ইয়েমেন বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়েমেন বিশ্ববিদ্যালয় 
Yemen University
جامعة اليمن
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৮
রেক্টরডঃ আলি মুতাফফার
অবস্থান
সানা
,
ইয়েমেন
ওয়েবসাইটyemenuniversity.com
মানচিত্র

ইয়েমেন বিশ্ববিদ্যালয় ইয়েমেনের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং একই সালে এই বিশ্ববিদ্যালয়টিকে আনুষ্ঠানিকভাবে ইয়েমেন উচ্চ শিক্ষা মন্ত্রণালয় দ্বারা নিবন্ধন লাভ করে।[১] বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার ফরমান নং ১৬৮৩। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেমিস্টারে উপর ভিত্তি করে এবং বিভিন্ন প্রয়োগ ও তাত্ত্বিক বিষয়ের উপর একাডেমিক প্রোগ্রামগুলো সাজানো হয়েছে, যা একটি সংখ্যা অ্যাডভান্সড রিসার্চ সেন্টার সম্বন্ধযুক্ত করে থাকে।[২]

ইতিহাস[সম্পাদনা]

ইয়েমেনের সানা শহরের বড় জনসংখ্যা (১০,০০,০০০ - ৫০,০০,০০০) অধিবাসীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করার লক্ষে ২০০৮ সালে ইয়েমেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শানা শহরের একটি বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয় কর্তৃক আনুষ্ঠানিকভাবে অনুমোদিত গ্রহণ করে ইয়েমেনি বিশ্ববিদ্যালয় (ইউইউ) প্রতিষ্ঠা লাভ করে। ইয়েমেন বিশ্ববিদ্যালয় (ইউইউ) গবেষণা এবং বিভিন্ন প্রোগ্রামে আধিকারিক স্বীকৃত উচ্চ শিক্ষা ডিগ্রি পর্যায়ের নেতৃস্থানীয় অনুষদের প্রস্তাব গ্রহণ করে ।

গ্রন্থাগার [সম্পাদনা]

ইয়েমেন বিশ্ববিদ্যালয়ে দুইটি গ্রন্থাগার রয়েছে, একটি সাধারণ গ্রন্থাগার অপরটি ডিজিটাল গ্রন্থাগার। গ্রন্থাগার সকল স্নায়ু এবং একাডেমিক শিক্ষা এবং গবেষণা সুযোগের নিয়মানুবর্তিতা তৈরী করে। এই গ্রন্থাগারে সকল ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারী এবং অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের সহজে প্রবেশাধিকার রয়েছে। তার সকলেই গ্রন্থাগারে সংরক্ষিত বই, সাময়িকী, পাণ্ডুলিপি, সরকারি প্রকাশনা, একাডেমিক থিসিস, গবেষণামূল, প্রেস সংবাদপত্রের কাটিয়া রাখা অংশ, অডিও-ভিজুয়াল ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার অথবা কার্ড প্রদর্শন করে বাসায় নিয়ে যেতে পারবে।[৩]

কমিউনিটি সেবা[সম্পাদনা]

ইয়েমেন বিশ্ববিদ্যালয় শুরু থেকে সবসময় শিক্ষা বিশেষ মনোযোগ প্রদানের জন্য বিভিন্ন কমিউনিটি সেবার দিয়ে আসছে। ইয়েমেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতামূলক সেবা ইত্যাদি কমিউনিটি সেবা দিয়ে থাকে। মাঠ পর্যায়ের প্রতিষেধক প্রচারণা ও সেমিনার আয়োজন উপর থ্যালাসেমিয়া, পুষ্টি ও ঔষধ প্রদান এবং কৌশলগত পরিকল্পনা ও নেতৃত্বের দক্ষতা মধ্যে ইয়েমেন বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি জড়িত। [৪]

বৈজ্ঞানিক গবেষণাগার[সম্পাদনা]

ইয়েমেন বিশ্ববিদ্যালয় স্বীকার করে বৈজ্ঞানিক গবেষণা উন্নয়নে সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই জন্য বিশ্ববিদ্যালয় একটি বিশেষ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে স্থাপন করেন, যেখানে ফোকাস আবহাওয়া ও প্রকাশনা স্টাডিজ, সংগঠিত সম্মেলন এবং সেমিনার, পরিসংখ্যান বিশ্লেষণ ইত্যাদি উপর গবেষণা করা হয়। ইয়েমান বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অবস্থিত বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের একটি ইউনিট ফার্মাসিউটিকাল গবেষণা উপর জোরদার অবদান রেখেছে, তারা প্রযুক্তিগত ফার্মাসিউটিকাল গবেষণা, মেডিকেল গবেষণা ও পরামর্শ, পরিবর্তন সাধন ও ওষুধ শিল্পের উৎপাদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এর বৈজ্ঞানিক এবং একাডেমিক অবদানের সম্মান অর্জন করেছে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইয়েমেন বিশ্ববিদ্যালয় র্যংকিং
  2. "ইয়েমেন বিশ্ববিদ্যালয়"। ২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮ 
  3. ইয়েমেন বিশ্ববিদ্যালয় ইনফো
  4. "ইয়েমেন ডট নেট"। ২০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮ 
  5. ইয়ামেন বিশ্ববিদ্যালয়