ইলা আরব মেহতা
ইলা আরব মেহতা | |
---|---|
![]() ১৯৯৫ সালে ইলা আরব মেহতা | |
জন্ম | মুম্বাই | ১৬ জুন ১৯৩৮
পেশা | উপন্যাসিক ও গল্পকার |
ভাষা | গুজরাটি |
জাতীয়তা | ভারতীয় |
স্বাক্ষর | |
![]() |
ইলা আরব মেহতা (জন্ম ১৬ জুন ১৯৩৮) একজন গুজরাটি উপন্যাসিক ও গল্পকার, তিনি ভারতের গুজরাট অঞ্চলের মানুষ।
জীবনী
[সম্পাদনা]ইলা আরব মেহতা ১৬ জুন ১৯৩৮ সালে বম্বে (বর্তমানে মুম্বাই) শহরে গুজরাটি লেখক গুনবন্তরাই আচার্য-র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার জামনগরের বাসিন্দা ছিল। তিনি জামনগর, রাজকোট এবং মুম্বাইতে তাঁর স্কুলশিক্ষা সম্পন্ন করেন। ১৯৫৮ সালে রামনারায়ণ রুইয়া কলেজ থেকে গুজরাটিতে বিএ এবং ১৯৬০ সালে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬০ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত রুইয়া কলেজে এবং পরবর্তীকালে ১৯৭০ থেকে ২০০০ সাল পর্যন্ত, মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপনা করেন।[১][২][৩][৪]
কর্ম
[সম্পাদনা]প্রথমদিকে, মেহতা 'অখণ্ড আনন্দ', 'নবনীত' এবং 'স্ত্রী জীবন' পত্রিকায় লিখতেন। তাঁর লেখা কিছু গুরুত্বপূর্ণ উপন্যাসের মধ্যে রয়েছে ত্রিকোণনি ত্রাণ রেখাও (১৯৬৬), থিজেলো আকার (১৯৭০), রাধা (১৯৭২), এক হতা দেওয়ান বাহাদুর (১৯৭৬), বত্রিস লক্ষো (১৯৭৬), ভারসদার (১৯৭৮), আভাতি কালনো সূর্য (১৯৭৯), বত্রিস পুতলিনী বেদনা (১৯৮২), অনে মৃত্যু (১৯৮২), দরিয়ানো মানুষ (১৯৮৫), বসন্ত ছ্লাকে (১৯৮৭), নাগ পরীক্ষা, পাঁচ পাগলা পৃথ্বী পার (১৯৯৫), দ্য নিউ লাইফ (২০০৪), পারপোতানি আঁখ (১৯৮৮), জিলি মে কুম্পল হাতেলিমা (২০০৭)। জাহেরখবরনো মানুষ (১৯৮৫), শবনে নাম হওটু নাথি (১৯৮১) সহ আরও অনেক উপন্যাস বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন।[১][২][৪] তাঁর ভাদ (২০১১) উপন্যাসটি ইংরেজিতে ফেন্স (২০১৫) নামে রিতা কোঠারি দ্বারা অনূদিত হয়েছে।[৫] তাঁর বত্রিস পুতলিনী বেদনা উপন্যাসটি নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায় এবং তাদের নিজেদের পরিচয় প্রতিষ্ঠার সংগ্রামের গল্প। এটি অনুরাধা নামক প্রধান চরিত্রের মাধ্যমে পুরুষতন্ত্রের বিরুদ্ধে নারীর ক্ষোভ তুলে ধরে, ঠিক যেমন কুন্দনিকা কপাড়িয়ার সাত পাগলা আকাশমান (১৯৯৪) উপন্যাসে করা হয়েছে।[৬]
এক সিগারেট এক ধুসলি (১৯৮১), ভেনা-উডস (১৯৮৯), ভাগ্যরেখা (১৯৯৫), বালাভো বালভি বালভু (১৯৯৮), ইয়ম কিপুর (২০০৬)। ইলা আরব মেহতানোরী বার্তা বৈভব (২০০৯) তার গল্পের সংকলন। তিনি বর্ষা আদলজার নির্বাচিত গল্প সংকলন বর্ষা আদলজী শ্রেষ্ঠ কথাসাহিত্য (১৯৯১) সম্পাদনা করেন।[১][২][৪]
মৃত্যু নাম পারপোটা মরে (১৯৮৪) বিভিন্ন লেখকের মৃত্যুর উপর রচিত রচনাগুলির সংকলন।[২]
