উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন/নিয়মাবলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিচে এই এডিটাথন সম্পর্কিত নিয়মাবলী দেওয়া হলো। অনুগ্রহ করে সম্পূর্ণ নিয়মাবলীটি পড়বেন। কোনও বিভ্রান্তির ক্ষেত্রে আপনি পর্যালোচকদের সাথে তাদের আলাপ-পৃষ্ঠায় যোগাযোগ করতে পারেন অথবা এই এডিটাথনের আলোচনা পাতায় সহায়তা চাইতে পারেন।

১) সময়কাল

২) অংশগ্রহণ

  • অবশ্যই প্রবেশকৃত বা লগ-ইনকৃত অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে।
    • আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে এখানে অ্যাকাউন্ট তৈরি করুন।
  • নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন।
  • অংশগ্রহণ করার জন্য এখানে আপনার নাম নথিভূক্ত করুন।

৩) নিবন্ধ তালিকা

  • নিবন্ধ তালিকায় থাকা নিবন্ধগুলোই কেবল এই এডিটাথনে গৃহীত হবে।
  • এডিটাথনের উপরোক্ত সময়কালে তৈরি নিবন্ধগুলিই কেবল এই এডিটাথনে গৃহীত হবে।
  • এই তালিকায় থাকা বাংলায় লেখা লাল লিংকগুলো ক্লিক করে নিবন্ধ তৈরি করতে পারেন।
    • সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধ অনুবাদ করেও নিবন্ধ সম্পূর্ণ করতে পারেন।
    • অনুবাদ করার জন্য এই টুলটি ব্যবহার করতে পারেন।

৪) নিবন্ধ সম্পাদনা

  • নিবন্ধ শুরু করে সম্প্রসারণের সময়ে নিবন্ধে সবার উপর {{টেমপ্লেট:কাজ চলছে/প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন}} কোডটি কপি করে বসিয়ে দিন।
  • আপনার অবদানের শেষে নিবন্ধটির আলাপ পাতায় গিয়ে অনুগ্রহপূর্বক {{টেমপ্লেট:প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন ২০২০|}} টেমপ্লেটটি যোগ করে দিন এবং মূল পাতার {{টেমপ্লেট:কাজ চলছে/প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন}} কোডটি সরিয়ে ফেলুন।

৫) নিবন্ধের মান

  • একমাত্র সম্পূর্ণ নিবন্ধই গৃহীত হবে।
  • যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য নয়।
    • নিবন্ধের মূল অংশে (তথ্যসূত্র, গ্রন্থপঞ্জী এবং রোমানিকরণ বা প্রতিবর্ণিকরণ ব্যতীত) ইংরেজি লেখা থাকলে সেই নিবন্ধ গৃহীত হবে না।
  • তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরি করবেন না।
    • নিবন্ধে অবশ্যই অন্তত দুটি উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে (ইংরেজি নিবন্ধে কোনো তথ্যসূত্র না থাকলেও)।
    • সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলি সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে
  • মনে রাখবেন এই এডিটাথনে নিবন্ধের পর্যালোচনার সময়ে মান এবং পরিমাপ উভয়ই দিকই দেখা হবে।