বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকিপ্রকল্প উইকিপিডিয়ার জন্য ছবি সংগ্রহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছবি বা চিত্র একটি বিশ্বকোষের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। যা ছাড়া বিশ্বকোষের কোন নিবন্ধই সম্পূর্ণ রূপে প্রকাশ পায় না। কথায় আছে একটি ছবি হাজারো লাইন লেখার সমান। উইকিপিডিয়ার মত উন্মুক্ত বিশ্বকোষের জন্য ছবি খুবই অপরিহার্য সম্পদ। আর উন্মুক্ত বিশ্বকোষের জন্য চাই উন্মুক্ত ছবি, মানে কপিরাইট মুক্ত ছবি। এ প্রকল্পের মাধ্যমে উইকিপিডিয়ার জন্য বিভিন্ন উপায়ে মুক্ত ছবি সংগ্রহের প্রচেষ্টা করা হয়।


উইকিপিডিয়ার জন্য ছবি আহবান

[সম্পাদনা]

পাবলিক ডোমেইন-এর ছবিগুলি কমন্সে আপ্লোড ও সেখান থেকে লাগানো

[সম্পাদনা]

এন আই এইচ ও স্মিথসোনিয়ান ইত্যাদির ছবিগুলি পাব্লিক ডোমেনে আছে। সেগুলি কমন্সে উঠেছহে কি? আমার ধারণা অনেক কিছুই এখনো কমন্সে ওঠেনি ! কেন কে জানে। এন আই এইচের এই সাইটে অনেক ছবি ঃ http://www.media.nih.gov/imagebank/index.aspx

এগুলো দিয়ে চিকিৎসা সংক্রান্ত অনেক নিবন্ধের খুব উপকার হবে। আমার করতে লোভ হচ্ছিল কিন্তু বড় সময়াভাব। অনেক কিছুরই বিবরণ এন আই এইচের নিজের বর্ণনা পাতায় অসম্পূর্ণ । কেউ যদি দয়া করে ইতোমধ্যে কমন্সে আছে কিনা দেখে, না থাকলে আপ্লোড করে, ছবির লিংক গুলো আমার আলাপ পাতায় দিয়ে দেন, আমি ছবিতে কি কি দেখা যাচ্ছে এবং তা থেকে কি কি নিবন্ধ হতে পারে তার সাহায্য করতে পারি। অনেক ছবি থেকেই ক্রপ করে ছোটো ছোটো অংশ থেকে চমৎকার অনেক গুলি করে নিবন্ধ পারে।। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:৫৪, ৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্য অনেক রকম ছবিই পাব্লিক ডোমেইন-এ আছে http://meta.wikimedia.org/wiki/Free_image_resources এগুলি আরো ব্যবহার করে অনেক নিবন্ধের উন্নয়ন করা যাক। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৮:১৪, ৫ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]