বিষয়বস্তুতে চলুন

ইয়োইয়ো (হাতি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়োইয়ো
প্রজাতিআফ্রিকান হাতি
জন্মআনু.১৯৭০
মৃত্যু (বয়স আনু.৫৪)
বার্সেলোনা চিড়িয়াখানা
সক্রিয়তার বছর২০০৯-২০২৪

ইয়োইয়ো (আনু.১৯৭০ - ২৮ ডিসেম্বর ২০২৪)[] ছিল একটি আফ্রিকান হাতি। হাতিটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ বন্দী আফ্রিকান হাতি হিসেবে পরিচিত ছিল। হাতিটি প্রায় ৫৪ বছর বয়সে বার্সেলোনা চিড়িয়াখানায় মারা যায়।[]

জীবনী

[সম্পাদনা]

ইয়োইয়োকে ২০০৯ সালে উদ্ধার করে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। এর আগে হাতিটি একটি সার্কাসে ছিল। সার্কাসে থাকাকালীন হাতিটির শারীরিক ও মানসিক আঘাত ঘটে। উদ্ধার করার পর এই জন্য হাতিটিকে বিশেষ চিকিৎসা দেওয়া হয়।[]

২০০৯ সালে আন্তর্জাতিক প্রজাতি সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ইয়োইয়ো চিড়িয়াখানায় আনা হয়। কর্মসূচিতে স্পেন সরকার যৌথভাবে কেন্দ্রের সাথে অংশগ্রহণ করে। যদিও হাতিটির সঠিক জন্মতারিখ জানা যায় না, তবে ধারণা করা হয় যে হাতিটির বয়স ৫৪ বছরের বেশি ছিল, যেখানে ঐ হাতির প্রজাতির হাতিদের গড় আয়ু প্রায় ৩৯ বছর।

ইয়োইয়ো বার্সেলোনা চিড়িয়াখানায় আরও দুইটি হাতির সঙ্গে বাস করত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Congostrina, Alfonso L. (২৮ ডিসেম্বর ২০২৪)। "Muere Yoyo, una de las tres elefantas del Zoo de Barcelona"El País (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫
  2. "Yoyo, the world's longest-living African elephant, dies in Spain"Canal 26। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২৪