উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/ফাইল স্থানান্তরকারী/২০২০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Mouryan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বেশ সক্রিয়ভাবে কাজ করে আসছি বাংলা উইকিতে গত কয়েকবছর যাবৎ। যথাসম্ভব গঠনমূলক কাজই করি, বাংলা উইকিপিডিয়ার ক্রমবর্ধমান সফরের একজন যাত্রী, একজন অংশীদার। নিয়মিত বিভিন্ন নিবন্ধের ক্ষেত্রে ব্যবহৃত চিত্রসমূহ আপলোড করতে থাকি, আমার সম্পর্কিত অবদানগুলি একটু দেখলেই বোঝা যাবে। এই যেমন সম্প্রতি লক্ষ্য নামক একটি চলচ্চিত্রের জন্য তথ্যছকে ব্যবহারের যোগ্য একটি নিম্ন-রেজোলিউশনের চিত্র আপলোড করতে গিয়ে দেখি আমার কিবোর্ডে কিছু সফটয়্যারগত সমস্যার জন্য "লক্ষ্য়" এমন নাম ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। ফলে, এই সমস্ত উপলক্ষে ফাইলটি ত্বরিত স্থানান্তরিত করার দরকার পড়ে। আশা করি বাংলা উইকিপিডিয়াকে নিজের সামর্থ মতো আরো সম্প্রসারণ করতে, গড়ে তুলতে নিত্য সক্ষম থাকব। Mouryan (আলাপ) ১১:৩৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫৭, ৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Kupulak[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

ছবি সংক্রান্ত কাজ করতে ভালোবাসি। অনেকগুলো ফাইল নামান্তরের অনুরোধ ঝুলে আছে। এই অধিকার আমার কাজকে ত্বরান্বিত করবে। এই অধিকার সংক্রান্ত নীতিমালা আমি জানি। আমার নিরীক্ষক অধিকার আছে।  কুউ  পুলক  ১৩:৫৫, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৯, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ইফতেখার নাইম[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি এটা পেতে ঐচ্ছুক কারণ আমি ফাইল নিবন্ধের মতো স্থানান্তর করতে চাই। বিশেষ করে বিষয়শ্রেণী:উইকিপিডিয়া ফাইল যার নামান্তর প্রয়োজন এখানে অনুরোধ করা ফাইলগুলোই। নীতিমালা পড়েছে জেনেছি কখন কিভাবে আর কেমন করে আমি ফাইল স্থানান্তর করতে হয়। লেখার সৌন্দর্যময় করার জন্য ফাইল স্থানান্তর অধিকার নয়। এটা শুধুই ফাইলের ভুল শিরোনাম বা বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মূল উদ্দেশ্য বিষয়শ্রেণী:উইকিপিডিয়া ফাইল যার নামান্তর প্রয়োজন এমন ফাইল। এছাড়া আমার রোলব্যারকার ও নিরীক্ষক অধিকার আছে। নাইম (আলাপ) ০১:০৩, ২৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩২, ১১ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Nahian[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

ছবি নিয়ে কাজ করতে ভালো লাগে। প্রায়শই ভুল বানানের নিবন্ধগুলিকে সঠিক বানানে স্থানান্তর করে দিই। কিন্তু এমনইভাবে প্রায়শই বিভিন্ন চিত্রও চোখে পড়ে, যেগুলিতে হয়তো বানান সংশোধন প্রয়োজন বা পরিবর্তন প্রয়োজন, মূলত এ কারণেই আমি ফাইল স্থানান্তরকারী অধিরকারটি পেতে চাই। চিত্রে কোনো সংশোধন প্রয়োজন হলে প্রশাসকদের বার্তা দিয়ে থাকি, আমি নিজেও যাতে সেই কাজটি করার মাধ্যমে বাংলাউইকিতে অবদান রাখতে পারি, এটিই আমার মূল উদ্দেশ্য অধিকারটি লাভ করার। ~ নাহিয়ান আলাপ ০৫:২৫, ৪ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ০০:৪২, ৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Waraka Saki[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিতভাবে সম্পাদনা করি এবং উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সবসময়ই সেগুলো মেনে চলার চেষ্টা করি। আমি বাংলা উইকিপিডিয়ায় এপর্যন্ত শতাধিক চিত্র আপলোড করেছি। আমি প্রায়ই নিবন্ধের নাম সঠিক নামে স্থানান্তর করে থাকি, কিন্তু নিবন্ধের নাম পরিবর্তন করলেও নিবন্ধের সাথে সংশ্লিষ্ট চিত্রের নাম ভুলই থেকে যায়। এজন্য আমার কাজের সহায়ক হিসেবে এবং চিত্র ও নিবন্ধের নামের মধ্যে সামঞ্জস্য রাখতে আমাকে এই অধিকারটি প্রদানের করার আবেদন করছি। Waraka Saki (আলাপ) ১৫:৩০, ২৫ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০৪, ২৬ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Al Riaz Uddin Ripon[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত ব্যবহারকারী হিসেবে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে অবদান রেখে চলেছি। মাঝে মধ্যে ফাইলের নাম ভুলবশত ভিন্ন শিরোনামে আপলোড হয়ে যায়, ফলে এটি ঠিক করার জন্য পুনঃনামকরণ ট্যাগ লাগানোর প্রয়োজন পড়ে। অধিকারটি থাকলে ফাইল স্থানান্তরের কাজটি আমি সহজে করে নিতে পারবো বলে মনে করি। তাই আবেদনটি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ, রোলব্যাক ও নিরীক্ষক অধিকার রয়েছে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৪:৪৯, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৪, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]