইকিপ্রকল্পসমমূহেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আশা করছি আগামীতেও তার দায়িত্বশীল মনোভাব বজায় থাকবে। --মহীন রীয়াদ (আলাপ) ১২:০৩, ২৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন। তানভির অনেক দিন ধরে বাংলা উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া আন্দোলনের সাথে জড়িত। অনলাইনের পাশাপাশি অফলাইন কার্যক্রমে তার অংশগ্রহণ সক্রিয়। তাই তানভিরের প্রশাসক হবার আবেদনে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। --আলী হায়দার খান (তন্ময়) (আলাপ) ১৯:০৮, ২৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন। তানভির অনলাইন এবং অফলাইন দুই ধরণের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকায় তার বেশ কিছু নতুন ব্যবহারকারী এবং সম্পাদকের সাথে সামনাসামনি ভাব বিনিময় করার সুযোগ পাচ্ছেন। আমার মতে সামগ্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্য এই প্রত্যক্ষ যোগাযোগ একটি বড় ভূমিকা রাখতে পারে। আমি আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি। Tarunno (আলাপ) ১০:১৯, ৩০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন। তানভির অনলাইন এবং অফলাইনে বেশ সক্রিয়। --নাবিল (আলাপ) ১৬:১২, ৩০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন। একসাথে কাজ করতে যেয়ে আমি জেনেছি এবং দেখেছি তানভির ভাই অনেক দিন যাবত অনলাইন ও অফলাইন উভয় কাজেই রয়েছে। আশা করছি এমনাবস্হায় নতুন প্রশাসক হিসাবে আগামিতে আরও অনেক ভূমিকা রাখবেন। তাই তানভির ভাইয়ের প্রশাসক হবার আবেদনে আমি সমর্থন জানাচ্ছি। --Motiur Rahman Oni (আলাপ) ০৩:৩৩, ৩১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন। তানভীর ভাই দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রশাসক হিসেবে তিনি আরও দায়িত্বশীল ও দক্ষভাবে কাজ করে উইকিপিডিয়া ও উইকিমিডিয়ার ক্রমোন্নতির ধারাকে তরান্বিত করবেন বলেই আমার দৃঢ় বিশ্বাস। আমি তাকে পূর্ণ সমর্থন দিচ্ছি।--অংকন (আলাপ) ০৯:১৩, ১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন এই প্রস্তাবে বিরোধিতা করার যুক্তিযুক্ত কারণ বলতে একটাই বোঝানো যায় আর সেটা হল ব্যবহারকারী অনিয়মিত। কিন্তু উইকি প্রশাসন বিষয়টা এমন নয়। তিনি অফলাইন-এ যথেষ্ট সক্রিয়। উইকি অনলাইন আর অফলাইন এই দুইয়ে মিলে। এজন্যই ইংরেজি উইকিতে অনেক অনিয়মিত ব্যবহারকারী প্রশাসক। তাই আমার মনে হয় না এটা কোন বড় বাধা। আর তার উইকির জ্ঞান নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই। তাই আমি এই প্রস্তাবে সমর্থন দিচ্ছি। --প্রত্যয় (স্বাগতম) ১৪:৩৫, ১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন আগেও বলেছি, উইকি'র প্রশ্নে (অনলাইন-অফলাইন) তানভিরকে অসমর্থন জানানোর কোনোই কারণ নেই। আমার মন্তব্যের সুন্দর উত্তর দেয়ার জন্য তানভিরকে ধন্যবাদ। উইকি'র স্বার্থেই নতুন প্রশাসক হিসেবে তানভিরকে অগ্রিম অভিনন্দন ও শুভ কামনা। তোমার হাত ধরে আরো এগিয়ে যাক উইকিপিডিয়া। শুভ কামনা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৫৯, ২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
বিরোধিতা
#উত্তর দিন[উত্তর দিন]
বিরোধিতা--তার সম্পাদনা সংখ্যা অনেক কম। তাই আমি মনে করি তাকে দায়িত্ব না দেওয়া হক।আমি মনে করি তার থেকে মহীন ভাইয়ের সম্পাদনা বেশি।তাই আমি মনে করি মহীন ভাইকে দায়িত্ব দেওয়া উচিত।--খান আল নোমান (আলাপ · অবদান)০৯:৪৫, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)
