উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/রোলব্যাক/২০১৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাহাদাত সায়েম[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়াতে সক্রিয় ব্যবহারকারী হিসেবে নিয়মিত বিভিন্ন বিষয়ের নতুন নিবন্ধ প্রণয়ণ এবং মানোন্নয়নের কাজ করছি। বেশ কতগুলো নিবন্ধ তৈরি করেছি এবং কিছুগুলোতে কাজ করছি, এবং মানোন্নয়ন করছি। উইকিপিডিয়া থেকে অনুবাদের কাজ করছি। পাশাপাশি বিভিন্ন উইকিপ্রকল্প, টেমপ্লেট, তথ্যছক, বিষয়শ্রেণী এবং নিবন্ধ পরিচর্যার কাজ করছি। এক্ষেত্রে অনিবন্ধিত আইপির অগঠনমূলক এবং ধংস্বপ্রবণ সম্পাদনা এক-এক করে বাদ দিতে হচ্ছে এবং যা সময়সাপেক্ষ। আমি উকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে সচেতন এবং তা মেনে চলার চেষ্টা রাখি। আমি রোলব্যাকের অপব্যবহারের নীতিমালা সম্পর্কেও সচেতন। একারণে আমি কাজের সহায়ক হিসেবে রোলব্যাক অধিকারের আবেদন জানাচ্ছি। শাহাদাত সায়েম (আলাপ) ০৭:২৯, ৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি আপনার সম্পাদনায় কোন রিভার্টের ইতিহাস নেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১৭, ৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ভাইয়া আমার অবদানের ইতিহাসে রিভার্টের ইতিহাস রয়েছে তো!! এখানে দেখুন -- শাহাদাত সায়েম (আলাপ) ১০:৩৮, ৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সাম্প্রতিক ১০০০ সম্পাদনার মধ্যে যে রিভার্ট রয়েছে সেগুলো হয় আপনার নিজের সম্পাদনা নিজে রিভার্ট করেছেন অথবা অযথা অন্য ইউজারের ট্যাগ রিভোট করেছেন।([১] [২] [৩] [৪] আরো রয়েছে) আর এরকম সবগুলো রিভার্ট মিলিয়ে আপনার মোট রিভার্টের সংখ্যা ১৮। রোলব্যাক অধিকারটি তখনই দেওয়া হয় যারা নিয়মিত ধ্বংসপ্রবণতা রোধে কাজ করেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০১, ৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

rahul amin roktim[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়াতে অনেক ভুল সম্পাদনা করেছি যা পরবর্তীতে সংশোধনের চেষ্টা করেছি । আমার দ্বারা সম্পাদিত ভুল সম্পাদনা গুলি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা একটু বেশি ঝামেলাপূর্ণ। রোলব্যাক অধিকারটি পেলে আমার ভুল সম্পাদনা গুলি সংশোধনের কাজটি আরও সহজ হবে ~ Rahul amin roktim (talk) ১৩:৫৩, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি নিজেই ভুল করেছেন, আবার নিজেই তা সংশোধনের চেষ্টা করছেন বলে রোলব্যাক অধিকার দেওয়া যায় না। আপনার সম্পাদনা থেকে জানা যাচ্ছে যে, আপনি বিনা অনুমোদনে বার বার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও বট চালিয়েছেন। সেক্ষেত্রে আপনাকে আপাতত তিন দিনের জন্য ব্লক করতে বাধ্য হয়েছি। এই সকল কারণে এই মুহুর্তে আপনাকে রোলব্যাক অধিকার দেওয়া যাচ্ছে না। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৭, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

GM Rakib Raj[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমার বন্ধুরা আমার বিষয়ে জানুক এটাই আমার ইচ্ছা GM Rakib Raj ১৭:৪১, ২৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

আপনার কোন উইকি অভিজ্ঞতা নেই।  করা হয়নি --আফতাব (আলাপ) ১৭:৪৫, ২৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

শাহাদাত সায়েম[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত সদস্য। বর্তমানে আমি নিবন্ধ তৈরির পাশাপাশি বিভিন্ন ধ্বংসাত্মক সম্পাদনাগুলো প্রতিরোধে কাজ করে আসছি। আমার মনে হয় রোলব্যাক অধিকারের মাধ্যমে আমি আরো দ্রুত ও কার্যকরভাবে অবদান রাখতে পারবো। তাই আমি অধিকারটির জন্য আবেদন করলাম শাহাদাত সায়েম (আলাপ) ০১:৫০, ১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি এই অধিকারটি তাদেরই দেওয়া হয় যারা প্রায়ই রিভার্টমূলক সম্পাদনা করে ধ্বংসপ্রবণাতা রোধ করেন। এই অধিকারটি মূলত এক ক্লিকেই একই ব্যবহারকারীর সমকল সম্পাদনা রিভার্টে ব্যবহার করা হয়। আপনার সম্পাদনা পর্যবেক্ষণ করে প্রতিয়মাণ হচ্ছে যে, আপনি নিয়মিত এ ধরণের সম্পাদনা করেন না। গত তিন মাসে অপনার রিভার্টের সংখ্যা মাত্র ৫টি। --যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৪০, ১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Shahidul Hasan Roman[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

বাংলা উইকিপিডিয়াকে ধ্বংসপ্রবাণতা মূলক নানা অযৌক্তিক সম্পাদনা থেকে রক্ষা করতে চাই।ধ্বংসপ্রবণতা রোধ সহজ করার জন্য এই অধিকারের আবেদন করছি। আশাকরি কেবলমাত্র ধ্বংসপ্রবণ সংযোজন বাতিল করতে-ই রোলব্যাক অধিকারটির সঠিক ব্যবহার করবো। Shahidul Hasan Roman (আলাপ) ০২:৪২, ১৯ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি এই অধিকারটি তাদেরই দেওয়া হয় যারা বেশি পরিমানে ধ্বংসপ্রবনতা রোধে রিভার্টের কাজটি করে থাকেন। আপনার সম্পাদনা পর্যালোচনা করে দেখা যাচ্ছে আপনি তিন/চারবার মোট এই কাজটি করেছেন সুতরাং এই মহুর্তে আপনার কাজের প্রেক্ষিতে আপনার এটির প্রয়োজনীয়তা নেই বললেই চলে। দয়া করে রিভার্টের কাজ অব্যহত রাখুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৪৫, ১৯ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Mamunurrashidkazi[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা ইউকিপিডিয়ায় ৫০টির বেশি নিবন্ধ সংযোজন করেছি। আমার মোট সম্পাদনা সংখ্যা প্রায় ৪৫০০। আশাকরি রোলব্যক অধিকার পেলে আমি ধ্বংসপ্রবনতা রোধে ভূমিকা রাখতে পারবো। মামুন (আলাপ) ১১:৫৭, ১৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার আবেদনের জন্য ধন্যবাদ। তবে রোলব্যাক অধিকারটি যারা নিয়মিত ধ্বংসপ্রবণতারোধে রিভার্টের কাজ করেন তাদের কাজকে সহজ করার জন্য দেওয়া হয়। আপনার একাউন্টে রিভার্ট সংক্রন্ত কোন অবদান নেই। তবে, আপনি যেহেতু রচনাশৈলী মেনে ৫০টির বেশি নিবন্ধ যুক্ত করেছেন সেহেতু আমি আপনার একাউন্টে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার যুক্ত করে দিয়েছি। এই অধিকারের ফলে অন্য ব্যবহারকারীদের আপনার নিবন্ধ পর্যালোচনা করতে হবে না। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২৮, ১৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]