উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/রোলব্যাক/২০১৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শুভেন্দু[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়াতে ১ বছর ৮ মাসের বেশি সময় ধরে সম্পাদনা করছি। এই সময়ের মধ্যে আমি বাংলা উইকিতে মোট ৫,৩০০ টির বেশি সম্পাদনা করেছি। আমি উইকিপিডিয়ার ধ্বংসপ্রবনতা রোধে রোলব্যাক এর ব্যবহারের নীতি সম্পর্কে অবগত। উইকিপিডিয়াতে ধ্বংসাত্বক সম্পাদনা রোধে রোলব্যাক খুবই কার্যকরী একটি ব্যবস্থা। এই রোলব্যাক সুবিধার দ্বারা বাংলা উইকিপিডিয়াতে ধ্বংস প্রবনতা রোধ করতে চাই। সেই জন্য আমি রোলব্যাকের সুবিধার আবেদন করছি। খাঁ শুভেন্দু (আলাপ) ১৮:১১, ৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@খাঁ শুভেন্দু: আপনি অনেক সম্পাদনা করছেন সেই জন্য ধন্যবাদ জানাই। আপনি সম্পাদনার ইতিহাস পর্যালোচনা করে আমি কোন ধ্বংস প্রবণতা রোধের কোন সম্পাদনা (ধ্বংস প্রবণ সম্পাদনা বাতিল করা) দেখতে ফেলাম না। আফতাব (আলাপ) ২২:০১, ১১ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@Aftabuzzaman: ভাই আপনি ঠিকই বলেছেন এখনও পর্যন্ত ধ্বংস প্রবনতা রোধে তেমন কোনো অবদান রাখিনি। তবে আমি এখন এই বিষয়ে অবদান রাখতে চাই। সেই জন্যই এই অনুরোধ।অনেক সময়ই দেখছি উইকিতে বিভিন্ন নিবন্ধে বিশেষ করে চলচ্চিত্র গুলির আয়ের পরিসংখ্যান যে যার মত লিখে দেয়। তাই আমি রোলব্যক অধিকার চাই। যাতে করে আমি উকিতে ধ্বংস প্রবনতা রোধ করতে পাড়ি।খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:১২, ১২ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@খাঁ শুভেন্দু: যেকোন অধিকারই ভবিষ্যতে কাজে লাগবে এ জন্য প্রদান করা হয় না। উইকিমিডিয়া প্রকল্পের সব অধিকারই প্রয়োজন হচ্ছে এই ব্যাপারটি প্রতিষ্ঠিত করে তারপর আবদেন করতে হয়। আপনি রোলব্যাক ছাড়াও ধ্বংসপ্রবণতা রোধ করতে পারেন। এই অধিকারটি শুধুমাত্র একই ব্যবহারকারীর যদি কয়েকটি সংস্করণ একসাথে থাকে সেগুলো একসাথে অপসারণ করতে কাজ লাগে। সুতরাং আমার পরামর্শ হলো আপনি প্রথমে ধ্বংসপ্রবণতা রোধে অবদান রাখুন এবং এ ব্যাপারে অভিজ্ঞতা অর্জনের পর পুনরায় আবেদন করুন। কিন্তু আমি এই আবেদনটি সফল বা ব্যর্থ কি করা হবে সেটি আফতাবের উপর ছেড়ে দিচ্ছি যেহেতু তিনি ব্যপারটি দেখছেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
যুদ্ধমন্ত্রী - ঠিক আছে। আমার কোনো সমস্যা নেই। আপনাদের যেটি ঠিক মনে হয়, সেটিই করুন। আমি বাংলা উইকিতে অবদান রাখতে পেড়ে খুশি। আর আপনার পরামর্শ মত ধ্বংস প্রবনতা রোধে অবদান রাখার চেষ্টা করবো।খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:২২, ১৩ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@খাঁ শুভেন্দু: আমি কিছু নমুনা দেখতে চাই। দয়া করে ম্যানুয়ালি কয়েকটি নমুনা রোলব্যাক করুন। আফতাব (আলাপ) ২৩:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@Aftabuzzaman: ভাই কয়েক দিন সময়দিন আমি রোলব্যাকে আমি অবদান রাখার চেষ্টা করছি।খাঁ শুভেন্দু (আলাপ) ১৯:৪১, ১৯ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি নিয়মিতভাবে ধ্বংসপ্রবণ সম্পাদনা রিভার্ট করে পুনরায় আবেদন করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৪, ১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

এম আবু সাঈদ[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত ব্যবহারকারী এবং সম্পাদক। সম্পাদনা করার এমন অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে রোলব্যাক অধিকার থাকলে আমার সম্পাদনার ক্ষেত্রে অনেক সুবিধা হত। রোলব্যাক অধিকার না থাকায় অনেক সময় অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত অনেক সম্পাদনা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সমস্যার সম্মুখীন হয়েছি। আমি রোলব্যাক অপব্যবহারের নীতিমালা সম্পর্কে সচেতন আছি এবং উকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে সচেতন এবং তা মেনে চলার চেষ্টা করি। উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধে কাজ করার জন্য আমি রোলব্যাক অধিকারের জন্য আবেদন করছি। আবু সাঈদ (আলাপ) ১৪:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি আপনার সাম্প্রতিক কয়েকটি রিভার্ট ব্যতীত তেমন নিয়মিত কোন রিভার্ট সম্পাদনা নেই। অনুগ্রহ করে নিয়মিত ধ্বংসপ্রবণ সম্পাদনা রিভার্ট করা করুন এবং পুনরায় আবেদন করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫২, ১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]