বিরোধিতা(Devil RYUGA (আলাপ) ০৯:৫১, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি))উত্তর দিন[উত্তর দিন]
#
এই দুইজন ও নিরপেক্ষেতে মন্তব্যকারী ব্যবহারকারী Shuvo Hulk-এর সক পাপেট।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২৮, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
বিরোধিতাi think he is not able in his duty(আব্দুল্লাহ আল নাহিয়ান (আলাপ) ০৯:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি))
নিরপেক্ষ
#i dont know (Noman02 (আলাপ) ১০:০০, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি))উত্তর দিন[উত্তর দিন]
মন্তব্য
- মন্তব্যটাকে ভিন্নার্থে না নেয়ার অনুরোধ। দীর্ঘদিন উইকিপিডিয়ায় অনিয়মিত বলে বর্তমান প্রয়োজন, হালচাল কিছুই জানি না। এবং এও জানি, ইতোমধ্যে সম্মতির ভোটের পাল্লা ভারি, সুতরাং তানভিরকে অগ্রিম অভিনন্দন! তানভিরের, উইকিপিডিয়ার জন্য কাজ করার ফিরিস্তি এখানে দিতে চাই না, কারণ সে যে করছে, ইংরেজি এবং বাংলায় সমান তালে, অনলাইন, অফলাইনে, সেটা তো আমারও চোখের সামনে। সুতরাং তাঁর প্রশাসক হবার পথে কোনো বাঁধা তো থাকার কথা না, থাকা উচিতও নয়। কিন্তু আমি প্রসঙ্গটা তুলেছি অন্য কিছু একটার দিকে আঙ্গুল তুলতে:
- নিয়মিত উইকিপিডিয়ায় কাজ করে যেতে যেতে একটা পর্যায়ে আমাদের তৃপ্তিটা আসলে কোথায়? সেই অতীত থেকে দেখে আসা পদমর্যাদায়? নাকি কীর্তিতে?
- যখনই কোনো প্রশাসকত্বের আবেদন আসে, আমরা তখনই দেখি, সেই ব্যবহারকারী কতটা অবদান রেখেছেন উইকিপিডিয়ায় - দেখাটাই স্বাভাবিক। বাদবাকি ইন্টারঅ্যাকশন কেমন ইত্যাদি। ব্যস, সন্তুষ্ট হলেই সমর্থন - না দেয়াটাই অস্বাভাবিক।
- এখন প্রশ্ন হচ্ছে কতজন নিয়মিত (active) ব্যবহারকারীর বিপরীতে কতজন প্রশাসক, সত্যি বলতে কি নিয়মিত প্রশাসক (active) থাকা উচিত তার কোনো মাপকাঠি নেই। তানভিরকে হেয় করার জন্য বলছি না, কাল যদি আমিও প্রশাসকত্বের আবেদন করি, (মজা করে বলছি) কেউ হয়তো আপত্তি করবে না। :) কিন্তু কেন আমার প্রশাসক হবার দরকার? আদৌ কি আরেকজন প্রশাসক দরকার? নিয়মিত উইকিচর্চা করতে করতে করতে করতেই কি শেষ ধাপটা হলো নিজেকে প্রশাসক হিসেবে দেখা?
- কেনইবা আমি আবেদন করবো? যদি তা না হয়ে থাকে?
- একটাই কারণ হতে পারে, আসলেই এখন একজন প্রশাসক দরকার। যদি দরকার হয়েই থাকে আমি বিন্দুমাত্র আপত্তি করবো না। কিন্তু দরকার না থাকলে আবেদন এবং অতীত ইতিহাস সুন্দর বলেই প্রশাসকত্ব দেয়ার নীতিতে আমি দ্বিধান্বিত — দ্বিধান্বিত একারণে যে, ইংরেজি উইকিপিডিয়ায় ব্যবহারকারীদের মধ্যকার নিয়মিত অবদানকারীরা যদি প্রত্যেকে প্রশাসক হবার আবেদন করেন, তখন আসলে যে ব্যাপারটা হবে, আমি সেটা এখনই দেখতে চাচ্ছি। সব প্রশাসকত্বের আবেদনের পিছনে একটা মানদন্ড ('মানদণ্ড' শব্দের যৌক্তিক ব্যাখ্যা নিয়ে না কবচালে ভালো হয় - কারণ ওটা আবার যুগোত্তর বিতর্ক) থাকা উচিত। প্রশাসকত্ব কিংবা ব্যুরোক্র্যাসি কোনো আলটিমেট লিমিট নয়।
- তানভিরকে আমি যতটা চিনি, তানভিরও আমাকে ততটা চিনে। আমাদের দুজনের সম্পর্ক আমরা দুজনই খুব ভালো করে জানি। আর এই সুসম্পর্ক একটা বিষয় খুব সহজেই প্রত্যাশা করতে পারে, আর তা হলো চোখ বুজে সমর্থন - তানভিরের প্রশ্নে আমি তা শুরুতেই জানিয়েছি। কিন্তু আমি এই প্রশ্নগুলোর উত্তর না পেলে আসলে নিজেকে ক্ষমা করতে পারবো না। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:১৪, ৩০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- নিয়মিত উইকিপিডিয়ায় কাজ করে যেতে যেতে একটা পর্যায়ে আমাদের তৃপ্তিটা আসলে কোথায়? সেই অতীত থেকে দেখে আসা পদমর্যাদায়? নাকি কীর্তিতে?
