উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Ashiq Shawon
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ১০; বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত। --বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৩৬, ৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
Ashiq Shawon[সম্পাদনা]
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (১০/০/০); শেষ হবে: ২৬ আগস্ট ২০১৫ ১৮:৫৭ (ইউটিসি)
মনোনয়ন[সম্পাদনা]
আমি ২০১২ সাল থেকে উইকিপিডিয়ায় অবদান রাখছি। মূলত: বাংলা উইকিপিডিয়ায়ই লেখা-লিখি করি; ইয়রেজী উইকিপিডিয়া, উইকিঅভিধানসহ অন্যান্য প্রকল্পেও কাজ করেছি। এ পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় ৬০০-এর বেশি নিবন্ধ এবং ৫,০০০-এর অধিক সম্পাদনা রয়েছে।
আমি প্রশাসকত্বের টুলসগুলো ব্যবহার করে বাংলা উইকিপিডিয়ার প্রশাসনিক কাজগুলোতেও অবদান রাখতে চাই। বাংলা উইকির পরিধি ক্রমেই বাড়ছে এবং সেই সাথে এর ব্যবহারকারীও সংখ্যাও বাড়ছে; কাজেই নতুন প্রশাসকের প্রয়োজন বলে আমার মনে হচ্ছে। বর্তমানে আমি নিবন্ধ তৈরি, সম্পাদনা, বেশ কিছু উইকিপ্রকল্প ছাড়াও ইতোমধ্যে উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা রোধ, নতুন ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান, পেট্রোলিং, পরীক্ষণ ইত্যাদি কাজ করেছি। প্রশাসক হলে প্রশাসন সংক্রান্ত কাজগুলোতে জড়িত হওয়ার মাধ্যমে বাংলা উইকির অগ্রগতিতে আমি আরো অধিক অবদান রাখতে পারবো বলে বিশ্বাস করি। - Ashiq Shawon (আলাপ) ১৮:৫৭, ১৯ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন[সম্পাদনা]
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ: প্রশাসক হিসেবে বাংলা উইকিপিডিয়ায় ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পাদনকারীকে বাধাদান, অবাঞ্ছিত নিবন্ধ অপসারণ, সংরক্ষণ, সংস্কার, ব্যবহারকারীদের বিভিন্ন অধিকারের আবেদন অনুমোদন ইত্যাদি কাজ করতে আগ্রহী।
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ: বাংলা উইকিপিডিয়াতে আমি এ পর্যন্ত প্রায় ছয়’শ নিবন্ধ তৈরি করেছি। এগুলোর মধ্যে বেশ কিছু নিবন্ধ ধারাবাহিক-ক্রমে (সিরিজ) লিখেছি যেগুলো সার্বিকভাবে যথেষ্ট প্রয়োজনীয় বলে আমি মনে করি এবং সেগুলোকেই আমি যে-কোন তালিকা তৈরির ক্ষেত্রে এগিয়ে রাখতে চাই; যেমনঃ বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সম্পর্কিত নিবন্ধসমূহ, বাংলাদেশের গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট সম্পর্কিত নিবন্ধসমূহ, বাংলাদেশের প্রধান বিচারপতিবৃন্দের সম্পর্কিত নিবন্ধসমূহ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানদের সম্পর্কিত নিবন্ধসমূহ, বাংলাদেশের অর্থমন্ত্রীদের সম্পর্কিত নিবন্ধসমূহ, বাংলাদেশের চিনি কলগুলো সম্পর্কিত নিবন্ধসমূহ, বাংলাদেশ ব্যাংকের গভর্ণরদের সম্পর্কিত নিবন্ধসমূহ, আল-কোরআন-এর সূরাগুলো সম্পর্কিত নিবন্ধসমূহ প্রভৃতি।
সমর্থন[সম্পাদনা]
- নিশ্চিন্তে
সমর্থন--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৩০, ১৯ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন ও শুভকামনা রইলো। Ibrahim Husain Meraj (আলাপ) ০১:৪০, ২০ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- আশিক ভাইয়ের জন্য পূর্ণ
সমর্থন রইল। — মাসুম ইবনে মুসা কথোপকথন ০৯:৫৮, ২০ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন রইল। --অংকন (আলাপ) ০৬:৪২, ২১ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- আশিকের জন্য
সমর্থন ও শুভকামনা রইলো। অনেকদিন ধরেই উনার কাজ দেখে আসছি। আশা করি প্রশাসক হিসেবে উনি দায়িত্ব পেলে বাংলা উইকিপিডিয়ার উন্নতি আরো তরান্বিত হবে।--সাদি (আলাপ) ০৪:০৫, ২৩ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- আশিক ভাইয়ের আবেদন
সমর্থন করছি। কায়সার (আলাপ) ১১:১৩, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন আফতাব (আলাপ) ১১:৩৫, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন Intakhab ctg (আলাপ) ১৫:০৩, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন বাংলা উইকিপিডিয়ার প্রধান উপযোগীতা অনলাইনে। আর এই বাংলা বিশ্বকোষকে সমৃদ্ধ করতে উইকিপিডিয়ান আশিক শাওনের অবদান অনস্বীকার্য। উইকিপিডিয়ার প্রশাসক পদ তার কাজের পরিধি আরো বিস্তৃত করবে। আর আশিক শাওনের প্রতি আমার অগ্রিম অনুরোধ থাকবে তিনি যেন অনলাইনে একজন সক্রিয় প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ফেরদৌসুর রহমান
সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:৫০, ১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
বিরোধিতা[সম্পাদনা]
নিরপেক্ষ[সম্পাদনা]
মন্তব্য[সম্পাদনা]
- আশিক, আমি আপনার আবেদন রিভিউ করেছি। নতুন আবেদনের ব্যাপারে সিন্ধান্ত গ্রহণে অবশ্য সক্রিয় অভিজ্ঞ অবদানকারী এবং প্রশাসকের মতামত প্রয়োজন। অনুগ্রহ করে আপনার আবেদনে আরও কয়েকজন সক্রিয় অবদানকারী এবং সক্রিয় প্রশাসককে মতামত জানাতে আমন্ত্রণ জানান।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:০৯, ৩০ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- নির্ধারিত সময়সীমা অতিক্রমণ ও প্রয়োজনীয় সমর্থন লাভ করায় জনাব আশিক শাওনের প্রশাসকত্বের আবেদনখানা সফল হিসেবে বিবেচনাপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হউক। - Suvray (আলাপ) ১৭:৪৮, ২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]