উইকিপিডিয়া:উইকিপত্রিকা/মাঘ ১৪৩১/সাহিত্য
অবয়ব
সাহিত্য
উইকিপিডিয়া
উইকিপিডিয়া আমার উইকিপিডিয়া
কত বছর কেটে গেল,
তবুও আস্থার জগতে একমাত্র নাম তুমি
উইকিপিডিয়া, উইকিপিডিয়া।
এই উইকিপিডিয়া দিবসে তুমি জন্ম নিয়েছ,
সেই ছোট্ট পিচ্চিটি থেকে আজ কত বড় হয়ে গেছ
মনে মনে ভাবি কত মানুষ তোমার জন্য শ্রম দিয়েছে
তোমায় তিলে তিলে গড়ে তুলেছে
তাই আজ আমরা তোমার জন্য গর্ব করতে পারি
উইকিপিডিয়া, উইকিপিডিয়া।
কত ধ্বংসপ্রবণতার মধ্যে দিয়ে যাচ্ছো তুমি
দিন দিন কত অগঠনমূলক সম্পাদনা করে দিচ্ছে তোমায় ক্ষতবিক্ষত
তোমায় ঠিক রাখতে আমাদের সে কি আয়োজন!
তবুও তুমি আছো পাহাড়ের মতো সুবিশাল শক্তিশালী
যেন এসব সামান্য আঁচড় মাত্র
তাই তোমার জন্মদিনে আজ তোমার ইতিহাস স্মরণ করি;
হে উইকিপিডিয়া, তোমার ২৪ বছর পূর্তিতে গ্রহণ করো এই কবির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা
এভাবেই থেকো সারাজীবন
যেন মানুষ তোমার কাছ থেকে শিখে যেতে পারে আজীবন।
আলোচনা করুন