উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Muntasir du
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি ব্যর্থ আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
ব্যবহারকারী:Muntasir du
- (ভোট গণনাফল - ০/১/০)
গত বছরের জুন থেকে বাংলা উইকিপিডিয়ায় লিখছি। বর্তমানে সম্পাদনা ১,৫০০ এর একটু বেশি। জীববিজ্ঞানের ছাত্র ও সেই সাথে ইতিহাসের প্রতি বিশেষ আগ্রহ থাকায়, আমি বাংলা উইকিপিডিয়ায় আমার জানা ও আগ্রহের বিষয় গুলোর উপর লিখতে বিশেষ আগ্রহী। প্রথমে উইকিপিডিয়ার কাজ করার নিয়ম গুলো বিশেষ না জানলেও, অন্যদের সহায়তায় ও নিজ আগ্রহে আমি সেগুলো এখন জানি। লেখার সাথে সাথে উইকিকে রক্ষণাবেক্ষণ করতে আমি এখন আগ্রহী। প্রশাসক না হওয়ায় আমার যে সব সমস্যা হয়, তার একটি হল আমার তৈরি করা প্রবেশদ্বার গুলোকে পর্যন্ত আমি প্রধানপাতায় লিংক দিতে পারি না। এ সব কারণেই আমি প্রশাসক হতে চাই। ধন্যবাদ। মুনতাসির ০৬:০৪, ১৬ জুলাই ২০০৭ (UTC)
- (ভোট দেয়ার জন্য নিম্নে সমর্থন, বিরোধিতা, বা নিরপেক্ষ অংশে (# --~~~~ (এবং কোন মন্তব্য, যদি থাকে)। ) যোগ করুন।)
- বাংলা উইকিপিডিয়ায় বর্তমান প্রেক্ষাপটে যে সংখ্যক প্রশাসক আছে তা যথেষ্ট। আমার মতে এ মূহুর্তে প্রসাশকের প্রয়োজন নেই। একজন প্রশাসক যা করতে পারেন তার সব কিছুই একজন ব্যবহারকারী করতে পারেন শুধু নিবন্ধ মুছে ফেলা ছাড়া। তাই মুনতাসির এর কোন সমস্যা হওয়ার কথা না কোন নিবন্ধকে সম্পাদনা করার জন্য। আর এ ধরণের গুটি কয়েক লিঙ্ক করার জন্য প্রশাসক হবার দরকার হয় না। তা কোন প্রশাসকের পাতায় বার্তা রাখলেই তা করা হয়। তাই আমি বর্তমানে কোন নতুন প্রশাসক নিয়োগের বিরোধিতা করছি।--বেলায়েত ১৪:৫৬, ১৬ জুলাই ২০০৭ (UTC)
- নিরপেক্ষ