তার লেখনীকে নারীবাদী হিসেবে বিবেচনা করা হয়।[৭][৮]
পুরস্কার
[সম্পাদনা]তিনি গুজরাট সাহিত্য একাডেমি, মহারাষ্ট্র গুজরাটী সাহিত্য একাডেমি এবং গুজরাটী সাহিত্য পরিষদ থেকে পুরস্কৃত হয়েছেন।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি ১৯৬৪ সালে ডাক্তার আরব মেহতাকে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে, সলিল এবং একটি মেয়ে, সোনালী রয়েছে। তিনি মুম্বাইতে বসবাস করেন। তাঁর পিতা গুনবন্তরাই আচার্য এবং তাঁর ছোট বোন বর্ষা আদলজাও গুজরাটি লেখক।[২][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ব্রহ্মভট, প্রসাদ (২০১০)। અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ (History of Modern Gujarati Literature – Modern and Postmodern Era) (গুজ ভাষায়)। আহমেদাবাদ: পারশ্বা পাবলিকেশন। পৃষ্ঠা ২৬৫–২৬৬। আইএসবিএন ৯৭৮-৯৩-৫১০৮-২৪৭-৭
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। - ↑ ক খ গ ঘ ঙ চ "Meet The Author: Ila Arab Mehta" (পিডিএফ)। Sahitya Akademi, Delhi। ২৬ মার্চ ২০১১।
|আর্কাইভের-ইউআরএল=
ত্রুটিপূর্ণভাবে গঠিত: timestamp (সাহায্য) - ↑ কে. এম. জর্জ (১৯৯২)। Modern Indian Literature, an Anthology: Surveys and poems। Sahitya Akademi। পৃষ্ঠা ১৪৩। আইএসবিএন ৯৭৮-৮১-৭২০১-৩২৪-০
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। - ↑ ক খ গ কার্তিক চন্দ্র দত্ত (১৯৯৯)। Who's who of Indian Writers, ১৯৯৯: A-M। Sahitya Akademi। পৃষ্ঠা ৭৪৩–৭৪৪। আইএসবিএন ৯৭৮-৮১-২৬০-০৮৭৩-৫
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। - ↑ দেসাই, এস. ডি. (১৮ জুলাই ২০১৫)। "Who is That Across the Fence?"। The Indian Express। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬।
- ↑ সঞ্জুকতা দাসগুপ্ত; মালাশ্রী লাল (১৩ নভেম্বর ২০০৭)। The Indian Family in Transition: Reading Literary and Cultural Texts। SAGE Publications। পৃষ্ঠা ১৮১। আইএসবিএন ৯৭৮-৮১-৩২১-০১৬৩-৫
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭। - ↑ সাথিয়ান, সঞ্জেনা (২০১৬-০৫-১৬)। "When a Respected Author Becomes an Accidental Feminist"। OZY। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২৩।
- ↑ ক খ নলিনী নটারাজন; এমানুয়েল সামপাথ নেলসন (১৯৯৬)। Handbook of Twentieth-century Literatures of India। Greenwood Publishing Group। পৃষ্ঠা ১২৭। আইএসবিএন ৯৭৮-০-৩১৩-২৮৭৭৮-৭
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ইলা আরব মেহতা সম্পর্কিত মিডিয়া দেখুন।
- গুগল বইয়ে Ilā Ārab Mahetā-এর কাজ
- টেমপ্লেট:Gujarati Vishwakosh