ইভা একব্লাড
অবয়ব
ইভা একব্লাড | |
---|---|
![]() ইভা একব্লাড | |
জন্ম | ১০ জুলাইন ১৭২৪ |
মৃত্যু | ১৫ মে ১৭৮৬ স্কারাবর্গ, সুইডেন | (বয়স ৬১)
নাগরিকত্ব | সুইডিশ |
পরিচিতির কারণ | আলু থেকে ময়দা ও ইথানল তৈরি (১৭৪৬) |
সন্তান | ৭ |
পুরস্কার | রয়েল সুইডিস একাডেমি অফ সাইন্স এর সদস্যপদ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কৃষিবিদ্যা |
টীকা | |
রয়েল সুইডিস একাডেমি অফ সাইন্স-এ প্রথম মহিলা: পুর্ণ সদস্যপদ ১৭৪৮-৫১, অনারারী সদস্য ১৭৫১-৮৬ |
ইভা একব্লাড ১০ জুলাই ১৭২৪ সালে সুইডেনে জন্মগ্রহণ করেন। তিনি কৃষিবিদ-বৈজ্ঞানিক হিসেবে খ্যাত ছিলেন। তার উল্লেখযোগ্য আবিষ্কার হল আলু থেকে ময়দা ও ইথানল তৈরি। তার এই উদ্ভাবন, ১৮ শতাব্দীর সুইডেনের দুর্ভিক্ষ থেকে পরিত্রানের জন্য কার্যকরি ভূমিকা রাখে। তিনি রয়েল সুইডিস একাডেমি অফ সাইন্স-এ সদস্যপদ প্রাপ্ত প্রথম মহিলা। ১৫ মে ১৭৮৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।