ইসলামি বিশ্ববিদ্যালয়, নাইজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামী বিশ্ববিদ্যালয়, নাইজার
অন্যান্য নাম
নাইজার ইসলামী বিশ্ববিদ্যালয়
ধরনবেসরকারী
স্থাপিত১৯৮৪[১]
অধিভুক্তিইসলামি সহযোগিতা সংস্থা
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
অবস্থান,
ওয়েবসাইটuniversite-say.com
মানচিত্র

নাইজার ইসলামী বিশ্ববিদ্যালয় বা নাইজার ইসলামী বিশ্ববিদ্যালয় (আইইউআইএন) নিয়ামের পশ্চিমে নাইজারের সেয়ে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।[২] বিশ্ববিদ্যালয়টি আরবি, ফরাসি এবং ইংরেজি এই তিনটি ভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয় নিয়ামে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

১৯৭৪ সালে লাহোর (পাকিস্তান) -তে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের দ্বিতীয় ইসলামী শীর্ষ সম্মেলন(ওআইসি) অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সুপারিশে বিশ্ববিদ্যালয়টি(আইইউআইএন) স্থাপনের কার্যক্রম শুরু হয়।[২]


পশ্চিম আফ্রিকার মুসলিম উম্মাহ এবং সাধারণভাবে মুসলিম বিশ্বের প্রয়োজনের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে ওঠাই এই বিশ্ববিদ্যালয়ের স্থাপনের মূল উদ্দেশ্য। বিশ্ব প্রতিযোগিতায় নতুন প্রজন্মের মুসলমানদের প্রযুক্তিগত ও নৈতিকভাবে গড়ে ওঠা ও প্রচার-প্রসার করার মাধ্যম হিসাবে ব্যবহার করা এই বিশ্ববিদ্যালয়ের স্থাপনের আর একটি উদ্দেশ্য।

১৯৮৪ সালে[৩][২] একশ বা ততোধিক শিক্ষার্থী আরবি ভাষা ও ইসলামিক শিক্ষা বিভাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। আইইউআইএন ফেডারেশন অফ ইউনিভার্সিটি অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ডের (এফইউআইডব্লুউ)-এর সদস্য।

শিক্ষায়তনিক[সম্পাদনা]

পাঁচটি অনুষদ, দুটি সেন্টার এবং দুটি ইনস্টিটিউটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।

অনুষদ[সম্পাদনা]

  • শরিয়া ও আইন অনুষদ
  • আরবি ভাষা ও মানব বিজ্ঞান অনুষদ
  • বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ
  • অর্থনীতি ও ব্যবস্থাপনা অনুষদ
  • কৃষি অনুষদ

ইনস্টিটিউট[সম্পাদনা]

  • শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক উচ্চশিক্ষা ইনস্টিটিউট
  • নিম্ন স্তরের বৃত্তিমূলক এবং প্রযুক্তিগত কেন্দ্রের জন্য আইকিআরএ ইনস্টিটিউট

প্রকাশনা[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়টি থেকে অ্যানালাল অফ দ্যা ইসলামিক ইউনিভার্সিটি নামে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Islamic University in Niger | UIA Yearbook Profile | Union of International Associations"uia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 
  2. "Islamic University of Niger | Admission | Tuition | University"www.unipage.net। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 
  3. "Islamic University of Niger | Ranking & Review"www.4icu.org। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]