ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম
এই নিবন্ধটির তথ্যসূত্র উদ্ধৃতিদানশৈলী ঠিক নেই।(অক্টোবর ২০১৪) |
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম | |
---|---|
অবস্থান | |
জাকির হোসেন রোড, | |
তথ্য | |
ধরন | বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক |
নীতিবাক্য | শিক্ষা ব্রতে এসো, সেবার তরে যাও |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৯ |
প্রতিষ্ঠাতা | মির্জা আহমেদ ইস্পাহানী |
ইআইআইএন | ১০৪৭১১ |
অধ্যক্ষ | লেফটেন্যান্ট কর্নেল মইনুল ইসলাম চৌধুরী |
অনুষদ | ১২২ |
ক্যাম্পাস | 1 |
রং | নেভি ব্লু সাদা |
ডাকনাম | আইপিএসসি (IPSC) |
ওয়েবসাইট | ipscctg |
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম হলো চট্টগ্রামের জাকির হোসেন রোডে অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান । এটি এমইএস কলেজের পাশে অবস্থিত। শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৭৯ খ্রিষ্টাব্দে মির্জা আহমেদ ইস্পাহানী কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]চট্টগ্রামে কোনো আবাসিক স্কুল না থাকায় শিক্ষানুরাগী ও দানবীর মির্জা আহমেদ ইস্পাহানি[১] কুমিল্লা সেনানিবাসে প্রতিষ্ঠিত ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের অনরূপ একটি আবাসিক বিদ্যালয় হিসাবে ১৯৭৯ সালে ইস্পাহানী পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে একটি ত্রিতল ভবনে কেজি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রী নিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু। ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষ থেকে এখানে উচ্চ মাধ্যমিক শাখা চালু হয়েছে। ১৯৮৫ সালে এই এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রথমবারের মতো এসএসসি এবং ১৯৯১ সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ভর্তি
[সম্পাদনা]স্কুল
[সম্পাদনা]স্কুল শাখায় তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়।[২]
কলেজ
[সম্পাদনা]কলেজ শাখায় বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থী ভর্তি করা হয়।
অডিটোরিয়াম
[সম্পাদনা]প্রতিষ্ঠানটিতে একটি অডিটোরিয়াম আছে।এটি বিভিন্ন কারুকার্যে সাজানো।
লাইব্রেরি
[সম্পাদনা]এই প্রতিষ্ঠানের লাইব্রেরিতে প্রায় ২০০০ বই রয়েছে। এর মধ্যে রয়েছে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর পাঠ্যবই, অভিধান, সাধারণ জ্ঞান, ম্যাগাজিন, উপন্যাস প্রভৃতি।
পরীক্ষাগার
[সম্পাদনা]এই প্রতিষ্ঠানে একটি করে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান,গণিত ও কম্পিউটার ল্যাব রয়েছে।[৩][৪][৫][৬]
সহ-শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]সাংস্কৃতিক অনুষ্ঠান
[সম্পাদনা]প্রতি বছর ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠান তার প্লে গ্রাউন্ডে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।
খেলাধুলা
[সম্পাদনা]ব্যাডমিন্টন এই প্রতিষ্ঠানে জনপ্রিয় খেলা। এখানে রয়েছে ইনডোর গেমের ব্যবস্থা। প্রতিবছর প্রতিষ্ঠানে ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বার্ষিক ম্যাগাজিন
[সম্পাদনা]এই প্রতিষ্ঠান প্রয়াস নামে একটি ম্যাগাজিন প্রকাশ করে থাকে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল
|আর্কাইভের-ইউআরএল=
এর|ইউআরএল=
প্রয়োজন (সাহায্য) থেকে আর্কাইভ করা। - ↑ http://www.ipsc-ctg.com/physics.php[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.ipsc-ctg.com/chemistry.php[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.ipsc-ctg.com/biology.php[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.ipsc-ctg.com/computer.php[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]