বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/অটো উইকি ব্রাউজার/২০২৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
  • অনুরোধের অবস্থা: ব্যর্থ

আমি ব্যক্তিগতভাবে বানান নিয়ে সচেতন থাকার চেষ্টা করি। আর উইকিপিডিয়ায় ভুল বানান দেখলে খারাপ লাগে। সেই উদ্দীপনা থেকে সম্পাদনা করি। অটো উইকি ব্রাউজার বানান সংশোধনের ক্ষেত্রে খুবই উপকারী। আমি এটিকে ব্যবহার করে বিভিন্ন পাতার মানোন্নয়ন করতে চাই যেটি ম্যানুয়ালি করা এককথায় অসম্ভব। ইমদাদ তাফছীর (আলাপ) ০৮:৫৬, ২২ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

কী ধরনের বানান সংশোধন করবেন? উদাহরণ দিন। -- Yahya (আলাপ | অবদান) ১০:০৫, ২৬ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। কোনো উত্তর দেননি, তাছাড়া ব্যবহারকারীর অভিজ্ঞতা কম —শাকিল (আলাপ · অবদান) ০৭:০৯, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা: ব্যর্থ

কমন ভুল করা শব্দগুলো খুব দ্রত ঠিক করা যায়। ম্যানুয়ালি কাজগুলো করা টাফ। তাই এই ব্রাউজার দিয়ে সম্পাদনার অনুমতি চাচ্ছি। Emdad Tafsir   ◀ আলাপ ▶ ১১:০০, ১১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি আপনি বর্তমানে বাধাপ্রাপ্ত। বাঁধা অপসারিত হলে বা মেয়াদ শেষ হলে আবেদন করবেন, তখন অনুমতি দেওয়া হবে কিনা বিবেচনা করা হবে। —শাকিল (আলাপ · অবদান) ১৪:০১, ১১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  • অনুরোধের অবস্থা: ব্যর্থ

পুনঃপুনঃ (ভুল বানান সংশোধন) ও বিরক্তিকর সম্পাদনাসমূহ দ্রুত ও সহজে করার উদ্দেশ্যে। Shahinalam5047 (আলাপ) ১৪:০৪, ২১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়নি। অনুগ্রহ করে শুধুমাত্র টুপি সংগ্রহ করার চেষ্টা করবেন না। আপনি আজকেই দুইটি অনুরোধ করলেন। অনুগ্রহ করে সম্পাদনা করতে থাকুন। আর আপনার সম্পাদনার মান বাড়ান, উইকির সিনট্যাক্স বুঝার চেষ্টা করুন। আপনি এই আবেদনেও সিনট্যাক্স বুঝার চেষ্টাও করেননি। অনুগ্রহ করে আগে শেখার চেষ্টা করুন। মনে রাখুন, উইকিপিডিয়ার অধিকার কোনো পদাধিকার বা ক্ষমতা নয়। ―    কাপুদান পাশা () ১৭:৪৮, ২১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  • অনুরোধের অবস্থা: ব্যর্থ

অনেক সময় সম্পাদনা টহল দিতে গিয়ে যান্ত্রিক অনুবাদ, ত্রুটি হিসেবে শব্দ পরিস্কার করি, এছাড়া নিয়মিত বানান ভুল সংশোধন করা হয়। বার বার ধরে ধরে প্রত্যেক নিবন্ধে গিয়ে সম্পাদনা না করে সহজে কাজ সম্পাদন করার জন্য আবেদন করছি। Tarunsamanta (আলাপ) ০৯:১০, ২৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Tarunsamanta আপনি উপরের আবেদনটি কপি করেছেন। আপনি কখনো অটো উইকি ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করেছেন? -- Yahya (আলাপ | অবদান) ১১:০০, ২৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
না , অটো উইকি ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করি নি। তবে এর কাজ সম্বন্ধে অবগত। Tarunsamanta (আলাপ) ১২:০৯, ২৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। আপনার আবেদন এই সফটওয়্যারে আপনার প্রবেশাধিকারের প্রয়োজনীয়তা প্রমাণ করছে না। এরপরও প্রয়োজন থাকলে নিজের ভাষায় লিখে আবেদন করুন এবং নির্দিষ্ট করে উল্লেখ করুন– কী কাজে এবং কীভাবে এটি ব্যবহার করবেন। ধন্যবাদ। -- Yahya (আলাপ | অবদান) ১১:৪১, ২৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]