বিষয়বস্তুতে চলুন

ইয়ানমার স্টেডিয়াম নাগাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ানমার স্টেডিয়াম নাগাই
মানচিত্র
প্রাক্তন নামওসাকা নাগাই স্টেডিয়াম (১৯৬৪–২০১৪)
অবস্থাননাগাই পার্ক, হিগাশিসুমিয়োশি-কু, ওসাকা, জাপান
গণপরিবহনWest Japan Railway Companyজেআর ওয়েস্ট:
  R  হ্যান ওয়াও লাইন এর নাগাই
ওসাকা মেট্রো:
মিদস্যুজী লাইন এর নাগাই
মালিকওসাকা সিটি
ধারণক্ষমতা৪৭,৮১৬
আয়তন১০৫ x ৬৮ মি
উপরিভাগঘাস (১০৭ মি x ৭১ মি)
স্কোরবোর্ডহ্যাঁ
নির্মাণ
উদ্বোধন১৯৬৪ (1964)
পুনঃসংস্কার২০০৭
সম্প্রসারণ১৯৯৬
ভাড়াটে
সেরেসো ওসাকা (১৯৯৬-বর্তমান)
ওয়েবসাইট
নাগাই স্টেডিয়াম সম্পর্কে (জাপানি ভাষায়)

ইয়ানমার স্টেডিয়াম নাগাই (ヤンマースタジアム長居)জাপানের ওসাকার একটি স্টেডিয়াম। Iএটি ক্লাব সেরেজো ওসাকার হোম গ্রাউন্ড। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪৭,০০০।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬৪ সালে যখন নাগাই স্টেডিয়াম প্রাথমিকভাবে খোলা হয়েছিল, তখন এর ধারণক্ষমতা ছিল ২৩,০০০, এবং এর উদ্বোধনী ইভেন্টটি ১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় একটি ফুটবল ম্যাচ ছিল। ১৯৯৬ সালে জাপানের ৫২তম জাতীয় ক্রীড়া উৎসবের জন্য স্টেডিয়ামের আসন ক্ষমতা ৫০,০০০-এ প্রসারিত করা হয়েছিল।

স্টেডিয়ামটি ২০০২ ফিফা বিশ্বকাপে তিনটি ম্যাচের আয়োজন করেছিল।

তারিখ দল #১ ফলাফল দল #১ পর্ব
১২ জুন ২০০২  নাইজেরিয়া ০-০  ইংল্যান্ড গ্রুপ এফ
১৪ জুন ২০০২  তিউনিসিয়া ০-২  জাপান গ্রুপ এইচ
২২ জুন ২০০২  সেনেগাল ০-১ ( সা. ডে )  তুরস্ক কোয়ার্টার ফাইনাল

নাগাই স্টেডিয়াম অ্যাথলেটিক প্রতিযোগিতার জন্য বহুবার ব্যবহৃত হয়েছে; এখানে ২০০১ ইস্ট এশিয়ান গেমস এবং ২০০৭ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অ্যাথলেটিক্সের আয়োজন করা হয়েছিল। একে বার্ষিক ওসাকা গ্র্যান্ড প্রিক্স অ্যাথলেটিকস সভার স্থান যা ১৯৯৬ থেকে ২০১০ এবং আবার ২০১৮ সাল থেকে প্রতি মে মাসে অনুষ্ঠিত হয়। এছাড়াও, স্টেডিয়ামটি ওসাকা ইন্টারন্যাশনাল লেডিস ম্যারাথনের সূচনা এবং সমাপ্তি পয়েন্ট, যা প্রতি বছর জানুয়ারির শেষের দিকে-ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হয়।[]

এক্সেস

[সম্পাদনা]

রেল ট্রানজিট

[সম্পাদনা]

ওসাকা সিটি বাস

[সম্পাদনা]
সাবওয়ে নাগাই
  • রুট ৪: সাবওয়ে সুমিনোকোয়েন – সাবওয়ে নাগাই – ডেটো বাস টার্মিনাল
  • রুট ২৪: সুমিয়োশি শাকো-মাই – সাবওয়ে নাগাই – মিনামি-নাগাই
  • রুট ৪০: সুমিয়োশি শাকো-মাই – সাবওয়ে নাগাই – ডেটো বাস টার্মিনাল
নাগাইকোয়েন-কিটাগুচি
  • রুট ৫৪এ: সুমিয়োসি শাক-মাএ → সাবওয়ে অবিক → টাকায় ডানচি-মাএ → নাগাইকেন-কিতাগুচি → সাবওয়ে নিশিটানাবে → ফুড়িতসু সোগো-ইর্য়-সেন্টার (জেনারেল মেডিকেল সেন্টার) → সুমিয়োসি শাক-মাএ
  • রুট ৫৪বি: সুমিয়োসি শাক-মাএ → ফুড়িতসু সোগো-ইর্য়-সেন্টার (জেনারেল মেডিকেল সেন্টার) → সাবওয়ে নিশিটানাবে → নাগাইকেন-কিতাগুচি → টাকায় ডানচি-মাএ → সাবওয়ে অবিক → Sumiyoshi Shako-mae

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Nakamura, Ken (2001-05-25). Day One of the East Asian Games. IAAF. Retrieved on 2010-02-28.


বহিঃসংযোগ

[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে ইয়ানমার স্টেডিয়াম নাগাই সম্পর্কিত মিডিয়া দেখুন।