উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/নিরীক্ষক/২০১৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Pratyya Ghosh[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

এই নিয়ে দ্বিতীয় বারের মত নিরিক্ষক হওয়ার আবেদন করছি। আমি বাংলা উইকিপিডিয়া-কে সাহায্য করতে চাই বলেই এই অধিকারের আবেদন করছি। ইংরেজি উইকি-তে আমার এই অধিকার আছে এবং নিরিক্ষক হতে হলে যা যা জানা লাগে আমি তা জানি। আর এজন্যই আমি আবার এই অধিকারের আবেদন করছি। প্রত্যয় (আলাপ করুন) ০৫:৫৪, ৬ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রত্যয়, বাংলা উইকিপিডিয়া একটি সম্পূর্ণ স্বাধীন উইকিপিডিয়া, ইংরেজী উইকিপিডিয়া থেকে এটি সম্পূর্ণ আলাদা। ইংরেজি উইকিপিডিয়ার কোন অধিকার প্রাপ্তি, বাংলা উইকিপিডিয়ায় কোন অধিকার প্রাপ্তির মানদন্ড হতে পারে না। আপনি এখনও বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করেন না। তাই আমি নিশ্চিত নই আপনি আসলে বাংলা উইকিপিডিয়ায় কি ধরনের সাহায্য করতে ইচ্ছুক। আপনি যা জানেন তার প্রতিচ্ছবি আপনার কোন সম্পাদনায় এখনও প্রকাশ পায়নি। আপনার সম্পাদনা সংখ্যা থেকেও এমন কোন ইঙ্গিত পাওয়া যায় না। আমি দুঃখিত, আপনাকে দ্বিতীয়বারের মত প্রত্যাখান করার জন্য। আশা করি আপনি আগের আবেদনের পরামর্শগুলো অনুসরণ করবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫৪, ৬ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]