বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/পর্যবেক্ষক/২০২৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
  • অনুরোধের অবস্থা: ব্যর্থ

আমি সাধারণত ধ্বংসপ্রবণতা রোধ করি । অধিকারটি দিলে আমি উইকিপিডিয়ায় বাধাহীনভাবে পরীক্ষিত নিবন্ধ এ সমধান করতে পারব। আমি জানি আমি নতুন তবে আমার প্রায় সকল উইকি আইন নিয়ে জানা আছে। তাই, আমি অনেক দিন কোন সম্পাদনা করি নাই। ধন্যবাদ। Md Mobashir Hossain Ibn Md Zakir Hossain (আলাপ) ১৫:২৬, ১৭ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Md Mobashir Hossain Ibn Md Zakir Hossain: শর্ত পূরণ না করলে যতই আপনি নিজেকে অভিজ্ঞ দাবি করুন, আপনাকে এই অধিকার দেয়া হচ্ছেনা। প্রসঙ্গতঃ আপনার অবদান দেখলাম, বেশিরভাগই পুনর্বহাল করতে হয়েছে এবং ইসলাম ধর্মে আল্লাহ নামে একটি পরীক্ষামূলক পৃষ্ঠাও তৈরি করেছিলেন। এগুলো অভিজ্ঞতাকে বর্ণনা করেনা। আপনি আরও সম্পাদনা করুন ও শর্ত পূরণ করার পর আবেদন করুন। (অ-প্রশাসক কর্তৃক বন্ধকরণ)   কাপুদান পাশা () ১৭:১৫, ১৭ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান অধিকারের আবেদন বন্ধ করার কথা প্রশাসকদের, সংশ্লিষ্ট নীতিমালা পাতাগুলোতেই তেমনই বলা হয়েছে। কিছুদিন আগেও একজন ব্যবহারকারী মেইল করে আপনার অধিকারের আবেদন বন্ধ করার বিষয়ে আপত্তি জানিয়ে অভিযোগ করেছে। অনুগ্রহ করে এগুলো প্রশাসকদের জন্য রেখে দিন। বোঝার জন্য ধন্যবাদ। -- Yahya (আলাপ | অবদান) ০৫:৫৪, ১৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি, দয়া করে উইকিপিডিয়া:পর্যবেক্ষক পড়ুন। আপনার স্বয়ংক্রিয় পরীক্ষক আবেদনে যেমনটি উল্লেখ করেছি তার সাথে যুক্ত করে, অধিকারের পাতা পড়ুন এবং আরও অভিজ্ঞতা অর্জন করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৪৫, ১০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]
  • অনুরোধের অবস্থা: ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক তুষারকান্তি ষন্নিগ্রহী (আলাপ) ১৪:০৮, ৩০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। ফাঁকা অনুরোধ। -- Yahya (আলাপ | অবদান) ১৮:২০, ৩০ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]
  • অনুরোধের অবস্থা: ব্যর্থ

আমি বিবরণ পাতা অনুযায়ী এই অধিকারটি পেতে পারি। (১০০০টি ভালো সম্পাদনা ও কমপক্ষে ৩০ দিন আগের ব্যবহারকারী) প্রায়শই টহলঘরে সক্রিয় থাকি। আশা করি প্রশাসকগণ বিবেচনা করে দেখবেন। মোবাশশির' (আলাপ) ০৯:৫৪, ২৮ মার্চ ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। মানদন্ড পূরণ করলেই কাওকে স্বয়ংক্রিয়ভাবে অধিকার দেওয়া হয় না, পাশাপাশি এখানে দেখা হয় যিনি আবেদন করেছেন তিনি কোন কাজে এবং কীভাবে অধিকার ব্যবহার করবেন। আপনার আবেদনে এইরকম কিছু আমি দেখতে পাচ্ছি না, তাছাড়া আপনার বিরুদ্ধে ক্রস-উইকি টুপি সংগ্রহের অভিযোগ রয়েছে। আগামী দুইমাস পর আপনি যদি অন্য কোথাও (যেকোনো উইকি) অন্য কোনো অধিকারের আবেদন না করে, এরপর পুনরায় বাংলা উইকিতে পর্যবেক্ষক অধিকারের আবেদন করেন তবে সেসময় আপনাকে অধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। —শাকিল (আলাপ · অবদান) ০৭:২০, ১০ এপ্রিল ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় প্রশাসক, আমি বলেছিঃ প্রায়শই টহলঘরে সক্রিয় থাকি। এটা কি বিবরণ নয়? আর দুইমাস কেন? এটা কি কোন বাধাদান? পরিষ্কার করবেন ধন্যবাদ। মোবাশশির' (আলাপ) ১০:২৬, ১১ এপ্রিল ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil ভাই, প্রায় একমাস চলে গেলো। আপনাকে বলবো এটা কোন টুপি সংগ্রহ না! কোন ভাবেই না! শুধুমাত্র নতুন পাতা পরীক্ষা করার জন্য এই আবেদন। আমি শেষে বলতে চাই আমার আবেদনে আপনি যেই দাবি করছেন সেটা অযৌক্তিক। আর আপনার কথা মতো আমি কোন আবেদনই করি নাই। (মেটা উইকিতে আইপি বাধামুক্ত ছাড়া)। আপনাকে ধন্যবাদ মোবাশশির' (আলাপ) ১৫:০৮, ৪ মে ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]
কোথাও কি লেখা রয়েছে যে এই আবেদন স্থগিত (on hold) করা আছে, আপনি কীভাবে এখানে উত্তর আশা করছেন! আপনাকে যেই পরামর্শ দেওয়া হয়েছে সেটা অনুসরণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৬:০৬, ৪ মে ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]
  • অনুরোধের অবস্থা: ব্যর্থ

নিরীক্ষক অধিকারের জন্য পর্যবেক্ষক অধিকার প্রয়োজন। আমি নিরীক্ষক অধিকারের আবেদন করেছি। ~ ইমন (আলাপঅবদানলগ) ১২:২৩, ৪ মে ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। নিরীক্ষক অধিকারের জন্য পূর্বশর্ত হিসাবে পর্যবেক্ষক অধিকার রাখার কারণ হচ্ছে যাতে অবদানকারীগণ নিরীক্ষক হওয়ার পূর্বে টহলদানে অভিজ্ঞ হতে পারেন। আপনার আবেদন পড়ে মনে হচ্ছে না আদৌও এই অধিকার দিয়ে কি করা যায় তা আপনি বুঝেছেন বা নীতিমালার পাতাটি ভালোভাবে পড়েছেন। নিরীক্ষক হওয়ার জন্য এই অধিকার প্রয়োজন, শুধুমাত্র এই কারণে কাওকে এই অধিকার দেওয়া হয় না। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৪৭, ৪ মে ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]