উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নটর ডেম কলেজ/নোটিশবোর্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উচ্চমানের চিত্র প্রয়োজন[সম্পাদনা]

নটর ডেম কলেজের কিছু ঐতিহাসিক গুরুত্ববাহী স্থাপনা ও স্থানের দৃষ্টিনন্দন চিত্র প্রয়োজন:

  1. মাতা মেরি (সামনে থেকে স্পষ্ট ছবি, যেন কোলাজ ছবিটির ভেতরের আঁকা বিষয়গুলা স্পষ্ট দেখা যায়)
  2. গাঙ্গুলি ভবনের সামনের ফাদার গাঙ্গুলির সংক্ষিপ্ত পরিচিতি
  3. মারটিন হলের সামনে ফাদার মারটিনের স্মৃতি রক্ষার্থে স্থাপিত স্মৃতিফলক
  4. হ্যারিংটন ভবনের নিচের কলেজের ভিত্তিপ্রস্তর
  5. নাগলিঙ্গম গাছের খুব ভালো একটি ছবি
  6. কাঠগোলাপ গাছ দুইটির ভালো মানের ছবি

চিত্রগুলোকে দৃষ্টিনন্দন করতে প্রয়োজনে সম্পাদনা করা যেতে পারে, তবে তাতে যেন চিত্রের মান এবং বিষয়বস্তু (বিশেষত লেখা) কোনোভাবেই অস্পষ্ট বা পরিবর্তিত না হয়। সম্পাদনার বিষয়ে কমন্সের নীতিমালা বজায় রাখা জরুরি। প্রয়োজনবোধে কমন্সের গ্রাফিক ল্যাব সেবা ব্যবহার করা যেতে পারে।

১২:২৫, ২৬ জুন ২০২১ (ইউটিসি)