বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকিপত্রিকা/পৌষ ১৪৩১/সম্পাদকীয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সম্পাদকীয়

উইকিপত্রিকার জন্ম

শুরুটা হয়েছিল হিংসা থেকেই। নিজের সাফাই গাইবো না, ইংরেজি উইকিপিডিয়ার সুন্দর সাইনপোস্টের প্রতি সত্যিই খুব বাজেভাবে হিংসা হয়েছিল। আরও কয়েকটা বিষয় আমাকে ভাবাচ্ছিল ঐ সময়ে, বাংলা উইকিপিডিয়ার নিজস্ব অনেক কিছুই স্বকীয়ভাবে নেই। এই অন্যের কাঁধে ভর দেয়াটা আমি শুরু থেকেই খুব কম পছন্দ করছিলাম। এদিকে আমাদের নিজেদের মনের কথা খুলে বলার তেমন কোনো স্থান নেই। তাই দুই-তিনটা প্রস্তাব এক করে একটা প্রস্তাবনা আলোচনাসভায় উত্থাপন করলাম। উইকিপিডিয়ার প্রযুক্তিগত কারণে জানতে পারছি, তারিখটা ছিল ১৯ আগস্ট ২০২২। অনেকে প্রস্তাবনাতে সমর্থন দিলেন, কিন্তু কাজটা শুরু হওয়া বোধহয় তখনকার ভাগ্যে ছিল না। অনেকে সমর্থন দিলেও কেউই উদ্যোগ গ্রহণ করতে সক্ষম ছিলেন না। আমি নিজেও ব্যস্ত হয়ে পড়লাম জীবনে, এমনকি উইকিপিডিয়ার অবদানও কমে গেল।

যারা ভাবছেন, আমিই বোধহয় উইকিপত্রিকা শুরুর করার ব্যাপারে শেষবার উদ্যোগ নিয়েছি, তারা সত্যটা জানলে হতাশই হবেন। ঘটনার শুরু গত ১৫-১৬ নভেম্বরে অনুষ্ঠিত বাংলা উইকিসম্মেলনে। সেই সম্মেলন উইকিপত্রিকাকে বাস্তবে আনতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। উইকিসম্মেলনের প্রথম দিন থেকেই আমরা বাংলা উইকিপিডিয়ার ভাব-অভাবগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি এমনিতেই মুখফোর স্বভাবের ভদ্রলোক। তাই আমার মুখে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি জায়গা করে নিচ্ছিল। তবে আমার বেশিরভাগ আলোচনাই বৃথা গেল। ইতোমধ্যে উপস্থিত থাকা অভিজ্ঞরা এসব সমস্যা সমাধান করে করে বহুপূর্বেই পাড়ি দিয়ে এসেছেন। বিশেষ করে দেলোয়ার ভাই, ইয়াহিয়া ভাই, ঐশিক ভাই আর শাকিল ভাই প্রথম রাতে বিভিন্ন বিতর্কে আমাকে ব্যর্থ করে আমার সমালোচনার আগ্রহ নষ্ট করে দিচ্ছিলেন।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যখন আসামের প্ৰণামিকা অধিকারী দিদি অসমীয়া উইকিপিডিয়া সম্পর্কে উপস্থাপনা দেয়ার সময়ে উইকিপত্রিকার সম্পর্কে বললেন এবং এর কাজ কীভাবে কীভাবে করেন; জানালেন- আমি তো ভাবলাম, এই নাও! পেয়ে গেছি সবাইকে মুখ বন্ধ করার এক উপাখ্যান। বাংলা উইকিপিডিয়ার এখন পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ মতপ্রকাশের জন্য কোনো জায়গা নেই, যেটা অসমীয়া উইকিপিডিয়ায় রয়েছে। আমি চিন্তা করছিলাম, রাতের মধ্যে বিষয়টা নিয়ে একটা তুলোধুনো অবস্থা সৃষ্টি করবো। কয়েকজন ভদ্রলোক উইকিপিডিয়ানের নিকট বিষয়টা বিতর্কসহ উপস্থাপন করলাম। কিন্তু তারা নিরেট ভদ্রলোক ছিলেন কিনা, আমাকে উপেক্ষা করে চলে গেলেন। আমি বুঝি না, মানুষ এতোটা নিরস হয় কেমন করে!

