ইস্টার্ন রিফাইনারি লিমিটেড
দেশ | বাংলাদেশ |
---|---|
শহর | চট্টগ্রাম |
স্থানাঙ্ক | ২২°১৬′ উত্তর ৯১°৪৮′ পূর্ব / ২২.২৬৭° উত্তর ৯১.৮০০° পূর্ব |
শোধনাগারের বিস্তারিত | |
নিয়ন্ত্রণকারী | বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন |
মালিক | বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন |
ধারণক্ষমতা | ৩ এমএমটিপি |
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড হল বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার। কোম্পানি আইন ১৯১৩ (সংশোধিত, ১৯৯৪) অনুযায়ী এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। একদল পাকিস্তানি শিল্প-উদ্যোক্তা ১৯৬৩ সালে এ প্রকল্পটির উদ্যোগ নেয় এবং চট্টগ্রাম শহরের প্রান্তে কর্ণফুলি নদীর তীরে ১৫ কোটি ১৭ লক্ষ টাকা প্রারম্ভিক ব্যয়ের মাধ্যমে এ পরিশোধনাগারটি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সাল থেকে পরিশোধন কেন্দ্রটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তাদের নিজস্ব পরিশোধন ইউনিটের মাধ্যমে অপরিশোধিত তেল শোধিত করে থাকে। এই শোধনাগারে আরও রয়েছে অনুঘটক পুনর্গঠন ইউনিট, এ্যাসফালটিক বিটুমিন প্ল্যান্ট এবং মৃদু হাইড্রোক্রাকিং ইউনিট। এটি ২০১৫ সালে সেরা সরকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]এই তৈল শোধনাগার ১৯৬৩ সালে পূব পাকিস্তান শিল্প পরিকাঠামো উন্নয়ন সংস্থা (৩৫%), বার্মা ওয়েল কর্পোরেশন(৩০%) ও বাকি অংশ বেসরকারি সহায়তায় গড়ে তোলা হয়।[২] এরপর ১৯৮৫ সালে ১০০% শেয়ার সরকার নিয়ন্ত্রণে নেয়।
উৎপাদিত দ্রব্য
[সম্পাদনা]এই তৈল শোধনাগারে ১৬ রকম প্রেট্রোলিয়াম দ্রব্য উৎপাদিত হয়। এর মধ্যে প্রধান হল - এলপিজি, কেরসিন, ডিজেল, বিমানের জ্বালানি ইত্যাদি।
উৎপাদন ক্ষমতা
[সম্পাদনা]প্রথমে এই তৈল শোধনাগাড়ের উৎপাদন ক্ষমতা ছিল অনেক কম। পরে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তেল শোধনাগারটির উৎপাদন ক্ষমতা বাড়িয়ে করা হয়েছে প্রায় ৩ এমএমটিপি।
খনিজ তেলের উৎস
[সম্পাদনা]এই শোধনাগারটিতে খনিজতেল আনা হয় প্রধানত মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলি থেকে।
তেল পাইপলাইন
[সম্পাদনা]আমদানি করা তেল জাহাজ থেকে দ্রুত ও সশ্রয়ীভাবে খালাস করার জন্য গভীর সমুদ্র থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত দুই পাইপলাইনের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম)[৩] নির্মাণ করছে সরকার।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ নয়াদিগন্ত
- ↑ বাংলাপিডিয়া ইস্টার্ন রিফাইনারি
- ↑ "উদ্ভাসিত হচ্ছে গভীর সমুদ্রের এসপিএম প্রকল্প – Dainik Amader Shomoy"। আমাদের সময়। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০।
- ↑ "এক বছরের মধ্যে গভীর সাগরের মুরিংয়ে তেল খালাসের আশা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২০।