বিষয়বস্তুতে চলুন

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫
আয়োজক: উইকিমিডিয়া বাংলাদেশ
সময়ক্রম: ১৮ – ২৪ মে ২০২৫
width=100%
width=100%

প্রতি বছর ১৮ মে বিশ্বের নানা দেশে পালিত হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস, যার উদ্দেশ্য জাদুঘরের গুরুত্ব ও অবদান তুলে ধরা। এবারের প্রতিপাদ্য – “দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যৎ”।

এই উপলক্ষে, বাংলা উইকিপিডিয়ায় এই বিশেষ অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা জাদুঘরবিষয়ক নতুন নিবন্ধ তৈরি ও উন্নয়নের মাধ্যমে জ্ঞানের প্রসারে ভূমিকা রাখতে পারবেন।

নিয়মাবলী

  1. অবশ্যই প্রবেশকৃত (লগ-ইনকৃত) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে।
  2. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। নতুন মৌলিক নিবন্ধ তৈরির ক্ষেত্রে অন্তত ৩০০ শব্দ যুক্ত করতে হবে। অনুবাদের ক্ষেত্রে নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করতে হবে।
  3. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরি করা যাবে না। নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে এবং সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলো যাচাইযোগ্য হতে হবে।
  4. কোন ক্রমেই অন্য কোনো ওয়েবসাইটের লেখা সরাসরি কপি করে যোগ করা যাবে না।
  5. সরাসরি যান্ত্রিক অনুবাদ (যেমন গুগল অনুবাদ বা চ্যাটজিপিটি ব্যবহার করে) গ্রহণযোগ্য নয়। অনুবাদ যন্ত্র ব্যবহার করা যেতে পারে, তবে নিবন্ধ জমা দেওয়ার আগে সমস্ত যান্ত্রিক অনুবাদ সংস্কার করা আবশ্যক।
  6. সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।
  7. নিবন্ধের গুণগত মান নিশ্চিত করতে হবে, যা পাঠকদের কাছে সহজবোধ্য এবং তথ্যসমৃদ্ধ হতে হবে।
  8. নিবন্ধ তৈরি করার পর পর্যালোচনার জন্য অবশ্যই এখানে জমা দিতে হবে। অন্যথায় আপনার নিবন্ধ প্রতিযোগিতার অংশ হিশেবে গ্রহণযোগ্য হবে না।

যোগাযোগ
স্বীকৃতি
  • ন্যূনতম ৩টি সম্পূর্ণ নিবন্ধ গৃহীত হলে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে।
  • সম্পাদনাসভায় অংশগ্রহণকারী প্রত্যেকতেই উইকিপদক প্রদান করা হবে।

অনুবাদ করার জন্য নিবন্ধের তালিকা কোথায় পাব?

আপনার সুবিধার্থে এখানে একটি তালিকা রয়েছে (তালিকা থেকে পূর্বে তৈরি হয় নি এমন যে কোনো নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি ডানদিকে উপরে আইকনে ক্লিক করে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে এবং সেটি পুনরায় তৈরি করা হতে বিরত থাকুন।)

নতুনরা কিভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্যে এই টিউটোরিয়াল দেখতে পারেন।

অংশগ্রহণ করুন

আপনি সম্পাদনাসভা চলাকালীন যে কোনও সময় যোগ দিতে পারেন। এই সম্পাদনাসভায় যারা অবদান রাখছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী/আন্তর্জাতিক জাদুঘর দিবস অবদানকারী}} টেমপ্লেট এবং অসম্পূর্ণ নিবন্ধের উপর {{কাজ চলছে/আন্তর্জাতিক জাদুঘর দিবস}} টেমপ্লেট যোগ করতে পারেন।

নিবন্ধ জমা দিন

নিচের বোতামে ক্লিক করে আপনার নিবন্ধ জমা দিন।

পর্যালোচনা

নিবন্ধ পর্যালোচনায় সাহায্য করতে চাইলে আপনি একজন পর্যালোচক হিসেবে যুক্ত হতে পারেন। তবে নাম যোগ করার আগে মনে রাখবেন – একজন পর্যালোচকের প্রধান দায়িত্ব হল জমা পড়া নিবন্ধগুলো যথাযথভাবে পর্যালোচনা করা।

⟶ শুধুমাত্র আগ্রহ থেকে নাম যোগ করা যাবে না – দয়া করে নিশ্চিত হোন যে আপনি বাস্তবে এ কাজে সময় দিতে পারবেন।
⟶ পর্যালোচক হতে চাইলে আলোচনার পাতায় একটি বার্তা দিন।

🔎 জমা পড়া নিবন্ধগুলো পর্যালোচনার জন্য এখানে ক্লিক করুন

পর্যালোচক

সকল সংস্করণ

আয়োজক

অংশীদার