ইসলামিক সলিডারিটি গেমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামিক সলিডারিটি গেমস
ألعاب التضامن الإسلامي
সংক্ষেপেISG
প্রথম আসর২০০৫ ইসলামিক সলিডারিটি গেমস, মক্কা, সৌদি আরব
আবর্তনচার বছর
সর্বশেষ আসর২০১৭ ইসলামিক সলিডারিটি গেমস, বাকু, আজারবাইজান
উদ্দেশ্যওআইসিভুক্ত রাষ্ট্রসমুহের ক্রীড়াবিদদের জন্য বহু ক্রীড়া প্রতিযোগিতা
সদর দফতররিয়াদ, সৌদি আরব
সংগঠনইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন
ওয়েবসাইটhttp://issf.sa/en/

ইসলামী সংহতি খেলা বা ইসলামিক সলিডারিটি গেমস হল একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা, যা ওআইসির সদস্য রাষ্টসমূহের ক্রীড়াবিদদের জন্য আয়োজন করা হয়। ক্রীড়া আসরটি ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন আয়োজন ও পরিচালনা করে।[১] এর প্রথম আসর ২০১৫ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হয়।

ইতিহাস[সম্পাদনা]

ইসলামিক সলিডারিটি গেমস প্রথম ২০০৫ সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয়। এতে ওআইসির ৫৭টি সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে। এসকল সদস্য রাষ্ট্রের অমুসলিম ক্রীড়াবিদদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল।

দ্বিতীয় গেমস ২০০৯ সালে ইরানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু তা পিছিয়ে ২০১০ সালের এপ্রিলে করা হয়, পরে ইরান ও আরব বিশ্বের মধ্যে লোগো নিয়ে বিতর্কের কারণে তা বাতিল করা হয়েছিল। ইরান লোগোতে পারস্য উপসাগর নাম ব্যবহার করেছিল, যা অন্য আরব রাষ্ট্র মেনে নেয়নি, কারণ অনেক রাষ্ট্র পারস্য উপসাগরকে আরব উপসাগর নামে ডাকে। নাম নিয়ে আরব রাষ্ট্র ও ইরান মধ্যকার বিতর্কের সমাধান না হওয়ায় গেমস বাতিল করা হয়।

তৃতীয় গেমস ২০১৩ সালে ইন্দোনেশিয়ায় পালেম্বাংয়ে[২] এবং চতুর্থ গেমস ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়।

সংস্করণ[সম্পাদনা]

ইসলামিক সলিডারিটি গেমসের স্বাগতিক শহর
সংস্করণ বছর স্বাগতিক শহর স্বাগতিক জাতি উদ্বোধনকারী শুরুর তারিখ শেষের তারিখ জাতি প্রতিযোগী ক্রীড়া বিষয় শীর্ষ পদকধারী
১ম ২০০৫ মক্কা  সৌদি আরব আব্দুল মজিদ বিন আব্দুল্লাহ আস সউদ ৮ এপ্রিল ২০ এপ্রিল ৫৫ ৬০০০ ১৫ ১০৮  সৌদি আরব
২য় ২০১০ তেহরান  ইরান বাতিল
৩য় ২০১৩ পালেম্বাং  ইন্দোনেশিয়া সুসিলো বামবাং ইয়ুধনো ২২ সেপ্টেম্বর ১ অক্টোবর ৪৪ ১৭৬৯ ১৩ ১৮৩  ইন্দোনেশিয়া
৪র্থ ২০১৭ বাকু  আজারবাইজান ইলহাম আলিয়েভ ১২ মে ২২ মে ৫৪ ২১ ২৬৮  আজারবাইজান
৫ম ২০২১ কোনিয়া  তুরস্ক রেজেপ তাইয়িপ এরদোয়ান ৯ আগস্ট ১৮ আগস্ট ৫৫ ৪২০০ ১৯ ৩৮০
৬ষ্ঠ ২০২৫ ইয়াউন্দে  ক্যামেরুন ভবিষ্যত ইভেন্ট

ক্রীড়া[সম্পাদনা]

