ঈশ্বরদী বিমানবন্দর
ঈশ্বরদী বিমানবন্দর | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
অবস্থান | লালপুর উপজেলা, নাটোর জেলা, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৪°০৯′১১.৫১″ উত্তর ০৮৯°০২′৫৫.০৪″ পূর্ব / ২৪.১৫৩১৯৭২° উত্তর ৮৯.০৪৮৬২২২° পূর্বস্থানাঙ্ক: ২৪°০৯′১১.৫১″ উত্তর ০৮৯°০২′৫৫.০৪″ পূর্ব / ২৪.১৫৩১৯৭২° উত্তর ৮৯.০৪৮৬২২২° পূর্ব |
মানচিত্র | |
ঈশ্বরদী বিমানবন্দর |
ঈশ্বরদী বিমানবন্দর (আইএটিএ: IRD, আইসিএও: VGIS) বাংলাদেশের একটি বিমানবন্দর। বিমানবন্দরটি নাটোর জেলার লালপুর উপজেলায় ২নং ঈশ্বরদী ইউনিয়ন অবস্থিত।এই বিমানবন্দরটি ভূতাত্ত্বিকভাবে নাটোর জেলায় অবস্থিত হলেও এটি রাজনৈতিক ভাবে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অধীনে পরিচালিত হয়ে থাকে।(তথ্যসূত্রঃলালপুর ও ঈশ্বরদী উপজেলা মানচিত্র)।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯৯৬ সাল পর্যন্ত নিয়মিত এই বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করতো। [১] ১৮ নভেম্বর ২০১৩ তারিখে ইউনাইটেড এয়ারওয়েজ এই বিমানবন্দর থেকে বিমান পরিচালনা শুরু করে। প্রায় ১৭ বছর পরে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হলেও তা ২০১৪ সালের মাঝামাঝি সময় পরে বন্ধ করে দেয়া হয়।[২][৩]
ইতিহাস[সম্পাদনা]
ঈশ্বরদীতে একটি বিমানবন্দর চালু ছিল যেটি কয়েক বছর আগে তৎকালীন সরকার বন্ধ ঘোষণা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমান বন্দরটি হিজলি বেজ এলাকা নামে পরিচিত ছিল।১৯৪৫ সালের ফেব্রুয়ারি ৮-২৪ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বাহিনীর বিশতম বোমারু বাহিনী এই বিমান বন্দরটি ব্যবহার করেছিল । এখান থেকে মারিয়ানা দ্বীপ উদ্দেশ্যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে রওনা করে তারা।
নির্ধারিত গন্তব্যসূচী[সম্পাদনা]
কোনো যাত্রীবাহী বিমান চলাচল করে না।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Ishwardi Airport reopens today after 17 years"। The Daily Star। ৩০ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩।
- ↑ "United Airways launches Dhaka-Ishwardi flight"। Dhaka Mirror। ৩১ অক্টোবর ২০১৩। ৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩।
- ↑ "Welcome to United Airways (BD) Ltd."। www.uabdl.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১২।