বিষয়বস্তুতে চলুন

ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরী
দেশ বাংলাদেশ
প্রতিষ্ঠিত২২ মার্চ ১৯৭৫; ৫০ বছর আগে (1975-03-22)
অবস্থানবায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন, ঢাকা
সংগ্রহ
সংগৃহীত আইটেমবই, সাময়িকী, সংবাদপত্র, ম্যাগাজিন, ডেটাবেস, মানচিত্র, এবং পাণ্ডুলিপি
আকার১ লক্ষ ৩০ হাজার
অন্যান্য তথ্য
পরিচালকইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরী বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামি গ্রন্থাগার। ইসলামি জ্ঞান চর্চা ও গবেষণা কর্ম বিকাশের জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠার সাথে সাথেই এই গ্রন্থাগারটিও প্রতিষ্ঠিত হয়।[] ইসলামি সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক প্রায় ১ লক্ষ ৩০ হাজার বই-পুস্তক রয়েছে। এ ছাড়া লাইব্রেরিটিতে প্রায় ৫০টি দেশী-বিদেশী পত্রিকা ও ম্যাগাজিন রাখা হয়। ৬১ কেজি ওজনের উপমহাদেশের সর্ববৃহৎ পবিত্র কুরআন এই লাইব্রেরিতে প্রদর্শনীর জন্য রাখা আছে।[] লাইব্রেরিটি বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত।

সুযোগ-সুবিধা

[সম্পাদনা]

এখানে ১১০০ পৃষ্ঠার ৬১ কেজি ওজনের উপমহাদেশের সর্ববৃহৎ পবিত্র কুরআন শরীফ রয়েছে, যেটা রাজশাহী মোহাম্মদ হামিদুজ্জামান নিজের হাতে লিখেছিলেন। এছাড়াও মফিজুল হক নুরীর লিখিত কুরআনের ছায়ালিপি, অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতির কুরআন শরীফ, পৃথিবীর সবচেয়ে ছোট কুরআন শরীফ সংগ্রহে রয়েছে। লাইব্রেরিতে বার্মিজ, তাজিকি, আসাম, লেবানিজ এবং ইন্দেনেশিয়া ভাষাসহ আরো অনেক ভাষার কুরআন শরীফ রয়েছে। বহু আলেমের তাফসীর গ্রন্থ, হাদিসগ্রন্থ, তাফসীর বিশ্বকোষ, আরবী ও উর্দু ভাষায় ও ইংরেজী ভাষার ইসলামী বিশ্বকোষ রয়েছে। এছাড়াও এখানে ইসলামি সাহিত্য, আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, ইসলাম ও বিজ্ঞান, ইসলামি অর্থনীতি, ইসলামি দর্শন, ইসলামের ইতিহাস, ইসলামি আইন, বিভিন্ন ভাষার অভিধান ও বিশ্বকোষের বিশাল সংগ্রহশালা রয়েছে।[]

লাইব্রেরি ভবনের নিচতলায় বাংলাদেশের ও ইসলামি কৃষ্ঠি কালচারের সমন্বয়ে প্রস্তুতকৃত একটি প্রদর্শনী হল রয়েছে। হলে মহান আল্লাহ তাআলার ৯৯ গুনবাচক নামের ৩৫টি পোস্টার ও নবী মুহাম্মাদের জীবনীর উপর ১৩টি পোস্টারসহ সর্বমোট ৪৮টি পোস্টার রয়েছে। ২০১৮ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরীর জন্য ওয়েব সাইট চালু করা হয়েছে।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরী"ইসলামিক ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫ 
  2. "ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরী"ourislam24.net। ২১ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-০৫