ইসলামিক সলিডারিটি গেমসে এ যাবত ২৭টি ক্রীড়া উপস্থাপন করা হয়েছে।

ক্রীড়া বছর
তীরন্দাজী (বিস্তারিত) ২০১৩
অ্যাথলেটিকস (বিস্তারিত) ২০০৫ থেকে
ব্যাডমিন্টন (বিস্তারিত) ২০১৩
বাস্কেটবল (বিস্তারিত) ২০০৫ থেকে
মুষ্টিযুদ্ধ (বিস্তারিত) ২০১৭
ডাইভিং (বিস্তারিত) ২০০৫ থেকে
অশ্বচালনা (বিস্তারিত) ২০০৫ - ২০১৩
অসিচালনা (বিস্তারিত) ২০০৫ - ২০১৩
ফুটবল (বিস্তারিত) ২০০৫ থেকে
ক্রীড়া বছর
ফুটসাল (বিস্তারিত) ২০০৫ শুধু
জিমন্যাস্টিকস (বিস্তারিত) ২০১৭
গোলবল (বিস্তারিত) ২০০৫ শুধু
হ্যান্ডবল (বিস্তারিত) ২০০৫ থেকে
জুডো (বিস্তারিত) ২০১৭
কারাতে (বিস্তারিত) ২০০৫ থেকে
শৈল্পিক জিমন্যাস্টিকস (বিস্তারিত) ২০১৭
শ্যুটিং (বিস্তারিত) ২০১৭
সাঁতার (বিস্তারিত) ২০০৫ থেকে
ক্রীড়া বছর
টেবিল টেনিস (বিস্তারিত) ২০০৫ থেকে
তায়কোয়ান্দো (বিস্তারিত) ২০০৫ থেকে
টেনিস (বিস্তারিত) ২০০৫ থেকে
ভলিবল (বিস্তারিত) ২০০৫ থেকে
ওয়াটার পোলো (বিস্তারিত) ২০০৫ থেকে
ভারোত্তোলন (বিস্তারিত) ২০০৫ থেকে
কুস্তি (বিস্তারিত) ২০১৭
উশু (বিস্তারিত) ২০১৩ থেকে
জুর্খানেহ ২০১৭

পদক তালিকা[সম্পাদনা]

২০১৭ সালের হিসাব মতে;

সর্বকালীন ইসলামিক সলিডারিটি গেমসের পদক তালিকা
অবNOCস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 তুরস্ক (TUR)৯৫১০০১১০৩০৫
 আজারবাইজান (AZE)৮৫৬৩৫৩২০১
 ইরান (IRI)৭৯৫২৫৬১৮৭
 মিশর (EGY)৪৬৫১৪৯১৪৬
 ইন্দোনেশিয়া (INA)৪৩৬৪৫৯১৬৬
 সৌদি আরব (KSA)৩৫২১৩১৮৭
 মালয়েশিয়া (MAS)৩১২২৩৭৯০
 মরক্কো (MAR)২৫২৬৩৩৮৪
 আলজেরিয়া (ALG)১৫২৮৪২৮৫
১০ উজবেকিস্তান (UZB)১৫১৭৩১৬৩
১১ কাজাখস্তান (KAZ)১৫১৩১৮৪৬
১২ বাহরাইন (BHR)১৪২৮
১৩ ইরাক (IRQ)১৩১৭১৩৪৩
১৪ সিরিয়া (SYR)১৪২৬
১৫ কিরগিজস্তান (KGZ)১২২৫
১৬ জর্ডান (JOR)১৬২৪
১৭ কাতার (QAT)১৮
১৮ তিউনিসিয়া (TUN)২৩৩০
১৯ ওমান (OMA)১৮
২০ তুর্কমেনিস্তান (TKM)১৫২৩
২১ পাকিস্তান (PAK)১৫
২২ কুয়েত (KUW)১৮
২৩ নাইজেরিয়া (NGR)
২৪ সেনেগাল (SEN)১০১৪
২৫ ক্যামেরুন (CMR)১১
২৬ সুদান (SUD)
২৭ বাংলাদেশ (BAN)
২৮ তাজিকিস্তান (TJK)
২৯ গাম্বিয়া (GAM)
৩০ গিনি-বিসাউ (GBS)
 মোজাম্বিক (MOZ)
৩২ সংযুক্ত আরব আমিরাত (UAE)১৩
৩৩ গায়ানা (GUY)
৩৪ ইয়েমেন (YEM)
৩৫ লিবিয়া (LBY)
৩৬ সুরিনাম (SUR)
৩৭ উগান্ডা (UGA)
 জিবুতি (DJI)
 বুর্কিনা ফাসো (BUR)
৪০ ফিলিস্তিন (PLE)
 ব্রুনাই (BRU)
৪২ আফগানিস্তান (AFG)
৪৩ কোত দিভোয়ার (CIV)
৪৪ লেবানন (LIB)
 সিয়েরা লিওন (SLE)
মোট (৪৫টি NOC)৫৫৯৫৫৫৭২৩১৮৩৭

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. designthemes। "Islamic Solidarity Sports Federation | Islamic Solidarity Sports Federation"issf.sa (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৫ 
  2. "ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]