বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০১৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত ব্যবহারকারী এবং নিরীক্ষক অধিকার পেতে যে চারটি শর্ত আছে তা পূরণ করেছি। বাংলা উইকিপিডিয়াকে ধ্বংসপ্রবণতা থেকে রক্ষা করতে, সুরক্ষিত নিবন্ধগুলোতে দ্রুত কাজ করতে এবং আমার কর্মপরিধি বৃদ্ধির লক্ষ্যে নিরীক্ষক অধিকারের জন্য আবেদন করছি। শাহাদাত সায়েম (আলাপ) ০৭:০৪, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। অনুরোধের জন্য ধন্যবাদ। — তানভির০৭:১১, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ভাইয়া, আমি ভবিষ্যতে উইকিপিডিয়ায় আরো ভালো অবদান রাখতে চেষ্টা করব! -শাহাদাত সায়েম (আলাপ) ০৮:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়ার পরীক্ষীত পাতাসমূহ সম্পাদন এবং অমিমাংসীত সম্পাদনাগুলো পর্যবেক্ষনের জন্য আমি নিরীক্ষক অধিকারের আবেদন করছি। আমার বর্তমানে রোলব্যাক অধিকাটি রয়েছে। সাজিদ বার্তা ১৫:৩৯, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেতানভির১৬:০৬, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমার বাংলা উইকিপিডিয়ায় স্বয়ংক্রিয় পরীক্ষক ও রোলব্যাকার। আমার সম্পাদনা সংখ্যা ৩০০০ এর বেশি। আমার পরীক্ষা ও ব্যক্তিগত জীবনের ব্যস্ততার জন্য উইকিপিডিয়ায় কয়েক মাস অল্প সক্রিয় ছিলাম। আমি পুনরায় সক্রিয় হয়েছি। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। যেহেতু আমার অধিকার নিয়ে আলোচনাটা ছিল ডিসেম্বরের। এখন এপ্রিল মাসের শেষের দিক। যেহেতু পাঁচ মাস হয়ে গেছে। আর ছয় মাস হতে অল্প কয়দিন বাকি। @NahidSultan: ভাইয়ার নিকট অনুরোধ যে আমার নিরীক্ষক অধিকারটি ফিরিয়ে দেয়। তাহলে সাম্প্রতিক পরিবর্তনে পেট্রলিং সুবিধা হবে। অনুগ্রহ করে আমার সকল ভুলগুলো ক্ষমা করে আমাকে অধিকারটি পুনরায় দিবেন। Sethtalk ০৪:২৯, ২২ এপ্রিল ২০১৬ (ইউটিসি) Sethtalk ০৪:২৯, ২২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন--সাজিদ বার্তা ০৫:৪১, ২২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
নোমান ভাই তার পূর্বের ভুল বুঝতে পেরেছেন। আর আমি দেখেছি তিনি উইকিপিডিয়া, উইকিবই সহ আরো কিছু প্রকল্পে বরাবরই ভাল অবদান রেখে যাচ্ছেন। আমার মনে হয় তিনি নিরক্ষক অধিকারটি পাওয়ার যোগ্য। তাই পূর্বের আবেদনে বিরোধিতা করলেও এবার  সমর্থন দিলাম --শাহাদাত সায়েম (আলাপ) ০৫:৫৩, ২২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
অনুগ্রহ করে প্রশাসকগণ আমার আবেদনটা লক্ষ্য করুন। এই অধিকার পেলে আমি দ্রুত পেট্রোলিং করতে পারতে পারব। @মো: সাজিদ মাহামুদ: এবং @শাহাদাত সায়েম: কে ধন্যবাদ আমাকে সমর্থনের জন্য। Sethtalk ১০:৫৪, ২২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
দয়াকরে আপনাদের সিদ্ধান্ত জানান,,,, দুই দিনন হল কোনো প্রশাসক এক বিন্দুও জবাব দিলো না। আমার সাম্প্রতিক পরিবর্তনে পেট্রোলিং কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই অধিকারটি ফেলে দ্রুত করতে পারব।please reply me. Sethtalk ১৫:৪২, ২৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
এই অধিকারটি পেলে সাম্প্রতিক পরিবর্তনে টহল দিতে আপনার কি রকম সুবিধা হবে? একটু ব্যাখ্যা করবেন? কেননা, আমি যতটুকু জানি সাম্প্রতিক পরিবর্তনের সাথে এই অধিকারের কোন সম্পর্ক নেই। --আফতাব (আলাপ) ১৬:৩৩, ২৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
@Aftabuzzaman: ধন্যবাদ আফতাব ভাই। এই অধিকার পেলে আমি দ্রুত অপরীক্ষিত সম্পাদনা দ্রুত পরীক্ষা করতে পারব। আমি জানি যে এই অধিকার ফেলে সাম্প্রতিক পরিবর্তনে একটা নতুন অপশন আসে যে পরীক্ষিত সম্পাদনাগুলো দেখিও না। সেটা ক্লিক করে পরীক্ষিত সম্পাদনা লুকাতে পারব আর অপরীক্ষিত সম্পাদনা পরীক্ষা করতে পারব আর যদি সেই সম্পাদনা পরীক্ষামূলক বা ধ্বংসপ্রবণ সম্পাদনা রোলব্যাক করতে পারব। আমি জানি উইকিয়া আর উইকিপিডিয়া এক জিনিস নয়। তবুও উইকিয়াহ এটি আমি ব্যবহার করেছি। তাই জানি , আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। Sethtalk ২৩:৩৯, ২৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে --আফতাব (আলাপ) ১৬:০০, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ,,,আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। Sethtalk ০০:১৩, ২৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আসসালামু আলাইকুম,

আমি বাংলা উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কিত বিষয়ে যথেষ্ট সচেতন। আমি খেয়াল করেছি যে, সুরক্ষিত বহুল ব্যবহৃত পাতাগুলোতে বিচারাধীন সম্পাদনা অনেক দিন ধরে পড়ে থাকে। তাই ধংসপ্রবণতা সংশ্লিষ্ট সম্পাদনা রোধ এবং অমীমাংসিত পরিবর্তন রক্ষিত পাতা গুলোতে ভালোভাবে পর্যবেক্ষণ ও যাচাই করার জন্য আমি এই অধিকারের আবেদন করেছি। উল্লেখ্য, বর্তমানে আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার এবং ৬৭৫০ এর অধিক সম্পাদনা রয়েছে। আশা করি আমার পূর্বের অবদানগুলো বিবেচনা করে আমাকে নিরীক্ষকের অধিকারটি দিবেন। ধন্যবাদ :) Tanvir ২১:৫৭, ৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাব (আলাপ) ২২:১১, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]