উইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশ/ইতিহাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশের ইতিহাস

প্রাচীন জনপদ

পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, সুহ্ম, রাঢ়, গৌড়, বঙ্গ, বঙ্গাল, সমতট, পট্টিকেরা, হরিকেল

প্রাচীন বাংলা

প্রাচীন বঙ্গ রাজ্য, গৌড়, শশাঙ্ক, মৌর্য সাম্রাজ্য, গুপ্তযুগ, হিউয়েন সাং, পাল রাজবংশ, পালযুগ, ধর্মপাল, দেবপাল, প্রথম মহীপাল, চন্দ্র রাজবংশ, বর্মণ রাজবংশ, সেন রাজবংশ, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষ্মণ সেন

বাংলাদেশে মুসলিম শাসন

মুহাম্মদ বখ্‌তিয়ার খল্‌জী, সুলতান গিয়াসউদ্দিন ইওজ খল্‌জী, শামসুদ্দিন ফিরোজ শাহ, ইবনে বতুতা, শামসুদ্দীন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, মা-হুয়ান, রাজা গণেশ, ইলিয়াস শাহী রাজবংশ, হোসেন শাহী রাজবংশ, আলাউদ্দিন হোসেন শাহ, নাসিরউদ্দিন নুসরাত শাহ,

ইংরেজ শাসন

ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সুবে বাংলা, মুর্শিদ কুলি খান, সুজাউদ্দীন খান, আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, রবার্ট ক্লাইভ, মীরজাফর, মীর কাশিম, বক্‌সারের যুদ্ধ, দ্বৈত শাসন ব্যবস্থা, ছিয়াত্তরের মন্বন্তর/১৭৭০-এর দুর্ভিক্ষ, ওয়ারেন হেস্টিংস, পাঁচসালা বন্দোবস্ত, কর্নওয়ালিস কোড, চিরস্থায়ী বন্দোবস্ত, জমিদার শ্রেণী, প্রজা শ্রেণী, উত্তর বঙ্গের ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, বলাকী শাহের বিদ্রোহ, আগা মোহাম্মদ রেজার বিদ্রোহ, চাকমা বিদ্রোহ, নীল বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, তিতুমীরের বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, রাজা রামমোহন রায়, হাজী শরীয়তউল্লাহ, ফরায়েজী আন্দোলন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, স্বামী বিবেকানন্দ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নওয়াব আবদুল লতিফ, সৈয়দ আমীর আলী, লর্ড কার্জন, নবাব সলিমুল্লাহ, স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ, খিলাফত আন্দোলন, মুসলিম লীগ, এ কে ফজলুল হক, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, লক্ষ্মৌ চুক্তি, বেঙ্গল প্যাক্ট, দৈনিক আজাদ, মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, লাহোর প্রস্তাব,

পূর্ব পাকিস্তান

ভাষা আন্দোলন, আওয়ামী লীগ, যুক্তফ্রন্ট, ন্যাশনাল আওয়ামী পার্টি, আইয়ুব খান, ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, ১৯৭০ এর সাধারণ নির্বাচন (পাকিস্তান), ৭ই মার্চের ভাষণ, ২৫শে মার্চের গণহত্যা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমান, আতাউল গণি ওসমানী, রফিকুল ইসলাম, খালেদ মোশাররফ, কে এম শফিউল্লাহ