বাংলা: হস্তলিপিতে তৈরি কলেজ অফ আর্মসের (কলেজ প্রতীক) পরিচয়সূচক চিহ্ন। ল্যান্ট'স রোল নামের এই প্রতীকটি ১৫৯৫ সালে অঙ্কিত।
১৩
দক্ষিণপূর্ব দিক থেকে দেখা, ২০০৭ সালের ২২ জুন কানাডার ম্যানিটোবা প্রদেশের এলি শহরের দিকে ধেয়ে আসা একটি ৫ম মাত্রার টর্নেডো। ধারণা করা হয়েছিলো টর্নেডোটি ৪র্থ মাত্রার, তবে পরবর্তীতে তা বেড়ে ৫ম মাত্রায় পৌঁছায়।
বাংলা: দক্ষিণপূর্ব দিক থেকে দেখা, ২০০৭ সালের ২২ জুন কানাডার ম্যানিটোবা প্রদেশের এলি শহরের দিকে ধেয়ে আসা একটি ৫ম মাত্রার টর্নেডো। ধারণা করা হয়েছিলো টর্নেডোটি ৪র্থ মাত্রার, তবে পরবর্তীতে তা বেড়ে ৫ম মাত্রায় পৌঁছায়।
১৪
আলাস্কার হুইটার অঞ্চলের কাছে দেখতে পাওয়া একটি উত্তরপশ্চিমা কাক।
বাংলা: আলাস্কার হুইটার অঞ্চলের কাছে দেখতে পাওয়া একটি উত্তরপশ্চিমা কাক।
১৫
কেপ ক্যানাভারাল, ফ্লোরিডা — খেয়াযান আটলান্টিস পৃথিবী ছেড়ে উড্ডয়নের মুহুর্ত। আটলান্টিসকে মাঝে রেখে উপরে আকাশে সাদা মেঘ ও নিচে উড্ডনকালীন ধোঁয়া ও বাষ্পীয় মেঘের সৃষ্টি হয়েছে। ফ্লোরিডার কেপ কেনেডি মহাকাশ কেন্দ্রের ৩৯এ লঞ্চ প্যাড থেকে আটলান্টিসের এ যাত্রাটি শুরু হয়।
বাংলা: কেপ ক্যানাভারাল, ফ্লোরিডা — খেয়াযান আটলান্টিস পৃথিবী ছেড়ে উড্ডয়নের মুহুর্ত। আটলান্টিসকে মাঝে রেখে উপরে আকাশে সাদা মেঘ ও নিচে উড্ডনকালীন ধোঁয়া ও বাষ্পীয় মেঘের সৃষ্টি হয়েছে। ফ্লোরিডার কেপ কেনেডি মহাকাশ কেন্দ্রের ৩৯এ লঞ্চ প্যাড থেকে আটলান্টিসের এ যাত্রাটি শুরু হয়।
১৬
পুরুষ টেনেরিফা টিকটিকি; লাস সান্দাস, টেনেরিফা, স্পেন।
বাংলা: অন্তঃস্থ অঙ্গসংস্থান নির্দেশিত দ্বিপর্ব বিশিষ্ট একটি পলিকেটের ব্যবচ্ছেদ চিত্র। ডান পাশের বড়ো অংশটি হচ্ছে প্যারাপড (চিত্রটি ইংরেজিতে চিহ্নিত হয়েছে)।
১৯
উদ্ধার অভিযানে সুইস উদ্ধারকারী হেলিকপ্টার: সুইজারল্যান্ডের আকাশ উদ্ধারকারী সংস্থা রেগা'র, ইউরোকপ্টার ইসি-১৪৫ (মডেল বিকে ১১৭-সি২); যার নিবন্ধন নম্বর এইচবি-জেডআরই।
বাংলা: ১৯৭৫ সালে অঙ্কিত ফ্রান্সের রানী কুইন মেরি অ্যান্টইনেটের প্রতিকৃতি।
২২
বাওবাব গাছের ফুলের লম্বচ্ছেদ। ছবিটি আফ্রিকার বারকিনা ফ্যাসো'র ফাদা এন'গোউরমা এবং ওউগাডোউগু অঞ্চলের মধ্যবর্তী স্থান থেকে প্রাপ্ত। সাধারণত আফ্রিকার বনাঞ্চলে বাওবাব গাছ দেখতে পাওয়া যায়।
বাংলা: বাওবাব গাছের ফুলের লম্বচ্ছেদ। ছবিটি আফ্রিকার বারকিনা ফ্যাসো'র ফাদা এন'গোউরমা এবং ওউগাডোউগু অঞ্চলের মধ্যবর্তী স্থান থেকে প্রাপ্ত। সাধারণত আফ্রিকার বনাঞ্চলে বাওবাব গাছ দেখতে পাওয়া যায়।
২৩
একসারি বোট অর্কিড ফুল, যা সিমবিডিয়াম ক্ল্যারিসে অস্টিন ‘বেস্ট পিঙ্ক’ নামেও পরিচিত।
বাংলা: আইসল্যান্ডের ল্যাঙ্গজোকুল হিমবাহের উপরিভাগে সৃষ্ট ফাটল। ছবি তোলার সময় ফাটলটি ছিলো চার মিটার লম্বা, এক মিটার চওড়া, এবং প্রায় ৩০-৪০ মিটার গভীর।
২৫
ফরাসী ভাষায় লিখিত কানাডার, কুইবেক অঙ্গরাজ্যের প্রাকৃতিক মানচিত্র। প্রায় ২০০০ শহর উল্লেখিত রয়েছে।
বাংলা: সুইজারল্যান্ডের গ্লেটশার্টাফেল অঞ্চল থেকে নেওয়া একটি রেলিকা জিমনেডেনিয়া ফুলের ছবি।
৩০
ফরাসী চিত্রশিল্পী গুস্তাভ দোরের আঁকা ছবি—দান্তের নরক। নৌকার মাঝিটি হচ্ছে গ্রীক পুরাণে উল্লেখিত মৃত ও জীবিত মানুষদের পৃথক করার কাজে নিয়োজিত ক্যানন-এর প্রতিরূপ।
বাংলা: ফরাসী চিত্রশিল্পী গুস্তাভ দোরের আঁকা ছবি—দান্তের নরক। নৌকার মাঝিটি হচ্ছে গ্রীক পুরাণে উল্লেখিত মৃত ও জীবিত মানুষদের পৃথক করার কাজে নিয়োজিত ক্যানন-এর প্রতিরূপ।