ইয়াসমিন ইভান্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াসমিন ইভান্স
জন্ম (1990-10-27) ২৭ অক্টোবর ১৯৯০ (বয়স ৩৩)
স্টকপোর্ট, গ্রেটার ম্যানচেস্টার, ইংল্যান্ড
মাতৃশিক্ষায়তনস্যালফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশাবেতার ও টেলিভিশন উপস্থাপিকা
কর্মজীবন২০১০–বর্তমান
পরিচিতির কারণবিবিসি রেডিও ওয়ানএক্সট্রাতে উপস্থাপনা
টেলিভিশনস্যাটারডে ম্যাশ-আপ!, এসএএস: হু ডেয়ার্স উইন্স,

ইয়াসমিন ইভান্স (জন্ম: ২৭ অক্টোবর ১৯৯০) হলেন ইংল্যান্ডের ম্যানচেস্টারের একজন ইংরেজ বেতার ব্যক্তিত্ব ও টেলিভিশন উপস্থাপিকা। ২০১২ সাল থেকে বিবিসি রেডিও ওয়ানএক্সট্রাতে অনুষ্ঠান উপস্থাপনার জন্য তিনি সমধিক পরিচিতি পেয়েছেন।

শৈশব ও শিক্ষাজীবন[সম্পাদনা]

ইয়াসমিন ইভান্সের জন্ম গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্ট অঞ্চলে।[১] তিনি মাত্র ১৫ বছর বয়সে ম্যানচেস্টারের অন্যতম শীর্ষস্থানীয় কমিউনিটি স্টেশনগুলোতে উপস্থাপনার মধ্য দিয়ে রেডিওতে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। তিনি স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিও (স্নাতক সম্মান) অনুষদে পড়াশোনা করেছিলেন, সেখানে বিবিসি তাদের পাইলটিং প্রকল্পে অংশ নিতে অনুরোধ করে তাঁর কাছে এসেছিল। [২]

কর্মজীবন[সম্পাদনা]

২০১২ সালের সেপ্টেম্বরে ইভান্সকে বিবিসি রেডিওতে টুইন বি. সঞ্চালিত ওয়ানএক্সট্রা উইকেন্ড ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। মাত্র নয় মাস পর তিনি অনুষ্ঠানটির সহ-সঞ্চালিকা হয়েছিলেন। ২০১৬ সালে ইভান্স এবং ডটি তাঁদের সময়সূচি আদলবদল করে নিয়েছিলেন অর্থাৎ প্রভাতী অনুষ্ঠানের দায়িত্বে এসেছিলেন ডটি এবং বিকেলের দায়িত্বটি গ্রহণ করেছিলেন ইভান্স।

২০১৭ সালের গ্রীষ্মে ঘোষণা করা হয়েছিল যে ইভান্স এবং জনি নেলসন সিবিবিসি-র স্যাটারডে ম্যাশ-আপ! উপস্থাপন করবেন।[৩] স্যাটারডে ম্যাশ-আপ! হল তারকা অতিথি, ক্রীড়া, স্কেচ এবং সিবিবিসি অনুষ্ঠানসমূহের সংমিশ্রণ যা স্যালফোর্ডের মিডিয়াসিটিইউকে-তে রেকর্ড করা হয়েছিল। বিবিসি এশিয়ান নেটওয়ার্কের হার্পজ কৌর এবং ইউটিউবার জো টাস্কারকে প্রতিস্থাপনের আগে ২০১৭-২০১৮ সালে ইভান্স ও নেলসন মিলে দুটি ধারাবাহিক অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন।[৪][৫]

২০২০ সালে, ইভান্স চ্যানেল ৪ এর এসএএস: হু ডেয়ার্স উইন্স-এ উপস্থিত হয়েছিলেন। [৬] অনুষ্ঠানটি ২০২০ সালের এপ্রিলে করোনভাইরাস লকডাউনের মাঝখানে প্রচারিত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BBC Music - Get Playing - Yasmin Evans"BBC। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  2. "BBC Radio 1 - BBC Radio 1's Academy - A Day in the Life of Yasmin Evans"BBC। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  3. Gill, Emma (১০ আগস্ট ২০১৭)। "CBBC announces presenting line-up for Going Live! style Saturday morning TV"men। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  4. "Full digital campaign unveiled for 2020 BRITs"www.musicweek.com। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  5. "CBBC reveals new presenter line-up for Saturday Mash-Up!"Prolific North। ২০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  6. "Interview with Yasmin Evans – Recruit #12 | Channel 4"www.channel4.com। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]