ইসলামিক ডেমোক্রেটিক লীগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামিক ডেমোক্রেটিক লীগ
সংক্ষেপেআইডিএল
প্রতিষ্ঠাতাছিদ্দিক আহমদ,
আবদুর রহিম
প্রতিষ্ঠা২৪ জুন ১৯৭৬ (1976-06-24)
ভাঙ্গন১৯৮৪
রাজনৈতিক অবস্থানডানপন্থী
ধর্মইসলাম
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা ইসলামী ডেমোক্রেটিক লীগ (আইডিএল) বাংলাদেশের একটি রাজনৈতিক দল যা ২৪ আগস্ট ১৯৭৬ সালে গঠন করা হয়েছিলো।[১]

ইতিহাস[সম্পাদনা]

গণভোটের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৃহীত পদক্ষেপগুলো অনুমোদিত হওয়ায় ইসলামি রাজনৈতিক দল গঠনে বাধা উঠে যায়। পূর্ব পাকিস্তান জামায়াতের প্রতিষ্ঠাতা আমির ছিলেন মাওলানা আব্দুর রহিম। ১৯৭১ সালের স্বাধীনতার পর আবদুর রহিম জামায়াত নামে কোনও সংগঠন করতে ইচ্ছুক ছিলেন না।[২] তখন তিনি এবং ছিদ্দিক আহমদ ১৯৭৬ সালের ২৪ আগস্ট ডেমোক্রেটিক পার্টি, নেজামে ইসলাম পার্টি, খেলাফতে রব্বনী পার্টি এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ইসলামিক ডেমোক্রেটিক লীগ (আইডিএল) নামে একটি রাজনৈতিক প্ল্যাটফরম গড়ে তোলেন।[৩]

প্রথম কমিটিতে ছিদ্দিক আহমদ সভাপতি এবং আবদুর রহিম সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পান। পরের বছর অনুষ্ঠিত কাউন্সিলে আবদুর রহিমকে সভাপতি মনোনীত করা হয়।[৪]

দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ[সম্পাদনা]

১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৭টি, বাংলাদেশ আওয়ামী লীগ ৩৯টি এবং মুসলিম লীগ ১৪টি আসনে বিজয়ী হয়। ইসলামিক ডেমোক্রেটিক লীগ থেকে ২০জন সদস্য সংসদ সদস্য নির্বাচিত হন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এফ.এম মোস্তাফিজুর রহমান (২০১২)। "জামায়াতে ইসলামী বাংলাদেশ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "৮০ বছর বয়সে জামায়াতের সফলতা কী?"বাংলা ট্রিবিউন। ২০২০-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৩ 
  3. "নিখোঁজ ৮০ রাজনৈতিক দল"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৩ 
  4. "ইসলামী রাজনীতিতে মওলানা মুহাম্মদ আবদুর রহীম"দৈনিক ইনকিলাব। ১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৮ 
  5. "১৯৭৯ সালে আই.ডি.এল (ইসলামী ডেমোক্রেটিক লীগ)-এর মাধ্যমে নির্বাচিত এমপি ছিলেন যারা"বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ জানুয়ারি ১৯৭৯। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০