- ধন্যবাদ মঈনুল ভাই এরকম একটা বিষয় তুলে ধরার জন্য। উইকিপিডিয়ার সাথে সংশ্লিষ্টতার প্রথমদিকে আমারও এরকম প্রশ্ন/ধারণা মনে জন্মেছিল। পরে উইকিপিডিয়ার নীতিমালা পড়ার পরে এবং কাজ করতে গিয়ে উইকিপিডিয়ার (অনলাইন) পরিবেশ উপলদ্ধি করার পর এই বুঝতে পারি যে প্রশাসকত্ব/ব্যুরোক্রেসি ইত্যাদি কোন বিশেষ ‘সুবিধা’, ‘পদ/পদমর্যাদা’, ‘স্বীকৃতি’ নয়। যেহেতু উইকিপিডিয়া বিশ্বব্যাপী লক্ষাধিক স্বেচ্ছাসেবকদের দ্বারা তৈরি এবং তাদের দ্বারাই এটার মেইনটেনেন্যান্স হয়ে থাকে, তাই প্রশাসক/ব্যুরোক্রেট হল সেসকল ব্যবহারকারী যারা এই মেইনটেনেন্যাস-(আরো পরিস্কার করে বলতে গেলে কিছু বাড়তি টুলস বা অধিকার, যদিও মেইনটেনেন্যান্স প্রক্রিয়ায় অন্যান্য ব্যবহারকারীরাও কাজ করে) এর সাথে জড়িত উইকিপিডিয়ানদের একটা ক্রাইটেরিয়া। ব্যাপারটা মোটেও সামাজিক স্তরবিন্যাস-এর মত কিছু না; যেমন- একজন প্রথমে ব্যবহারকারী থাকে তারপর একসময় প্রশাসক তারপরে ব্যুরোক্রেট তারপরে স্টিউয়ার্ড ইত্যাদি ইত্যাদি। এবং এই ব্যাপারেও আমি অবগত যে এই অধিকারগুলো অর্জন করা মানে স্বেচ্ছায় উইকিপিডিয়ার বিষয়বস্তুর সুষ্ঠু রক্ষার্থে কিছু জিনিস (নরমালি যেটা ব্যবহারকারীদের থাকে না)-এর প্রয়োগ করার দায়িত্ব নেয়া। এর জন্য দরকার নিজের ব্যক্তিগত জীবন সময় থেকে আতিরিক্ত কিছু সময় দেয়া এবং সে (যে প্রশাসক/ব্যুরোক্রেট ইত্যাদি হতে চায়) এজন্য একধরণের কমিটমেন্ট করে। কারণ যদি সে ঐ কাজগুলো করতে না চায়, তবে নরমাল উইকিপিডিয়ান হয়েই তো অবদান রাখা যায়।
- তারপরও পুরো বিষয়টাই যেহেতু স্বেচ্ছাসেবার ভিত্তিতে গড়ে উঠা, তাই একজন মানুষ তাঁর ব্যক্তিগত (বা অন্য কারণে) জীবনের ব্যস্ততায় কোন একসময় উইকিপিডিয়া থেকে সংশ্লিষ্টতা ধীরে ধীড়ে হারিয়ে ফেলে। এটা সম্পূর্নই বাস্তব কারণে। যেমন- একটা সময় রাগিব ভাই প্রশাসক এবং ব্যুরোক্রেট হিসেবে উইকিপিডিয়ায় প্রচুর সময় দিয়েছে। আমি লক্ষ্য করেছি উনি ২০০৬ সালের দিকে কী পরিমাণ সময় উইকিতে দিয়েছেন। কিন্তু এখন কিন্তু উনি উইকিতে সময় দেয় না বললেই চলে। অর্থাৎ ব্যাপারটাই এমন যে, উইকিতে মানুষ আসবে, কাজ করবে (সামর্থ্য, ইচ্ছা, সময় ইত্যাদি অনুসারে) এবং আস্তে আস্তে (হঠাৎ করেও হতে পারে) সংশ্লিষ্টতা কমে যাবে। আর এভাবেই অগণিত মানুষের অবদানেই উইকির সমৃদ্ধকরণ হতে থাকে। বাংলা উইকির প্রেক্ষাপটে, একটা সময় ২/৩ জন