এদিকে রাতের বৈঠকে আমাকে আরেকবার নিরাশ করলেন শাকিল ভাই। তিনি বোধহয় ইয়াহিয়া ভাই বা আরও কাকে সাথে নিয়ে ইতোমধ্যেই কয়েকজনের সাথে উইকিপত্রিকার ন্যায় কিছু করার আলাপ করে ফেলেছেন! কিন্তু সবাইই ইতোমধ্যে বাস্তব জীবনে নেহাত ব্যস্ত হওয়ায় "শুরু করে ফেলুন" পরামর্শ দিয়ে চলে যাচ্ছিলেন। আমি ভাবলাম, এরচে মন্দ কিছু হয়না যে- আমি উপস্থাপন করলাম, এতো করে বিতর্ক সৃষ্টি করলাম আর নাম অন্য কেউ নিচ্ছে! আমি তেড়ে গেলাম "শুরু করে ফেলুন" পরামর্শের দিকে। আসলে ইতোমধ্যে একটা সমন্বয়ক দল তৈরি হয়ে গিয়েছিল। আপনারা তো কৃষক ভাই আর মেহেদী আবেদীন ভাইদেরকে চিনেন। না চিনলে উইকিপত্রিকার বৃত্তান্ত পাতায় দেখে আসতে পারেন। তারা তৈরিই ছিলেন এবং কাজে অগ্রসর ছিলেন। আমাকেও আপনারা জানেন, সবসময় নিজের মাথা এগিয়ে রাখি কৃতিত্বে নাম লেখানোর জন্য। তাই চিন্তা করলাম, আপনাদের লেখাগুলির কৃতিত্ব নেয়ার জন্য প্রধান সম্পাদকে নিজের নাম লেখাই।

আসলে শুরু করার পর বুঝতে পারলাম, উইকিপত্রিকার মত নিরস জিনিস আর কিছু হয়না। আমি একজন প্রধান সম্পাদক, আমার নাম কিনা- প্রতি সংখ্যার শুরুতে থাকবেনা? আবার প্রথম পাতায় কেবলই লেখা আর লেখকদেরই নাম? কী আর করার! দায়িত্ব যখন নিয়েছি রস খেতে, এখন কষ খেতে খেতে হলেও পালন তো করতেই হবে। আমাকে কোনো এক ভদ্রলোক বলেছিলেন, সম্পাদকীয় নাকি কেউ পড়েনা। শুধুমাত্র খুব ভালো সাহিত্যিকতা থাকলে পরের যুগের মানুষ পড়ে। তাই পরের যুগের মানুষের জন্য একটু কিছু লিখব প্রায় প্রতি মাসে। যদি লেখা খুব ভালো কিছু হয়, তাহলে পরের প্রজন্ম হয়তো কোনো বই-পত্তরে আমার লেখা পড়বে। না হলে আমার মত কিছু উইকিপিডিয়ান আছে না? জাতির ইতিহাস না পড়ে হলেও যারা উইকিপিডিয়ার ইতিহাস পড়েন, তারা তো অবশ্যই আমার লেখাজোকা পড়বেনই।

এই যে এতোটা আদর্শিকভাবে উইকিপত্রিকা শুরু হচ্ছে, এটা কৃষক ভাই আর মেহেদী ভাইদের অবদান। আমার অবদানের কথা বলে লাভ নেই, যা চেয়েছিলাম- তা তো আর হচ্ছে না। আরও কিছু লোকের অবদান অনস্বীকার্য। যেমন- টেমপ্লেট আর মডিউল নিয়ে কাজ করেছেন আমাদের রিফাত ভাই। শাকিল ভাই, আফতাব ভাই আর নাহিয়ান ভাই উইকিতেই অনেক সম্পাদনা করে সহায়তা করেছেন। আর আপনারাও যারা প্রতি মাসে কলাম, প্রবন্ধ লিখবেন; উইকিপত্রিকা আপনাদেরই, এর কৃতিত্বও আপনাদেরই।