ঈশ্বরী প্রসাদ পান্ডে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঈশ্বরী প্রসাদ পান্ডে
জন্ম
(বর্তমান ভারত)
মৃত্যু১৮৫৭
(বর্তমান ভারত)
মৃত্যুর কারণব্রিটিশ ভারত দ্বারা ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 ভারত
পেশাসিপাহী
কর্মজীবনসিপাহী বিদ্রোহী আন্দোলন
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের কর্মী

ঈশ্বরী প্রসাদ পান্ডে ১৮৫৭ সিপাহী বিদ্রোহী আন্দোলনের বা মহাবিদ্রোহ ১৮৫৭ এর অন্যতম শহীদ। উত্তর ২৪ পরগনাব্যারাকপুর সেনা ব্যারাকে সিপাইদের প্যারেড গ্রাউন্ডে ১৮৫৭ সালের ২৯ মার্চ ইংরেজ বিরোধী অভ্যুত্থানের ডাক দিয়েছিলেন সিপাই মঙ্গল পাণ্ডে। বিদ্রোহীকে নিবৃত্ত করতে, ইংরেজ অফিসার জেনারেল জন হারশে জমাদার ঈশ্বরী প্রসাদ পান্ডেকে আদেশ দেন। কিন্তু ঈশ্বরী পান্ডে সেই আদেশ অমান্য করেছিলেন। মঙ্গল পান্ডেকে আটকাবার কোনো চেষ্টাই তিনি করেননি।[১] তিনি মঙ্গলের সহায়তা ও বিদ্রোহে মদত দিয়েছেন এই অভিযোগে তাঁকেও সংলগ্ন এক অশ্বত্থ গাছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় ২১ এপ্রিল ১৮৫৭।[২][৩][৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Rebellion in 1857"newworldencyclopedia.org। New World Encyclopedia। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৭, ২০১৬ 
  2. http://www.manobkantha.com/2013/11/07/145863.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. মিজানুর রহমান। "মঙ্গল পান্ডে, একটি নাম একটি প্রেরণা"ajkalerkhobor.com। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "মুঘল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর সংক্ষিপ্ত জীবন কাহিনী"। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. রায়, প্রকাশ (২০২১)। বিস্মৃত বিপ্লবী তৃতীয় খণ্ডচেন্নাই: নোশনপ্রেস চেন্নাই তামিলনাড়ু। পৃষ্ঠা ৭০–৭৩।