প্রশাসক ছিলেন (জাহিন ভাই, রাগিব ভাই), তারপরে আস্তে আস্তে বাড়তে এখন মোট ১২ জনে দাঁড়িয়েছে। এবং এর মূলে রয়েছে বাংলা উইকির পরিধির বৃদ্ধি ও ব্যবহারকারী বৃদ্ধি। আগে উইকির পরিধি বেড়েছে, সেই অনুসারে প্রয়োজনীয় সংখ্যক প্রশাসক হয়েছে। বাস্তব কারণেই এই ১২ জনের মধ্যে ৭ জন এখন অসক্রিয়, (এটা কর্মবিরতির মত কোন ব্যাপার না, হয়তো তারা স্থায়ীভাবেই সরে গেছেন) ৫ জন সক্রিয়। এটা পরিসংখ্যানগত দিক থেকে একটা হিসাব। কোন একসময় এই ৫ জনের থেকে কয়েকজন অসক্রিয় হয়ে যাবেন। সে হিসেবে উইকিতে নতুন প্রশাসক দরকার। ব্যবহারকারী-প্রশাসক/ব্যুরোক্রেট কেউই উইকিতে চিরকাল থাকে না।
- এটা আপনি ভাল করেই জানেন আমি ২০০৯ থেকে উইকিতে লিখালিখি করছি। উইকির ব্যাপারে ভাল ধারণা হবার পরে আমার কিন্তু কখনোই প্রশাসক/ব্যুরোক্রেট ইত্যাদি হবার ইচ্ছে জাগেনি। জাগলে হয়তো আরো আগেই আবেদন করতাম। এ পর্যায়ে এসে উইকিতে অতিরিক্ত প্রশাসকের প্রয়োজন দরকার উপলদ্ধি করে আমি নিজেকে প্রশাসকের হবার জন্যে নিজেকে নিবেদন করছি। এ ব্যাপারে আমার চিন্তাধারা হল, যেহেতু মোটামুটি ৫ বছর ধরে উইকির সাথে সংশ্লিষ্ট, হয়তো আমি প্রশাসক হিসেবে কাজ করতে পারবো এবং এজন্যে প্রয়োজনীয় সময়/স্বেচ্ছাসেবা আমি দিতে সমর্থ বলেই বিশ্বাস করি। আর প্রশাসকের কোন কাজ নাই বা পারি তাতে আহামরি কোন সমস্যা হবে না, কারণ উইকির পরিবেশ তো এমন না যে একটা ভুল করলে সেটা স্থায়ী হয়ে গেল, উইকির সবকছুই তো আগের অবস্থায় নিয়ে আসা যায়।
- এটাও আমি পরিস্কার করে বলতে চাই যে প্রশাসক হওয়া/না হওয়ার সাথে উইকিতে আমার কাজের/অবদানের প্রত্যক্ষ সম্পর্ক নাই। মানে প্রশাসক না হলেও আমি নরমালি যেভাবে/যতটুকু অবদান উইকিতে রাখি, সেভাবেই রাখবো। নরমালি যখন উইকি থেকে সরে যাবো, সেটা প্রশাসক হলেও যাবো কিংবা না হলেও যাবো। এটা আমার পুরোপুরি ব্যক্তিগত উপলদ্ধি যে এই মুহূর্তে বাংলা উইকিতে নতুন প্রশাসক দরকার এর কলেবর ও ব্যবহারকারী বৃদ্ধির প্রেক্ষিতে। এখন সম্প্রদ্বায় যদি মনে করে যে, আমার ধারণা ভ্রান্ত, এই মুহূর্তে অতিরিক্ত কোন প্রশাসকের প্রয়োজন নাই, তবে সেজন্যে তারা আমার আবেদনের বিরোধিতা করতেই পারে। এখানে ব্যক্তিগত কোন স্ট্যান্ডপয়েন্ট নেই।
