উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/রোলব্যাক/২০১৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Masum Ibn Musa[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি নিয়মিতভাবে বাংলা উইকিপিডিয়াতে অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, খেলার মাঠ, টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য বিভিন্ন বিষয়ে নতুন নিবন্ধন তৈরী করা এবং অন্যান্য সকল নিবন্ধের উইকিপিডিয়ার নীতিমালা মেনে উপযুক্ত তথ্যসূত্রসহ মানোন্নয়নের জন্য কাজ করছি। আমার তৈরীকৃত নিবন্ধনে ও সম্পাদনায় উইকিপিডিয়ার নীতিমালা নির্দেশনা, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা ও রচনাশৈলী সঠিকভাবে মেনে চলার চেষ্টা করি। বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে অবৈধ সম্পাদনার পরিমান ক্রমশ বেড়ে চলেছে। তাই ধ্বংশপ্রবণতা রোধের জন্য আমাকে রোলব্যাক অধিকারটি প্রদানের জন্য আবেদন করছি। উল্লেখ্য যে, আমি বাংলা উইকিপিডিয়াতে ৫০টির অধিক নিবন্ধন তৈরী এবং ১১২২ এর বেশী সম্পাদনা করেছি। — মাসুম১০:৪৮, ৩০ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মাসুম ভাই, আমি আপনার সম্পাদনা পর্যালোচনা করে ধ্বংসপ্রবণতা রোধের সম্পাদনা দেখতে পাইনি। আপনি যদি এ ধরনের কোনো সম্পাদনা করে থাকেন তার সম্পাদনা পার্থক্যের লিংকটি কি অনুগ্রহ করে দিতে পারবেন। আপনার রোলব্যাক অধিকারটি প্রয়োজনীয়তা অনুধাবনের জন্যই আমার এই অনুরোধ। আর আমি দেখছি সুন্দর ও মানসম্পন্ন সম্পাদনার জন্য আপনি ইতিমধ্যেই অটোরিভিউয়ার ফ্ল্যাগ পেয়েছেন। — তানভির১০:৫৩, ৩০ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
তানভির ভাই, আমার পূর্বে ধ্বংসপ্রবণতা রোধের সম্পাদনা না থাকলেও আমি রোলব্যাক ব্যাবহারবিধি সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভ করেছি। যদি আপনাদের সহযোগিতায় আমি রোলব্যাক অধিকারটি পাই তবে আশা রাখছি এটির ব্যাবহার আমি উইকিপিডিয়ার সঠিক নীতিমালা মোতাবেক করব। মাসুম১৭:০২, ৩০ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি। মুসা, অপনার সুন্দর সুন্দর নিবন্ধের জন্য ধন্যবাদ। অপনার সম্পাদনা প্যাট্রোল করতে হবে না জেনেই স্বয়ংক্রিয় পরীক্ষকের ফ্ল্যাগ দিয়েছি। কিন্তু আপনিই বলেন, রোলব্যাক অধিকারটি যে কারনে কাজে লাগে আপনার সম্পাদনায় এরকম একটিও রিভার্ট খুঁজে পাইনি (আমার দেখায় ভুল হলে মাফ করবেন)। আসলে অধিকারটি তাদেরই দেওয়া হয় যারা ইতোমধ্যেই ধ্বংসপ্রবণ সম্পাদনা রোধ করতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। আপনি কিছু রিভার্টমূলক সম্পাদনা করুন তাহলে আপনাকে ফ্ল্যাগটি খুশিমনে দিতে কারো আপত্তি থাকবে না। আপনার ভালো সম্পাদনার জন্য আবারো ধন্যবাদ। ভালো থাকবেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৩, ৩০ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]


amit1980[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়ায় অনেকদিন যাবৎ সম্পাদনা করছি। যথাসম্ভব চেষ্টা করি উইকিপিডিয়ার নীতিমালা মেনে রেফারেন্সসহ সম্পাদনা করতে।আশাকরি আমার আবেদনটা বিবেচনা করে দেখবেন। এ অধিকার একটা উৎসাহবটিকা হিসেবেও কাজ করবে বলে মনে হয়। ধন্যবাদ। Amit1980 (আলাপ) ১০:০০, ২৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