- এটাও সত্য যে সবাইকেই প্রশাসক হতে হবে (যথেষ্ট অবদান, অভিজ্ঞতা থাকা স্বত্তেও), তা না। যে বা যারা বাড়তি ঐ কাজগুলো স্বেচ্ছায় করতে আগ্রহী, তারাই নিজেকে প্রশাসক/ব্যুরোক্রেট ইত্যাদি হিসেবে নিবেদন করে। আর তৃপ্তির কথা বলতে গেলে, আমার ক্ষেত্রে যেটা মনে হয়, যখন আমি উইকিতে দেখি যে কোন নিবন্ধ/নিবন্ধের অংশবিশেষ/ছবি ইত্যাদি আমার অবদানের কারণে হয়েছে, সেটা মনে একটা আত্মতৃপ্তি সৃষ্টি করে। যেমন- মাকসুদ ভাই বাংলা উইকিতে ফুটবল এবং প্রিমিয়ার লীগ নিয়ে অনেকগুলি মানসম্পন্ন নিবন্ধ লিখেছেন। তিনি না লিখলে হয়তো আমিও ঐগুলোর কোন কোনটা লিখতাম। ঐ বিষয়ে আমার আগ্রহ থাকায় এটা আমি স্বভাবগতভাবেই চাই যে এসম্পর্কিত পর্যাপ্ত তথ্য-উপাত্ত বাংলা ভাষায় থাকুক। এখনো আমার তৈরি আগের সুলিখিত নিবন্ধগুলো দেখলে বা আপলোড করা ছবিগুলো দেখলে একটা আত্মতৃপ্তি কাজ করে। হয়তো বাংলা ভাষার জন্যে আহামরি কিছুই করিনি, তারপরও ইন্টারনেটে বাংলা ভাষার বিস্তৃতিতে অতি সামান্য প্রচেষ্টা আমার ছিল – এটা ভেবেই ভাল লাগে।
- আমার এখানে একটা কথা বলার ছিল। বিরোধিতা এসেছে ৩টি। তার মধ্যে সম্পাদনার ধরণ, সময় আর নাম দেখে আমার মনে হচ্ছে তিনটি ভিন্ন আইডি হলেও ব্যক্তি একজনই। তার মধ্যে যেটাকে আমি মুল অ্যাকাউন্ট হিসেবে ধারণা করছি সেটা বাধাদানকৃত। তাই আমার মনে হয় না বিরোধিতাগুলো গণ্য করা উচিত। আমি সরাসরি বলছি এই বিরোধিতা আমার কাছে নাটুকে আর প্রহসন মনে হচ্ছে। কারণ হিসেবে বলছি, একজন ব্যক্তি কোন কারণ ছাড়া বিরোধিতা করতে পারেন না। সমর্থন দেয়া যায়, বা নিরপেক্ষও কোন কোন ক্ষেত্রে কারণ ছাড়া হওয়া যায়। কিন্তু বিরোধিতা করার সুস্পষ্ট একটি কারণ থাকতে হয়। যেটি শুধু বলা হয়েছে ১ নং ও ৩ নং-এ। দ্বিতীয়টা কোন মূল্যই রাখে না। আবার কারণ হিসেবে ১নং-এ দেখান হয়েছে সম্পাদনা সংখ্যা কম, যা কোন দিনও প্রশাসকত্তের মাপকাঠি নয় আর ৩ নং-এ বলা হয়েছে
i think he is not able in his duty
। কিন্তু উনি কেন এই চিন্তা করেছেন তার কোন ব্যাখ্যাও দেন নি। দ্বিতীয়ত একটু পরীক্ষা করলে দেখা যাবে তিনটিই একজন ব্যক্তির (এটা আমার মত)। তাই একই ব্যক্তির তিন অ্যাকাউন্ট থেকে বিরোধিতা থাকলে এটা স্পষ্টতই সক পাপেট্রি। আর এ ধরণের ক্ষেত্রে কোন বিরোধিতাই গ্রহণযোগ্য নয়। তাই আমি সবচেয়ে সক্রিয় প্রশাসক হিসেবে নাহিদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এ ক্ষেত্রে কি কোন ব্যবস্থা নেয়ার চিন্তা করছেন?--প্রত্যয় (স্বাগতম) ১৪:৫৪, ১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]