একমত নই- এই ব্যবহারকারীর উইকিতে কোন রকম অবদান নেই। যতদুর মনে হয়, এই ব্যবহারকারী ও ব্যবহারকারী‎:Shudrak1 একই ব্যক্তি, যিনি কিছুক্ষণ আগেই প্রশাসকত্বের আবেদন করেছেন অথচ তাঁরও কোন রকম উল্লেখযোগ্য অবদান নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১০:০৮, ২৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি --Aftab1995 (আলাপ) ১২:২১, ২৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

‍Sufidisciple[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

বিগত 2003 সালে উইকিপিডিয়া উন্মুক্ত বিশ্বকোষটি আমার নজর কাড়ে। প্রায় 6/7 বছর আমি কেবল এর পাঠক ও এর নিকট হতে তথ্য সংগ্রাহক হিসাবে নিয়োমিত সংযুক্ত থাকি। তখন উইকিপিডিয়ার মেইন পেইজে ও প্রবেশের পরে মেইন পেইজের বাম পাশের মেনুতে ব্যবহারকারীর জন্য বাংলা ভাষা নির্বাচনের সুবিধা সম্বলিত লিংক সরাসরি প্রদর্শিত হত। কিন্তু বেশ কয়েক মাস নানাবিধ কারনে উইকিপিডিয়া দেখা সম্ভব নাহওয়ায় পরে, বিগত কয়েক বছর পূর্বে যখন উইকি পেইজ ব্রাউজ করছি তখন ঐ প্রধান পাতা ও বাম পাশের তালিকায় বাংলা এর লিংকটি পাচ্ছিলাম না। পরে নানা প্রশাসকের সাথে যোগাযোগে জানতে পারলাম যে, বাংলায় নিবন্ধ সংখ্যা কম হওয়ায় এটি স্বয়ংক্রিয় ভাবে তালিকায় পিছিয়ে পড়েছে। এটি আমার জন্য ছিল খুবই দু:খজনক ও আত্মামর্যাদায় আঘাত। বিশেষ কারনে আমার পূর্বের আইডিটি এখন ব্যবহুত হচ্ছেনা। ইতিপূর্বে কেবল ইংরেজী পিডিয়াতে কাজ করলেও নতুন ব্যবহারকারী নামে তখন হতে চেষ্টা করছি নিয়োমিত বাংলায় কিছু নিবন্ধ যুক্ত করতে। প্রীত হই, সাম্প্রতিককালে এর ব্যবহারকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায়। প্রবাস হতে অনেক সময় যথাযথ তথ্য সংগ্রহ সম্ভব না হলেও আমি উপযুক্ত তথ্যসূত্র সংগ্রহে জোর প্রচেষ্টা চালিয়ে থাকি। এ ক্ষেত্রে অনেক সময় আমার পরিবারের সদস্যদেরও সহযোগিতা নিই। এখন এ পর্যায়ে আমি “স্বয়ংক্রিয় পরীক্ষণ” অধিকারের জন্য আবেদন করব ভাবছিলাম। তবে ধিরে চলো, বুঝে চলো- নীতিই উত্তম হবে মনে করে “রোলব্যাক” অধিকারের জন্য আবেদন করছি। মূলত দিনোত্তর দিন উইকিপিডিয়াতে আরও ব্যাপক ভূমিকা রাখাই আমার উদ্দেশ্য। ইতিমধ্যে অনেক প্রিয় প্রশাসকগণের সাথে আমার নানা বিষয়ে সরাসরি আলাপ হয়েছে। অাশা করব আপনারা আমার উদ্দেশ্য ও অতীত সম্পাদনার দিক বিবেচনা করে এ অধিকার প্রদানে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। Sufidisciple (আলাপ) ১১:৫৬, ১০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমি দুঃখিত, আপনাকে এই অধিকারটি দিতে পারছি না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সকল অবদান দেখলাম, ধ্বংসপ্রবণতা রোধে আপনি কাজ করেছেন এমন কোন অবদান আমি খুঁজে পাইনি। যদিও রোলব্যাক অধিকার পাওয়ার কোনো সুনির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি নেই, তবুও এই অধিকারটি দেয়ার আগে ব্যবহারকারী অভিজ্ঞতা ও ধ্বংসপ্রবণতা রোধে অতীতে কাজ করার বিষয় বিবেচনা করা হয়। হতাশ হবেন না, উইকি সম্পাদনা অব্যাহত রাখুন, পাশাপাশি ধ্বংসপ্রবণতা রোধে কাজ করুন। একদিন অধিকারটি পেয়ে যাবেন। --আফতাব (আলাপ) ২২:৫৭, ১০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]